Kunal Ghosh: পূর্ব মেদিনীপুরে চরম বিড়ম্বনার মুখে কুণাল ঘোষ, দলীয় অনুষ্ঠানেই বেনজির কাণ্ড
- Published by:Suman Biswas
- news18 bangla
Last Updated:
Kunal Ghosh: কুণাল ঘোষের সামনেই দুই গোষ্ঠীর নেতারা বচসায় জড়িয়ে পড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।
#ভগবানপুর: তৃণমূলের গোষ্ঠী কোন্দলের জের। দলের নেতা কুণাল ঘোষের সামনেই চলল স্থানীয় তৃণমূল নেতা কর্মীদের ক্ষোভ বিক্ষোভ। উত্তেজনা ভগবানপুরে! দলের একাংশের দুর্নীতি এবং স্বজন পোষণ সম্পর্কে কুণাল ঘোষ এবং বিধায়ক সোহমকে জানাতেই ক্ষোভ বিক্ষোভ দেখান তৃণমূলের নেতা-কর্মীরা। গোটা ঘটনায় উত্তেজনা ছড়িয়ে পড়ে এলাকায়।
কুণাল ঘোষের সামনেই দুই গোষ্ঠীর নেতারা বচসায় জড়িয়ে পড়ায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। কুণাল ঘোষ এবং সোহম সহ তৃণমূল নেতারা গন্ডগোল থামানোর চেষ্টা করলেও উত্তেজিত তৃণমূল নেতা কর্মীরা ক্ষোভ উগরে দেন।
advertisement
ভগবানপুরের ভীমেশ্বরীতে দলের বিজয়া কর্মসূচিতে যোগ দিতে আসেন কুণাল ঘোষ। উপস্থিত ছিলেন তৃণমূল বিধায়ক অভিনেতা সোহম, মন্ত্রী অখিল গিরি সহ জেলার তৃণমূল নেতারা। আজ জেলায় দলের একাধিক কর্মসূচিতে যোগ দিতেই পূর্ব মেদিনীপুরে এসেছেন তৃণমূল নেতা কুণাল ঘোষ।
advertisement
বিজেপির হাতে আক্রান্ত দলীয় কর্মীদের পাশে দাঁড়ান না স্থানীয় বিধায়ক অভিনেতা সোহম সহ জেলার তৃণমূল নেতারা। দলের নেতারা শুধু গোষ্ঠীবাজি করেন। এইসব অভিযোগ তুলে কুণাল ঘোষের সামনেই ক্ষোভ বিক্ষোভ দেখান তৃণমূল নেতারা।
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 13, 2022 1:58 PM IST
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Kunal Ghosh: পূর্ব মেদিনীপুরে চরম বিড়ম্বনার মুখে কুণাল ঘোষ, দলীয় অনুষ্ঠানেই বেনজির কাণ্ড