Mumbai Metro Tree Plantation: ১২ কোটি টাকা গেল কোথায়? মেট্রো রুটের সমস্ত গাছ শুকিয়ে কাঠ, খরচ নিয়ে তদন্তের দাবি

Last Updated:

Mumbai Metro Tree Plantation: অধিকাংশ গাছ শুকিয়ে গিয়েছে। একটি বৃক্ষের গায়ে লোহার পেরেক পোঁতা। মুম্বই মেট্রোর ৩টি রুটে ৫৮৪টি গাছ লাগাতে এবং রক্ষণাবেক্ষণ করতে ১২ কোটি টাকা বাজেটের কথা বলা হয়েছিল। সেই ব্যায় বৈধ ভাবে করা হয়েছে কিনা তা নিয়ে তদন্তের দাবি উঠল।

১২ কোটি টাকা গেল কোথায়? মেট্রো রুটের সমস্ত গাছ শুকিয়ে কাঠ, খরচ নিয়ে তদন্তের দাবি
১২ কোটি টাকা গেল কোথায়? মেট্রো রুটের সমস্ত গাছ শুকিয়ে কাঠ, খরচ নিয়ে তদন্তের দাবি
মুম্বই: অধিকাংশ গাছ শুকিয়ে গিয়েছে। একটি বৃক্ষের গায়ে লোহার পেরেক পোঁতা। মুম্বই মেট্রোর ৩টি রুটে ৫৮৪টি গাছ লাগাতে এবং রক্ষণাবেক্ষণ করতে ১২ কোটি টাকা বাজেটের কথা বলা হয়েছিল। সেই ব্যায় বৈধ ভাবে করা হয়েছে কিনা তা নিয়ে তদন্তের দাবি জানাল ওয়াচডগ ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা গডফ্রে পিমেন্টা এবং নিকোলাস আলমেদা।
মুম্বাই মেট্রো রেল কর্পোরেশন লিমিটেড (এমএমআরসিএল) প্রকাশ করেছে যে শহরের ১৩টি বিভিন্ন স্থানে মেট্রো ৩টি রুটে লাগানো ৫৮৪টি গাছের রোপণ এবং রক্ষণাবেক্ষণের জন্য ২ লক্ষ টাকা খরচ হয়েছে। তথ্যের অধিকার (আরটিআই)-এর প্রশ্নের জবাবে এই তথ্য প্রকাশ করা হয়েছে। মুম্বাই মেট্রো জানিয়েছে, গাছ সরবরাহ, বিতরণ, বৃক্ষরোপণ এবং রক্ষণাবেক্ষণের জন্য মোট খরচ হয়েছে প্রায় ১২ কোটি টাকা। কিন্তু তার পর গাছগুলির এই অবস্থা কেন? এ নিয়েই প্রশ্ন তুলেছে আরটিআই।
advertisement
advertisement
আরটিআই আধিকারিক বলেন, “অ্যারেতে মেট্রো কারশেডের জন্য, ২,২৯৮টি গাছ কাটার অনুমতি নেওয়া হয়েছিল, তার পরে একটি আবেদন জমা দেওয়া হয়েছিল যাতে ৫৩১টি গাছ কাটার প্রস্তাব দেওয়া হয়েছিল গাছ কর্তৃপক্ষের কাছে। সর্বশেষ প্রস্তাব ছিল ২৭০টি গাছের। ক্ষতিপূরণমূলক বনায়নের অধীনে, গাছ প্রতিস্থাপন করা হয়েছিল এবং এখানে নতুন চারা রোপণ করা হয়েছিল। কিন্তু সেগুলির অবস্থা দেখুন। আমি যখন এই বিষয়ে একটি আরটিআই দায়ের করেছি, তখন তারা বলেছিল যে এটিতে ১২ কোটি টাকা খরচ হয়েছে”।
advertisement
অভিযোগ, গাছের অবস্থান সম্পর্কে তথ্য দেওয়া হয়নি। এদিকে হিসেবে দেখানো হয়েছে প্রতিটি গাছের জন্য ২ লক্ষ টাকা রক্ষণাবেক্ষণের খরচা দেওয়া হয়েছে। আধিকারিকের কথায়, “যদি রক্ষণাবেক্ষণ করা হয় তবে কী ভাবে গাছগুলোর এই অবস্থা? এটি একটি সম্পূর্ণ প্রতারণা!” হিসেব মিলিয়ে দেখার জন্যই তদন্তের দাবি সেই সংস্থার।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Mumbai Metro Tree Plantation: ১২ কোটি টাকা গেল কোথায়? মেট্রো রুটের সমস্ত গাছ শুকিয়ে কাঠ, খরচ নিয়ে তদন্তের দাবি
Next Article
advertisement
MGNREGA: মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! কোটি কোটি কৃষক শ্রমিকদের স্বার্থে আঘাত, কেন্দ্রের নয়া ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
মনরেগাকে ধ্বংস করেছে মোদি সরকার! ‘কালো আইনের’ বিরুদ্ধে প্রতিবাদের ডাক সনিয়ার
  • মনরেগা প্রকল্পের নাম বদল নিয়ে এবার মোদি সরকারের বিরুদ্ধে সরব সোনিয়া গান্ধি

  • কংগ্রেসে নেত্রীর দাবি, মনরেগা প্রকল্পকে কার্যত ধ্বংস করে দিল বিজেপি

  • প্রকল্পকে বদলের আইনকে ‘কালো আইন (ব্ল্যাক ল)’ বলে উল্লেখ্য সোনিয়ার৷

VIEW MORE
advertisement
advertisement