Mother Killed Son: পরকীয়া জানতে পেরে যায়...নিজের ৫ বছরের ছেলেকে খুন মায়ের! প্রমাণ পেতেই কঠিন শাস্তি দিল আদালত
- Published by:Ankita Tripathi
- news18 bangla
Last Updated:
Mother Killed Son: নিজের পাঁচ বছরের সন্তানকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে৷ মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ৷
গোয়ালিয়র: নিজের পাঁচ বছরের সন্তানকে খুনের অভিযোগ মায়ের বিরুদ্ধে৷ মধ্যপ্রদেশের গোয়ালিয়রের ঘটনায় শিউরে উঠেছিল গোটা দেশ৷ ২ বছর আগের ঘটনায় অভিযুক্ত মা জ্যোতি রাঠোরকে যাবজ্জীবন কারাদণ্ডের নির্দেশ দিল আদালত৷
ঘটনাটি ঘটেছিল ২০২৩ সালের এপ্রিলের ২৮ তারিখে৷ সংবাদমাধ্যমে প্রকাশিত খবর অনুযায়ী, অভিযুক্ত জ্যোতি রাঠোর প্রতিবেশী উদয় ইন্দোলিয়ার সঙ্গে পরকীয়ায় জড়িয়ে পড়েন৷ জ্যোতি রাঠোরের স্বামী ধ্যান সিং রাঠোর পেশায় কনস্টেবল৷ কিন্তু ধ্যান সিংয়ের অগোচরেই সম্পর্কে জড়িয়ে পড়েন স্ত্রী জ্যোতি৷
advertisement
advertisement
সূত্রের খবর, জ্যোতির পুত্র পাঁচ বছরের ছোট্ট যতীন জানতে পেরে যায় মায়ের গোপণ সম্পর্ক৷ বাবার কাছে পরকীয়া ফাঁস করে দিতে পারে ছেলে! অভিযোগ এই ভয় থেকেই নিজের ছেলেকে দোতলা থেকে নীচে ছুঁড়ে ফেলে মা জ্যোতি৷ প্রায় ২৪ ঘণ্টা জীবনের সঙ্গে করে ছোট্ট যতীন৷ যদিও গভীর আঘাতের পরে শেষমেশ মৃত্যু হয় তার৷
advertisement
ঘটনাটিকে প্রথমে দুর্ঘটনা বলা হলেও তদন্তে অসঙ্গতি টের পায় পুলিশ৷ ততদিনে স্ত্রীকে বিভিন্ন কারণে সন্দেহ করতে শুরু করেছিলেন স্বামী ধ্যান সিং৷ কিছুদিন পরেই ধ্যানের কাছে ভেঙে পড়ে জ্যোতি৷ নিজেই স্বীকার করে নেন ছেলেকে খুনের ঘটনা৷ আদালতে জ্যোতির নিজের স্বীকারোক্তির একাধিক রেকর্ড করা অডিও ও ভিডিও প্রমাণ হিসেবে পেশ করে ধ্যান৷ পাশাপাশি বাড়ির সিসিটিভি ফুটেজেও পাওয়া যায় খুনের প্রমাণ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
Jan 19, 2026 1:57 PM IST









