Dilip Ghosh: 'বিসর্জনের বাজনা বেজে গেছে, রোজ রোজ...', আরও বড় 'আশঙ্কা' উসকে দিলেন দিলীপ ঘোষ

Last Updated:

Dilip Ghosh: দিলীপের সংযোজন, ''সাম্প্রদায়িকতা এমন জায়গায় পৌঁছেছে, সেখানেও কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে। যারা শাসন করবে, তারা এখন পার্টি বাঁচাতে, নেতা বাঁচাতে ব্যস্ত, পরিবার বাঁচাতে ব্যস্ত, রোজ কোনও না কোনও নেতা, এমপি, এমএলএ জেলে যাচ্ছে।''

দিলীপ ঘোষের বেনজির আক্রমণঁ
দিলীপ ঘোষের বেনজির আক্রমণঁ
#খড়গপুর: শাসক দলের দুর্নীতি এখন চরমে, এদের বিসর্জনের বাজনা বেজে গেছে বলে কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ। বৃহস্পতিবার খড়গপুর শহরে বোগদা এলাকায় চায়-পে চর্চা যোগ দেন বিজেপি সর্বভারতীয় সহ-সভাপতি দিলীপ ঘোষ এবং সেখানেই তিনি উপরাষ্ট্রপতি জগদীপ ধনখড় ফের বক্তব্য রেখেছেন বাংলার প্রসঙ্গে, সেই রাজ্যে শাসনের আইন নয় শাসকের আইন চলে, সে প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, ''আমরাও বলেছি, আমাদের বিরোধী নেতাও বলেছে এবং এই বিষয়টি সাধারণ মানুষ হাড়ে হাড়ে টের পাচ্ছে। পাড়ায় পাড়ায় খুন, ধর্ষণ, জেলায় জেলায় খুন, ধর্ষণ, কলকাতার ওয়ার্ডে ওয়ার্ডে বাচ্চা ছেলে মেয়েদের তুলে নিয়ে গিয়ে খুন করার, রেপ করা মহিলাদের জ্যান্ত পুড়িয়ে মারা হচ্ছে।''
দিলীপের সংযোজন, ''সাম্প্রদায়িকতা এমন জায়গায় পৌঁছেছে, সেখানেও কোর্টকে হস্তক্ষেপ করতে হচ্ছে। যারা শাসন করবে, তারা এখন পার্টি বাঁচাতে, নেতা বাঁচাতে ব্যস্ত, পরিবার বাঁচাতে ব্যস্ত, রোজ কোনও না কোনও নেতা, এমপি, এমএলএ জেলে যাচ্ছে, দুর্নীতি চরমে উঠেছে। বিসর্জনের বাজনা বেজে গিয়েছে, সেই জন্যই সরকারের কাছ থেকে আর কিছু আশা করা যাচ্ছে না বলেই মানুষ কোর্টে যাচ্ছে, না হয় কেন্দ্র সরকারের কাছে বারবার আবেদন করছে।''
advertisement
advertisement
এদিকে, অর্জুন সিংয়ের পুত্র পবন সিংয়ের বিজেপি না ছাড়া প্রসঙ্গে তিনি বলেন, ''সেটা ভবিষ্যতে বোঝা যাবে কিন্তু পবন সিং বিজেপির প্রতীকে জিতেছেন। স্বাভাবিকভাবেই সে আমাদের পার্টির এমএলএ। এখন কী হবে, আর কী করবে সেটা তো বলা যায় না রাজনীতিতে। বিজেপিতে আছে সে নিজেই বলেছে সেটা।
advertisement
তৃণমূলের বিজয় সম্মেলনী প্রসঙ্গেও দিলীপ ঘোষ বলেন, ''আমাদের দেখে শিখছে আর কী। টিএমসি-র বিজয়ের সম্মেলনী করলে কী হয়, সেটা কি আমরা জানি না? আমরা মণ্ডলে মণ্ডলে ১২০০-র বেশি জায়গায় বিজয়া সম্মেলনী করছি। শুরু হয়ে গেছে, সেটা দেখে এটা তো জনসংযোগের একটি ভালো মাধ্যম। সেটা যদি হয় আমার মনে হয় এটি একটি ভালো কাজ। কিন্তু তৃণমূলের তো কাটমানির টাকায় এসব হবে। মৌজ-মস্তি হবে, ডিজে বাজবে, বিজয়া সম্মেলনীর আসল উদ্দেশ্য যদি পূর্তি হয় তাহলে খুব ভালো কথা।''
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Dilip Ghosh: 'বিসর্জনের বাজনা বেজে গেছে, রোজ রোজ...', আরও বড় 'আশঙ্কা' উসকে দিলেন দিলীপ ঘোষ
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement