Suvendu Adhikari | Mamata Banerjee: 'চিঠি যখন পাওয়া গেছে..', অবিলম্বে মমতাকে জিজ্ঞাসাবাদের দাবি তুললেন শুভেন্দু অধিকারী

Last Updated:

Suvendu Adhikari | Mamata Banerjee: তাজপুর বন্দর আদানিদের হাতে তুলে দিতে বুধবার করণ আদানির হাতে ইচ্ছাপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেই প্রসঙ্গেও বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু অধিকারী।

মমতাকে বেনজির আক্রমণ
মমতাকে বেনজির আক্রমণ
#তমলুক: এবার সরাসরি মমতা বন্দ্যোপাধ্যায়কে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলির জিজ্ঞাসাবাদের দাবি তুললেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ''সাত হাজার টাকার প্লেটে বিজয়া করছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর চাকরি না পাওয়া ছেলেরা গাছের তলায় বসে আছে। আমি বলব মমতার নামে চিঠি যখন পাওয়া গেছে, তখন তাঁকে কেন ডেকে বা নবান্ন গিয়ে ইন্টারোগেশন করছে না?'' তমলুকে দলের কর্মসূচিতে যোগ দিতে এসে শুভেন্দু অধিকারী বলেন, জিজ্ঞাসাবাদের জন্য এজেন্সির উচিৎ মমতা বন্দ্যোপাধ্যায়কে অবিলম্বে ডাকা।
এদিকে, তাজপুর বন্দর আদানিদের হাতে তুলে দিতে বুধবার করণ আদানির হাতে ইচ্ছাপত্র তুলে দিয়েছেন মুখ্যমন্ত্রী। সেই প্রসঙ্গেও বিস্ফোরক দাবি করেছেন শুভেন্দু। বলেন, "তাজপুর বন্দর নিয়ে যা বলা হচ্ছে, সবটাই মমতা বন্দ্যোপাধ্যায়ের ঢপের চপ! সবটাই বাজার গরম করার জন্য বলছেন। কিন্তু বাস্তবটা অন্য।"
advertisement
advertisement
শুভেন্দু অধিকারী বলেন, ''তাজপুরে বন্দর জীবনে হবে না। মমতা বন্দ্যোপাধ্যায় জানে না একটা পোর্ট করতে গেলে পাঁচ হাজার একর জমি দিতে হয়। ফোর লেনের রাস্তা জাতীয় সড়ক থেকে তাজপুর নিয়ে যেতে হবে। জায়গা অধিগ্রহণ করতে হবে। রেলের করিডর লাগবে। এসব ঢপের চপ কিছু হবে না। মিথ্যে কথা বলে বাজার গরম করছেন।''
advertisement
দলের কর্মীদের মিথ্যা মামলায় ফাঁসানো প্রসঙ্গে তমলুকের আইসি ও পূর্ব মেদিনীপুর জেলার এসপিকে কোর্টে নিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন শুভেন্দু অধিকারী। এছাড়াও তমলুক লোকসভায় যে দাঁড়াবে তাকে নন্দীগ্রাম থেকে ৫০ হাজার ভোটে লিড দেওয়ার কথাও তিনি বলেন। শিল্প ইস্যুতে তিনি কটাক্ষের সুরে বলেন, কয়েক মিনিটে মমতা বন্দ্যোপাধ্যায় আড়াইশো পুজোর উদ্বোধন করতে পারেন, কিন্তু সাড়ে ১১ বছর ক্ষমতায় থেকেও উনি একটা শিল্পের উদ্বোধন করতে পারেননি।
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Suvendu Adhikari | Mamata Banerjee: 'চিঠি যখন পাওয়া গেছে..', অবিলম্বে মমতাকে জিজ্ঞাসাবাদের দাবি তুললেন শুভেন্দু অধিকারী
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement