হোম /খবর /দেশ /
মেয়ের জন্য যা করলেন মা, তা চোখ জুড়িয়ে দিল নেটিজেনদের, আপনিও দেখুন

মেয়ের জন্য যা করলেন মা, তা চোখ জুড়িয়ে দিল নেটিজেনদের, আপনিও দেখুন

ভদ্রমহিলার খুব বেশিক্ষণ বসে থাকলে হাঁটুতে কষ্ট হয় বলে জানা গিয়েছে, কিন্তু তা-ও তিনি মেয়েকে ভালোবেসে এই কাজ করেছেন।

  • Share this:

#মুম্বই: সন্তানের মুখে হাসি ফোটাতে বাবা,মা অনেক দূর যেতে পারেন। সেই হাসি যে সব সময়ে অর্থের বিনিময়ে আসে, তা কিন্তু নয়। অনেক ছোটখাটো বিষয়েও নির্মল আনন্দ পাওয়া যায়। একজন ভারতীয় মা তাঁর মেয়ের জন্য টিস্যু পেপার দিয়ে তৈরি করলেন রজনীগন্ধার মালা বা গজরা। আর সেটা দেখতে হুবহু আসল গজরার মতো। ভদ্রমহিলার খুব বেশিক্ষণ বসে থাকলে হাঁটুতে কষ্ট হয় বলে জানা গিয়েছে, কিন্তু তা-ও তিনি মেয়েকে ভালোবেসে এই কাজ করেছেন।

সুরেখা বলে একজন ইউজার Twitter-এ এই ছবি পোস্ট করেন। তিনি এই ফুলের মালাকে নিজের হেয়ার অ্যাকসেসরি বা চুলের সাজ বলে উল্লেখ করেন। আর তার পরেই সোশ্যাল মিডিয়ায় নেটিজেনদের চমকে দিয়ে বলেন যে এই মালা কিন্তু আসল ফুলের নয়। এটা টিস্যু পেপার দিয়ে তৈরি করে দিয়েছেন তাঁর মা।

https://twitter.com/surekhapillai/status/1363719143564935168?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1363719143564935168%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Fmother-creates-incredible-realistic-gajra-with-tissue-for-daughter-wins-hearts-online-3473042.htmlমায়ের তৈরি গজরা মাথায় লাগিয়ে একটি ছবিও দেন সুরেখা। তার সঙ্গে সঙ্গে তিনি এটাও বলেন যে অন্যান্য ফুলের মালার চেয়ে অনেক বেশি সুগন্ধ তারঁ মায়ের তৈরি এই মালায় রয়েছে।https://twitter.com/surekhapillai/status/1363733266390536192?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1363733266390536192%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Fmother-creates-incredible-realistic-gajra-with-tissue-for-daughter-wins-hearts-online-3473042.html

একটি ছবি এবং একটি ভিডিও একযোগে পোস্ট করেন সুরেখা। তিনি বলেন, এই মালার এমন মহিমা যে এটা সব পোশাকের সঙ্গেই পরা যায়। তিনি এটাও বলেন যে মা নিজের সব ব্যথা-বেদনা, গাঁটের সমস্যা ভুলে ধৈর্য ধরে এই মালা বানিয়েছেন তাঁর জন্য।

এই মালা যে সত্যি আসল ফুলের মালা নয়, এটা দেখে অনেকেই স্তম্ভিত হয়ে যান। রীতিমতো ভাইরাল হয়ে পড়ে এই পোস্ট।

একজন লেখেন যে আপনার মায়ের হাতে জাদু আছে। যে কোনও নিষ্প্রাণ বস্তুতে নিজের সৃষ্টিশীলতার মাধ্যমে তিনি প্রাণ দিয়ে দিতে পারেন।

https://twitter.com/titaniumals/status/1363796950621900800?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1363796950621900800%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Fmother-creates-incredible-realistic-gajra-with-tissue-for-daughter-wins-hearts-online-3473042.html

ডক্টর দীপা শর্মা বলে একজন মন্তব্য করেন যে এই গজরা দেখে খুব তরতাজা মনে হচ্ছে। যদি সুরেখা আলাদা করে বলে না দিতেন যে এটা টিস্যু পেপার দিয়ে তৈরি, তাহলে কারও বোঝার সাধ্য ছিল না যে এটা সত্যি নয়!

https://twitter.com/deepadoc/status/1364465683359174656?ref_src=twsrc%5Etfw%7Ctwcamp%5Etweetembed%7Ctwterm%5E1364465683359174656%7Ctwgr%5E%7Ctwcon%5Es1_c10&ref_url=https%3A%2F%2Fwww.news18.com%2Fnews%2Fbuzz%2Fmother-creates-incredible-realistic-gajra-with-tissue-for-daughter-wins-hearts-online-3473042.htmlসুরেখার এই Twitter পোস্ট ১৬০০-র বেশি লাইক পেয়েছে।
Published by:Pooja Basu
First published: