মেয়ের জন্য যা করলেন মা, তা চোখ জুড়িয়ে দিল নেটিজেনদের, আপনিও দেখুন
- Published by:Pooja Basu
Last Updated:
ভদ্রমহিলার খুব বেশিক্ষণ বসে থাকলে হাঁটুতে কষ্ট হয় বলে জানা গিয়েছে, কিন্তু তা-ও তিনি মেয়েকে ভালোবেসে এই কাজ করেছেন।
#মুম্বই: সন্তানের মুখে হাসি ফোটাতে বাবা,মা অনেক দূর যেতে পারেন। সেই হাসি যে সব সময়ে অর্থের বিনিময়ে আসে, তা কিন্তু নয়। অনেক ছোটখাটো বিষয়েও নির্মল আনন্দ পাওয়া যায়। একজন ভারতীয় মা তাঁর মেয়ের জন্য টিস্যু পেপার দিয়ে তৈরি করলেন রজনীগন্ধার মালা বা গজরা। আর সেটা দেখতে হুবহু আসল গজরার মতো। ভদ্রমহিলার খুব বেশিক্ষণ বসে থাকলে হাঁটুতে কষ্ট হয় বলে জানা গিয়েছে, কিন্তু তা-ও তিনি মেয়েকে ভালোবেসে এই কাজ করেছেন।
সুরেখা বলে একজন ইউজার Twitter-এ এই ছবি পোস্ট করেন। তিনি এই ফুলের মালাকে নিজের হেয়ার অ্যাকসেসরি বা চুলের সাজ বলে উল্লেখ করেন। আর তার পরেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের চমকে দিয়ে বলেন যে এই মালা কিন্তু আসল ফুলের নয়। এটা টিস্যু পেপার দিয়ে তৈরি করে দিয়েছেন তাঁর মা।
https://twitter.com/surekhapillai/status/1363719143564935168?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1363719143564935168%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Fmother-creates-incredible-realistic-gajra-with-tissue-for-daughter-wins-hearts-online-3473042.html
advertisement
মায়ের তৈরি গজরা মাথায় লাগিয়ে একটি ছবিও দেন সুরেখা। তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেন যে অন্যান্য ফুলের মালার চেয়ে অনেক বেশি সুগন্ধ তারঁ মায়ের তৈরি এই মালায় রয়েছে।
advertisement
https://twitter.com/surekhapillai/status/1363733266390536192?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1363733266390536192%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Fmother-creates-incredible-realistic-gajra-with-tissue-for-daughter-wins-hearts-online-3473042.html
একটি ছবি এবং একটি ভিডিও একযোগে পোস্ট করেন সুরেখা। তিনি বলেন, এই মালার এমন মহিমা যে এটা সব পোশাকের সঙ্গেই পরা যায়। তিনি এটাও বলেন যে মা নিজের সব ব্যথা-বেদনা, গাঁটের সমস্যা ভুলে ধৈর্য ধরে এই মালা বানিয়েছেন তাঁর জন্য।
এই মালা যে সত্যি আসল ফুলের মালা নয়, এটা দেখে অনেকেই স্তম্ভিত হয়ে যান। রীতিমতো ভাইরাল হয়ে পড়ে এই পোস্ট।
advertisement
একজন লেখেন যে আপনার মায়ের হাতে জাদু আছে। যে কোনও নিষ্প্রাণ বস্তুতে নিজের সৃষ্টিশীলতার মাধ্যমে তিনি প্রাণ দিয়ে দিতে পারেন।
https://twitter.com/titaniumals/status/1363796950621900800?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1363796950621900800%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Fmother-creates-incredible-realistic-gajra-with-tissue-for-daughter-wins-hearts-online-3473042.html
ডক্টর দীপা শর্মা বলে একজন মন্তব্য করেন যে এই গজরা দেখে খুব তরতাজা মনে হচ্ছে। যদি সুরেখা আলাদা করে বলে না দিতেন যে এটা টিস্যু পেপার দিয়ে তৈরি, তাহলে কারও বোঝার সাধ্য ছিল না যে এটা সত্যি নয়!
advertisement
https://twitter.com/deepadoc/status/1364465683359174656?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1364465683359174656%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Fmother-creates-incredible-realistic-gajra-with-tissue-for-daughter-wins-hearts-online-3473042.html
সুরেখার এই Twitter পোস্ট ১৬০০-র বেশি লাইক পেয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 26, 2021 1:14 PM IST






