Viral Video: জঙ্গল থেকে বেরিয়ে এল গণ্ডার! তাড়া করে শেষ করে দিল বাইকারকে! করুণ দৃশ্য ভাইরাল

Last Updated:

অসমের এক বাইকারকে তাড়া করে হত্যা করল গণ্ডার আর সেই দৃশ্য ধরা রইল ক্যামেরায়। রবিবার, অসমের মরিগাঁও জেলার পবিতোরা অভয়ারণ্যের বুকে এমনই শিউরে ওঠা ঘটনা ঘটল।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
গুয়াহাটি: অসমের এক বাইকারকে তাড়া করে হত্যা করল গণ্ডার আর সেই দৃশ্য ধরা রইল ক্যামেরায়। রবিবার, অসমের মরিগাঁও জেলার পবিতোরা অভয়ারণ্যের বুকে এমনই শিউরে ওঠা ঘটনা ঘটল।
মৃত বছর ৩৭-এর সাদ্দাম হুসেন কামরূপ মেট্রোপলিটন জেলার বাসিন্দা ছিলেন। ওইদিন তিনি নিজের বাইকে চেপেই পথ দিয়ে যাচ্ছিলেন। সেই সময়েই হঠাৎ অভয়ারণ্য থেকে গণ্ডার বেরিয়ে আসে। সোশ্যাল মিডিয়ার এক্স প্ল্যাটফর্মে ওই ভিডিও এখন রীতিমত ভাইরাল হয়ে উঠেছে।
advertisement
advertisement
সেখানে দেখা যাচ্ছে, বাইক ফেলে যুবকটি পড়িমরি করে ক্ষেতের মধ্যে দিয়ে ছুটছেন। পিছনে গণ্ডারটিও তাঁর পিছু পিছু ছুটে আসছে।
স্থানীয় বাসিন্দারা চিৎকার করে বন্য পশুটিকে সরানোর চেষ্টা করলেও লাভ হয়নি। ততক্ষণে, প্রায় ২ হাজার ৮০০ কেজি ওজনের ওই গণ্ডার, ক্ষতবিক্ষত করে দিয়েছে সাদ্দামকে। কিছু দুরেই সাদ্দামের নিথর দেহ উদ্ধার করা হয়। তাঁর মাথায় প্রবল আঘাতের চিহ্ন ছিল।
advertisement
advertisement
এই প্রসঙ্গে এক বনাধিকারিক জানান, “গণ্ডারটি অভয়ারণ্য থেকে হঠাৎই বেরিয়ে এসে আক্রমণ চালায়। এই ঘটনা কেন হল সে বিষয়ে আমরা তদন্ত চালাচ্ছি।”
অসমের রাজধানী গুয়াহাটির কাছেই অবস্থিত এই পোবিতোরা অভয়ারণ্য। এখানেই ভারতের মধ্যে সবথেকে বেশি এক শৃঙ্গ গণ্ডার পাওয়া যায়। বিশ্বের ৮০% এক শৃঙ্গ গণ্ডার পাওয়া যায় অসমের কাজিরাঙা জাতীয় উদ্যানে।
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Video: জঙ্গল থেকে বেরিয়ে এল গণ্ডার! তাড়া করে শেষ করে দিল বাইকারকে! করুণ দৃশ্য ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement