Electric Double Decker AC Bus: দেশের প্রথম বিদ্যুৎচালিত এসি ডবল ডেকার বাস চালু হচ্ছে ! অ্যাপে বুক করা যাবে সিট!
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
Electric Double Decker AC Bus: বাস চলবে বিদ্যুতে! সিট বুক করা যাবে মোবাইল অ্যাপে! চালু হচ্ছে দেশের প্রথম বিদ্যুৎচালিত দ্বিতল এসি বাস! জানুন
#মুম্বই: দেশের প্রথম শীততাপ নিয়ন্ত্রিত দ্বিতল পরিষেবা চালু চালু হতে চলেছে। বৃহস্পতিবার মুম্বইতে দু'টি বিদ্যুৎচালিত বাসের উদ্বোধন করেন কেন্দ্রীয় পরিবহণ মন্ত্রী নিতিন গডকড়ী! ভারতেই ডিজাইন এবং তৈরি হল এই বাস! SWitch EiV 22 এই বাস সকলের সামনে আনে Switch Mobility! বেশ অনেক বছর আগে মুম্বইতে ডবল ডেকার বাসের চল ছিল। কলকাতাতেও দেখা যেত এই বাস। কিন্তু তা চালানো বেশ খরচ সাপেক্ষ! ধীরে ধীরে বন্ধ হয় সেই সব বাস! কিন্তু বিদ্যুৎচালিত এই নতুন এসি ডবল ডেকার সব সমস্যার সমাধান করবে!
এই বাস প্রস্তুতকারী সংস্থা জানায়, যে SWitch EiV 22 পৃথিবীর মধ্যে প্রথম যেখানে রয়েছে সেমি লো ফ্লোর! এই বাসের দরজা, এবং সিটেও অত্যধুনিক টেকনোলজি ব্যবহার করা হয়েছে, যা অনেক ওজন বহন করতে সক্ষম! এরকম আরও ২০০টি বাসের অর্ডার দেওয়া হয়েছে এমনটাই বিইএসটির সূত্রে খবর! আজ নিতিন গডকড়ী বলেন, " দেশের আগামী ভবিষ্যতের কথা ভেবেই এই বাসের পরিকল্পনা! কম খরচে এবং কম পলিউশনে অনেক বেশি বহন ক্ষমতা নিয়ে এগিয়ে যাবে এই বাস! পরিবেশ মুক্ত হবে দুষণ থেকে! ভবিষ্যতের এবং আজকের জন্য এই বাস পরিষেবা খুব দরকার ছিল। আগামী দিনে বাড়বে এই পরিষেবা!"
advertisement
advertisement
আপাতত দু'টি বাস এলেও ২০২৩ সালের মার্চ মাসের মধ্যেই অর্ধেক বাস রাস্তায় নেমে যাবে বলে আশা আধিকারিকদের। বাকি অর্ধেক আসবে পরে। বাসের সিট বুক করা যাবে মোবাইল অ্যাপের মাধ্যমে। একসঙ্গে বসতে পারবেন ৯০ জন যাত্রী। তবে সাধারণ বাসের থেকে বেশি হতে চলেছে এই দ্বিতলবাসের ভাড়া। কিন্তু মুম্বইয়ের জন সংখ্যা এবং ব্যস্ততার কথা মাথায় রেখেই এই বাসের পরিকল্পনা! এতে অনেকটাই সুবিধে হবে এমনটাই ধারণা প্রশাসনের!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 18, 2022 8:21 PM IST