Crime: কাকিমার সঙ্গে মাঠে গিয়েছিল ভাইঝি! আচমকা উধাও... পরেরদিন সকালে মিলল একটা চটি, মাঠে যেতেই হাড়হিম

Last Updated:

মেয়েটির মুখমণ্ডল এবং গোপনাঙ্গে গভীর ক্ষত ছিল। শরীরে ৪০টিরও বেশি আঘাতের চিহ্ন ছিল। মৃতদেহ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে নাবালকটিকে প্রথমে নৃশংসভাবে নির্যাতন করা হয়েছিল এবং পরে নৃশংসভাবে হত্যা করা হয়।

প্রতীকী ছবি
প্রতীকী ছবি
মোরাদাবাদ:  খেত থেকে মিলল নাবালিকার নগ্ন দেহ। উত্তরপ্রদেশের মোরাদাবাদ জেলার  ঘটনায় তুমুল চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। শুরু হয়েছে তদন্ত।
advertisement
পরিবার সূত্রে খবর,  নাবালিকার কাকিমা প্রতিদিনের মতো ঘাস কাটতে জঙ্গলে যাচ্ছিলেন। দু-জনের মধ্যে মাত্র কয়েক মিনিটের ব্যবধান ছিল। কিন্তু কে জানত যে এই কয়েক মিনিটই এমন ভয়াবহ ঘটনা ঘটবে। কাকিমা বাড়ি ফিরে এলেও নাবালিকা মেয়েটি আর ফিরে আসেনি। দীর্ঘদিন ধরে মেয়েটির কোনও খোঁজ না পাওয়ায়, পরিবার উদ্বিগ্ন হতে শুরু করে। রাত হলেও মেয়েটি ফিরে না আসায়, তার মা নিজেই বনের দিকে রওনা হন।দীর্ঘ অনুসন্ধানের পর, একটি ভুট্টা ক্ষেতে মেয়েটির  চপ্পল পাওয়া যায়। পরের দিন সকালে মেলে নগ্ন দেহ।
advertisement
মেয়েটির মুখ এবং গোপনাঙ্গে গভীর ক্ষত ছিল। শরীরে ৪০টিরও বেশি আঘাতের চিহ্ন ছিল। মৃতদেহ দেখে স্পষ্ট বোঝা যাচ্ছিল যে নাবালকটিকে প্রথমে নৃশংসভাবে নির্যাতন করা হয়েছিল এবং পরে নৃশংসভাবে হত্যা করা হয়। পুলিশ জানিয়েছে, বিষয়টি অত্যন্ত গুরুতর। খতিয়ে তদন্ত করা হচ্ছে।  পারিবারিক কলহ নাকি অভ্যন্তরীন দ্বন্দ্ব তাও তদন্ত করা হচ্ছে। পুলিশ এও জানিয়েছে যে, মেয়েটির নিখোঁজ হওয়ার তথ্য সময়মতো থানায় দেওয়া হয়নি। যদি আরও আগে পাওয়া যেত, তাহলে হয়তো আগেই ব্যবস্থা শুরু করা যেত। ময়নাতদন্তের রিপোর্ট এলে স্পষ্ট হবে যে, মেয়েটিকে ধর্ষণ করা হয়েছে কি না। তবে দেহের অবস্থা দেখে আশঙ্কা করা হচ্ছে যে নাবালিকাকে প্রথমে ধর্ষণ করা হয়েছে এবং তারপর ধারাল অস্ত্র দিয়ে খুন করা হয়েছে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Crime: কাকিমার সঙ্গে মাঠে গিয়েছিল ভাইঝি! আচমকা উধাও... পরেরদিন সকালে মিলল একটা চটি, মাঠে যেতেই হাড়হিম
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement