Mulayam Singh Yadav: 'নেতাজি'র জন্য প্রাণ দিয়ে দিলেন ভক্ত, মুলায়মের মৃত্যুতে মারাত্মক ঘটনা উত্তরপ্রদেশে
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Mulayam Singh Yadav: ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কানপুর নিকটস্থ মর্দনপুর গ্রামের রাজেশ কুমার যাদব পেশায় মজদুর।
#নয়াদিল্লিঃ সমাজবাদী পার্টির নেতা মুলায়ম সিং যাদবের অন্ত্যেষ্টির দিন ঘটে গেল মারাত্মক ঘটনা। এটাওয়ার সইফই গ্রামে লক্ষ লক্ষ মানুষের ভিড়ে শেষকৃত্য সম্পন্ন হয় ‘নেতাজি’ মুলায়ম সিং যাদবের(Mulayam Singh Yadav)। আর সেই সময়ই মুলায়ম সিংয়ের শোকে নদীতে ঝাঁপ দিয়ে আত্মহত্যা করলেন তার এক একনিষ্ঠ অনুগামী।
ঘটনাটি ঘটেছে উত্তরপ্রদেশের কানপুরে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, কানপুর নিকটস্থ মর্দনপুর গ্রামের রাজেশ কুমার যাদব পেশায় মজদুর। গত সোমবার থেকেই মুলায়ম সিংয়ের মৃত্যুর খবর পেয়ে অবসাদগ্রস্ত হয়ে পড়েছিলেন তিনি। প্রিয় নেতার মৃত্যুর খবর পেয়ে ভেঙ্গে পড়েছিলেন তিনি। পরিবার সূত্রে জানা গেছে, প্রায় সারা রাত প্রিয় ‘নেতাজী’র শোকে কেঁদেছেন রাজেশ। বাড়ির লোকেদের কাছে বলছিলেন, ‘নেতাজিই যখন বেঁচে নেই, আমিই বা বেঁচে থেকে কী করব?’ পরিবারের সকলে তাঁকে সামলানোর চেষ্টা করলেও কোনও লাভ হয়নি।
advertisement
advertisement
এরপর মঙ্গলবার মুলায়ম সিং যাদবের শেষকৃত্য সম্পন্ন হওয়ার পরেই রাস্তায় বেরিয়ে কান্নাকাটি করতে থাকেন তিনি। স্থানীয় লোকেরা তাকে বারবার বোঝানোর চেষ্টা করেও ব্যর্থ হন। এরপর গ্রামের কাছেই থাকা পান্ডু নদীতে গিয়ে ঝাঁপ দেন রাজেশ। পুলিশ এসে তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন।
advertisement
রাজেশ কুমারের বাড়িতে তাঁর স্ত্রী রামরতি তাদের ছোট ছোট চারটি মেয়ে রয়েছে। বাড়ির একমাত্র রোজগেরে মানুষের মৃত্যুতে তাঁদের জীবনেও নেমে এসেছে বড় বিপদের খাঁড়া।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 13, 2022 2:34 PM IST