Mukul Roy: তিন দিন ধরে হোটেলেই বন্দি, কার কথায় দিল্লি এসে ফাঁপড়ে মুকুল?
- Published by:Debamoy Ghosh
- Reported by:Rajib Chakraborty
Last Updated:
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করতে সময় চেয়েও পাচ্ছেন না তিনি।
নয়াদিল্লি: রাজধানী দিল্লির বুকে গত প্রায় তিন দিন ধরে হোটেলের রুমে বন্দি রয়েছেন কূলহীন মুকুল! বিজেপি নেতারা দেখা করতে চাইছেন না। কার্যত ফাঁপরে পড়েছেন তিনি। ওদিকে রাজ্যে তৃণমূল এবং বিজেপি কেউই মুকুল রায়কে নিজেদের ঘরের লোক হিসেবে মানতে নারাজ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এবং বিজেপির কেন্দ্রীয় নেতাদের সঙ্গে দেখা করতে সময় চেয়েও পাচ্ছেন না তিনি। এ দিকে নানা মহলে একগুচ্ছ প্রশ্ন উঠেছে। কার অঙ্গুলি হেলনে চলছেন মুকুল রায ? দুই সহকার ভগীরথ মাহাতো এবং রাজু মণ্ডলদের চালনা করছেন কে? কে প্রতিনিয়ত টেলিফোনে রাজু ও ভগীরথদের নির্দেশিকা পাঠিয়ে চলেছেন ? এমন কি সাংবাদিকদের প্রশ্ন একটু এদিক ওদিক হলেই সাক্ষাৎকার বন্ধ করার নির্দেশিকা আসছে ফোনের ওপার থেকে। কে সেই তৃতীয় ব্যক্তি ?
advertisement
advertisement
আর এই আবহেই আরও গুরুতর এক প্রশ্ন উঁকি দিচ্ছে প্রত্যেকের মনে। তাহল মুকুল পুত্র শুভ্রাংশু রায় বারংবার দাবি করছেন, তাঁর অজান্তে তাঁর বাবাকে অপহরণ করে দিল্লিতে নিয়ে যাওয়া হয়েছে। বাবার স্বাস্থ্য ও মানসিক পরিস্থিতি নিয়ে বেজায় দুশ্চিন্তা প্রকট করেছেন তিনি। এমন কি, মুকুল রায়ের দিল্লি আসার পিছনে আর্থিক ষড়যন্ত্র এবং তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে কালিমালিপ্ত করার ষড়যন্ত্র রয়েছে বলেও অভিযোগ করতে পিছপা হননি শুভ্রাংশু।
advertisement
advertisement
তবে গত দু-তিনদিনে যে ছবি ধরা পড়ল তা হল, মুকুল রায় দিল্লি বিমানবন্দর নামার পর সোজা নেহেরু প্লেসের এই হোটেলে উঠেছেন। আজ দৃশ্যতই শারীরিকভাবে অসুস্থ তিনি। হাঁটাচলা করছেন অন্যের সাহায্য নিয়ে। কথা বলতে গিয়ে সেই হারিয়ে ফেলছেন। তা সত্ত্বেও তিনি বললেন কৈলাস বিজয়বর্গীয় সঙ্গে কথা বলার চেষ্টা করলেও কথা বলা হয়ে ওঠেনি। এ দিকে সময় দেননি অমিত শাহ, জেপি নাড্ডা এবং ভূপেন্দ্র যাদব।
advertisement
স্বভাবতই মুকুলের দিল্লি যাত্রার পরিকল্পনা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। এ দিন মুকুলকে প্রশ্ন করা হয়েছিল, পুত্র শুভ্রাংশকে ইডি-সিবিআই এর হাত থেকে বাঁচাতেই কি দিল্লিতে এসেছেন ? জবাবে তিনি বলেছেন এমন জল্পনা অর্থহীন। তিনি কাউকে বাঁচাতে বা কাউকে মারতে আসেননি। স্বেচ্ছায় কিছু কাজ নিয়ে দিল্লি এসেছেন।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Delhi
First Published :
April 20, 2023 12:36 AM IST