Viral Auto Rickshaw Driver: এই চালকের অটোরিকশয় উঠলেই যাত্রীদের জন্য বিনামূল্যে থাকে ঠান্ডা জলের বোতল, বিস্কুট এবং সংবাদপত্র

Last Updated:

Viral Auto Rickshaw Driver: যাত্রীদের জন্য বিনামূল্যে জল, বিস্কুট এবং সংবাদপত্রের বন্দোবস্ত করেছেন

মুম্বই : ছোট ছোট আচরণেই পৌঁছন যায় হৃদয়ের গভীরে৷ সম্প্রতি ইন্টারেনেটে ভাইরাল হয়েছে সেরকমই এক পদক্ষেপ৷ ট্যুইটারে ছড়িয়ে পড়েছে এক অটোচালকের মানবিক আচরণ৷ মুম্বইয়ের এক অটোচালক তাঁর যাত্রীদের জন্য বিনামূল্যে জল, বিস্কুট এবং সংবাদপত্রের বন্দোবস্ত করেছেন৷ ট্যুইটারে শেয়ার করা ছবিতে দেখা যাচ্ছে অটোরিকশয় চালকের আসনে পিছনে থরে থরে জলের বোতল, বিস্কুটের প্যাকেট, সংবাদপত্র সব সাজানো আছে৷ তাঁর এই পদক্ষেপকে বাহবা জানিয়েছেন ট্যুইটারেত্তিরা৷
নন্দিনী আইয়ার নামে এক নেটিজেন ট্যুইটারে এই ছবিটি শেয়ার করেছেন৷ ক্যাপশনে লিখেছেন ‘‘আচরণ খুবই গুরুত্বপূর্ণ৷ মুম্বইয়ের অটোচালক বিনামূল্যে পানীয় জল দিচ্ছেন৷ এই দৃশ্য খুবই তৃপ্তিদায়ক৷ মানবিকতা ছড়িয়ে দিন’’ তাঁর পোস্টে লাইক এসেছে ২০০০-এর বেশি৷ ভিউজ ছাপিয়েছে ১ লক্ষ৷
আরও পড়ুন :  ৪১ বছর বয়সে ৫৫০ সন্তানের জন্মদাতা! এ বার থামতে বলা হল যুবককে
তীব্র গরমে যাত্রীদের অসুবিধের কথা ভাবায় অটোচালককে সাধুবাদ জানিয়েছেন সকলে৷ এক নেটিজেন লিখেছেন এই গরমে যাত্রীদের যথাযোগ্য পরিষেবা দিচ্ছেন এই চালক৷ অন্য আর এক জন মানবতার মধ্যে আশার আলো খুঁজে পেয়েছেন৷ সাধারণ এই অটোচালককে মানবিকতার নিদর্শন বলে মন্তব্য করেছেন অনেকেই৷
advertisement
advertisement
আরও পড়ুন :  স্কুল ছাড়ার ১৬ বছর পর প্রিয় শিক্ষিকার প্রেমে হাবুডুবু প্রাক্তন ছাত্রী, এনগেজড হয়ে এখন তাঁরা লিভ ইন সম্পর্কে
তবে গ্রীষ্ম বিধ্বস্ত মুম্বইয়ে অটোচালকদের চমক মুখ নতুন নয়৷ গত বছর মুম্বইয়ের এক অটোচালক ভাইরাল হয়েছিলেন ইউরোপের ৪৪ টি দেশের নাম বলতে পেরে৷ পাশাপাশি পানামা পেপার বিতর্ক থেকে শুরু করে মহারাষ্ট্র এবং উত্তরপ্রদেশের সব জেলাও ছিল তাঁর কণ্ঠস্থ৷ নোটবন্দি, টু জি দুর্নীতি নিয়েও ওয়াকিবহাল ছিলেন তিনি৷ এ বার সেই বিস্ময়-তালিকায় যোগ হল নতুন নিদর্শন৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Viral Auto Rickshaw Driver: এই চালকের অটোরিকশয় উঠলেই যাত্রীদের জন্য বিনামূল্যে থাকে ঠান্ডা জলের বোতল, বিস্কুট এবং সংবাদপত্র
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement