বাজেট কভারেজে ডিজিটাল প্ল্যাটফর্মে শীর্ষ স্থান দখল করল Moneycontrol
- Published by:Piya Banerjee
- news18 bangla
Last Updated:
বিশেষজ্ঞদের একাংশের কথায়, Moneycontrol-এর বাজেট কভারেজ শুধুমাত্র লাইভ আপডেট বা মূল বিষয়গুলিকেই তুলে ধরেনি। এগুলির পাশাপাশি বাজেটের খুঁটিনাটি দিক, এক্সপার্ট ওপিনিয়ন-সহ একাধিক বিষয়কে বিশদে বিশ্লেষণে করা হয়েছে। আর এর জেরেই এসেছে এই সাফল্য!
#নয়া দিল্লি: ১ ফেব্রুয়ারি অর্থমন্ত্রকের তরফে কেন্দ্রীয় বাজেট পেশ করা হল। সেই সূত্রে দেশের সংবাদমাধ্যমগুলি দিনরাত পরিশ্রম করেছে। পাঠক-শ্রোতা-দর্শকদের কাছে বাজেটের দুর্বোধ্য বিষয়গুলিকে আরও সহজ করে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হয়েছে। এবার সেই দৌড়ে সেরার শিরোপা জিতে নিল Moneycontrol। বাজেট ডে কভারেজে আগের সমস্ত ডিজিটাল ট্র্যাফিক রেকর্ড ভেঙে দিল এই সংবাদসংস্থা।
বাজেট কভারেজের দৌড়ে প্রতিযোগীদের কার্যত কোণঠাসা করে দিয়েছে Moneycontrol। SimilarWeb-এ প্রকাশিত এক পরিসংখ্যান অনুযায়ী, The Economic Times, LiveMint ও Financial Express-এর থেকে যথাক্রমে ২১ শতাংশ, ৭৭ শতাংশ ও ১০৮ শতাংশ বেশি ডিজিটাল ট্র্যাফিক দেখা গিয়েছে Moneycontrol-এ।
এই বিষয়ে Moneycontrol-এর একজিকিউটিভ এডিটর বিনয় প্রভাকর (Binoy Prabhakar) জানিয়েছেন, প্রতি বছর দেশের অন্যতম বড় ইভেন্ট হল কেন্দ্রীয় বাজেট ঘোষণা। সেই সূত্র ধরে পাঠকদের আরও ভালো অভিজ্ঞতা ও পরিষেবা দিতে সদা প্রস্তুত Moneycontrol-এর টিম। এক্ষেত্রে Moneycontrol-এর সমস্ত সাংবাদিক, এডিটর, ডিজাইনার, প্রোডাক্ট ম্যানেজার সবাই একযোগে কাজ করেছেন। বাজেট ২০২১-এর কথা মাথায় রেখে বিশেষ ভাবে পরিকল্পনা নেওয়া হয়েছিল। সেই লক্ষ্যেই দিন-রাত পরিশ্রম করেছেন সবাই। বাজেটের কঠিন বিষয়গুলিকে যতটা সম্ভব সহজ ও সাধারণের পাঠ্য করে তোলা হয়েছে। লেখার পাশাপাশি ভিজুয়াল গ্রাফিক্স, ভিডিও দেওয়া হয়েছে। এই সাফল্যের হাত ধরে সেই সম্মিলিত পরিশ্রম সার্থক হয়ে উঠেছে।
advertisement
advertisement
বাজেটের কথা মাথায় রেখে এই সংবাদসংস্থার তরফে দেশের নানা কর্পোরেট সেক্টর, বড় বড় অর্থনীতি সংস্থার বিশেষজ্ঞদের সাক্ষাৎকারও নেওয়া হয়েছে। এবার বাজেট কভার করতে গিয়ে ফিনান্স ও কর্পোরেট অ্যাফেয়ার্সের রাষ্ট্রমন্ত্রী অনুরাগ ঠাকুর (Anurag Thakur), ফিনান্স সেক্রেটারি অজয় ভূষণ পাণ্ডে (Ajay Bhushan Pandey), এক্সপেন্ডিচার সেক্রেটারি টি ভি সোমনাথন (TV Somanathan)-সহ বেশ কয়েকজন বিশেষজ্ঞের সাক্ষাৎকার নেওয়া হয়। একই সঙ্গে দেশের শীর্ষস্থানীয় কর্পোরেট ল-ইয়ার জিয়া মোদি (Zia Mody), অর্থনৈতিক বিশেষজ্ঞ আশিস শঙ্কর (Ashish Shankar), মোতিলাল ওসওয়াল (Motilal Oswal)-সহ বিশিষ্টদের একান্ত সাক্ষাৎকারও নেওয়া হয়েছিল। এর পাশাপাশি নানা ধরনের স্মার্ট ভিজুয়াল কার্ড ব্যবহার করে এবারের বাজেট কভারেজকে আরও আকর্ষণীয় করে তোলা হয়েছে।
advertisement
বিশেষজ্ঞদের একাংশের কথায়, Moneycontrol-এর বাজেট কভারেজ শুধুমাত্র লাইভ আপডেট বা মূল বিষয়গুলিকেই তুলে ধরেনি। এগুলির পাশাপাশি বাজেটের খুঁটিনাটি দিক, এক্সপার্ট ওপিনিয়ন-সহ একাধিক বিষয়কে বিশদে বিশ্লেষণে করা হয়েছে। আর এর জেরেই এসেছে এই সাফল্য!
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 10, 2021 3:56 PM IST