Mamata Banerjee on Mukul Roy: মুকুলে বিরক্ত মমতা, এক উত্তরেই দিয়ে দিলেন সব প্রশ্নের জবাব!

Last Updated:
মুকুল নিয়ে মুখ খুললেন মমতা৷
মুকুল নিয়ে মুখ খুললেন মমতা৷
কলকাতা: মুকুল রায়কে নিয়ে যে বিতর্ক তৈরি হয়েছে, তাতে তিনি যে বিরক্ত তা বুঝিয়ে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুকুলের অন্তর্ধান এবং তাঁর বিজেপি-তে ফিরে যাওয়ার সম্ভাবনা নিয়ে তৈরি হওয়া বিতর্কে মুখ খুলে মমতা এ দিন বলেন, মুকুল তো বিজেপি-রই বিধায়ক৷
গত পরশু দিন থেকে মুকুল রায়ের অন্তর্ধান নিয়ে বিতর্ক তৈরি হয়৷ সোমবার সন্ধ্যায় হঠাৎই বিমানে দিল্লি চলে যান মুকুল৷ ২০২১-এর বিধানসভা নির্বাচনে কৃষ্ণনগর উত্তর কেন্দ্র থেকে জেতা মুকুল কয়েক মাসের মধ্যেই তৃণমূলে ফিরে এসেছিলেন৷ তার পরে আবার তাঁর বিজেপি-তেই ফিরে যাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে৷
advertisement
advertisement
এ দিন এই বিতর্কেই মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়৷ মুকুল রায়কে নিয়ে প্রশ্ন করা হলে দৃশ্যতই বিরক্ত মুখ্যমন্ত্রী এ দিন বলেন, 'কে দিল্লি, বম্বে, পঞ্জাব যাবে সেটা তাঁর ব্যাপার৷ উনি তো বিজেপি-র বিধায়কই আছেন৷ আমি যতদূর শুনেছি, ওনার ছেলে মিসিং ডায়েরি করেছেন৷ কেউ যদি অভিযোগ জানিযে বলে আমার বাবা নিখোঁজ, তাঁর বাবাকে এজেন্সি ধরে নিয়ে গেছে, তাহলে তো প্রশাসনের দায়িত্ব তাঁকে খুঁজে বের করা৷ প্রশাসন তার কাজ করবে৷ এ বিষয়ে আমার কিছু বলার নেই৷ তবে নিখোঁজ হওয়ার বিষয়টি অত্যন্ত গুরুতর৷ আর মুকুল তো বিজেপি-রই বিধায়ক৷'
advertisement
ঘটনাচক্রে ২০২১ সালে বিধানসভা নির্বাচনের পর ১১ জুন মমতার উপস্থিতিতেই তৃণমূলে ফিরে এসেছিলেন মুকুল৷ নিজের একসময়ের অন্যতম বিশ্বস্ত সৈনিককে ফিরে পেয়ে সেদিন দৃশ্যতই খুশি ছিলেন মুখ্যমন্ত্রী৷ মুকুলের প্রশংসা করে মমতা নিজেই বলেছিলেন, বিজেপি-তে গেলেও কোনওদিন তৃণমূল সম্পর্কে কুৎসা করেননি মুকুল৷ সেই কারণেই তাঁকে ফিরিয়ে নেওয়া হল৷
যদিও সেই মুকুলের কার্যকলাপেই এবার চূড়ান্ত বিরক্ত মুখ্যমন্ত্রী৷ এ দিন দিল্লিতে ফের একবার পরিবর্তনের পক্ষে সওয়াল করেছেন মুকুল রায়৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Mamata Banerjee on Mukul Roy: মুকুলে বিরক্ত মমতা, এক উত্তরেই দিয়ে দিলেন সব প্রশ্নের জবাব!
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement