Mamata Banerjee on Mukul Roy: মুকুলে বিরক্ত মমতা, এক উত্তরেই দিয়ে দিলেন সব প্রশ্নের জবাব!
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
- Reported by:AVIJIT CHANDA
Last Updated:
কলকাতা: মুকুল রায়কে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে তিনি যে বিরক্ত তা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুকুলের অন্তর্ধান এবং তাঁর বিজেপি-তে ফিরে যাওয়ার সম্ভাবনা নিয়ে তৈরি হওয়া বিতর্কে মুখ খুলে মমতা এ দিন বলেন, মুকুল তো বিজেপি-রই বিধায়ক৷
গত পরশু দিন থেকে মুকুল রায়ের অন্তর্ধান নিয়ে বিতর্ক তৈরি হয়৷ সোমবার সন্ধ্যায় হঠাৎই বিমানে দিল্লি চলে যান মুকুল৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জেতা মুকুল কয়েক মাসের মধ্যেই তৃণমূলে ফিরে এসেছিলেন৷ তার পরে আবার তাঁর বিজেপি-তেই ফিরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷
আরও পড়ুন: 'বিজেপিতে ছিলাম-আছি-থাকব', জল্পনা শেষে জানিয়ে দিলেন মুকুল রায়! তৃণমূলে যোগের কারণও 'ফাঁস'
advertisement
advertisement
এ দিন এই বিতর্কেই মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুকুল রায়কে নিয়ে প্রশ্ন করা হলে দৃশ্যতই বিরক্ত মুখ্যমন্ত্রী এ দিন বলেন, 'কে দিল্লি, বম্বে, পঞ্জাব যাবে সেটা তাঁর ব্যাপার৷ উনি তো বিজেপি-র বিধায়কই আছেন৷ আমি যতদূর শুনেছি, ওনার ছেলে মিসিং ডায়েরি করেছেন৷ কেউ যদি অভিযোগ জানিযে বলে আমার বাবা নিখোঁজ, তাঁর বাবাকে এজেন্সি ধরে নিয়ে গেছে, তাহলে তো প্রশাসনের দায়িত্ব তাঁকে খুঁজে বের করা৷ প্রশাসন তার কাজ করবে৷ এ বিষয়ে আমার কিছু বলার নেই৷ তবে নিখোঁজ হওয়ার বিষয়টি অত্যন্ত গুরুতর৷ আর মুকুল তো বিজেপি-রই বিধায়ক৷'
advertisement
ঘটনাচক্রে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর ১১ জুন মমতার উপস্থিতিতেই তৃণমূলে ফিরে এসেছিলেন মুকুল৷ নিজের একসময়ের অন্যতম বিশ্বস্ত সৈনিককে ফিরে পেয়ে সেদিন দৃশ্যতই খুশি ছিলেন মুখ্যমন্ত্রী৷ মুকুলের প্রশংসা করে মমতা নিজেই বলেছিলেন, বিজেপি-তে গেলেও কোনওদিন তৃণমূল সম্পর্কে কুৎসা করেননি মুকুল৷ সেই কারণেই তাঁকে ফিরিয়ে নেওয়া হল৷
যদিও সেই মুকুলের কার্যকলাপেই এবার চূড়ান্ত বিরক্ত মুখ্যমন্ত্রী৷ এ দিন দিল্লিতে ফের একবার পরিবর্তনের পক্ষে সওয়াল করেছেন মুকুল রায়৷
কলকাতা এবং পশ্চিমবঙ্গের সব লেটেস্ট ব্রেকিং নিউজ পাবেন নিউজ 18 বাংলায় ৷ থাকছে দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের খবরও ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ এর পাশাপাশি সব খবরের আপডেট পেতে ডাউনলোড করতে পারেন নিউজ 18 বাংলার অ্যাপ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 19, 2023 5:25 PM IST