#নয়াদিল্লি: প্রয়াত সুষমা স্বরাজের আজ ৭০তম জন্মবার্ষিকী। তাঁর বাগ্মিতায় ও অসাধারণ বক্তৃতা দিয়ে গোটা সংসদকে একসময় প্রভাবিত করেছিলেন প্রাক্তন বিদেশমন্ত্রী৷ সুষমা স্বরাজের (Sushma Swaraj Birth Anniversary) জন্মদিন সারা দেশে তাঁর প্রতি শ্রদ্ধাজ্ঞাপনে চলছে নানাবিধ অনুষ্ঠান। এই উপলক্ষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও (Modi On Sushma Swaraj) ফেসবুকে একটি পোস্ট শেয়ার করেছেন সোমবার।
আরও পড়ুন: ‘দেশের গণতন্ত্রের উৎসবকে শক্তিশালী করুন’, ভোটপর্ব শুরু হতেই ট্যুইট মোদি-শাহের...
আরও পড়ুন: ‘গোয়ায় হিন্দু ভোট ভাগ করতে চাইছে TMC’, কানপুরে তোপ মোদির, পাল্টা কটাক্ষ কুণালদের...
মোদি লেখেন, "এটি প্রায় ২৫ বছর আগে ঘটেছিল (Modi On Sushma Swaraj)। সেই সময় আমি বিজেপির হয়ে কাজ করছিলাম এবং সুষমাজি গুজরাটে নির্বাচনী সফরে ছিলেন। সেই সময় তিনি আমার গ্রাম ভাদনগরেও গিয়েছিলেন। সেখানে আমার মায়ের সঙ্গে দেখা করেছিলেন সুষমাজি। সে সময় আমার ভাগ্নের ঘরে একটি কন্যা সন্তানের জন্ম হয়। জ্যোতিষীরাও ঠিক করেছিলেন রাশি দেখে তার নাম কী রাখবেন। নাম ঠিক করা হয়েছিল। পরিবারের সদস্যরাও জ্যোতিষীদের দেওয়া নাম রাখার সিদ্ধান্ত নেন। কিন্তু সুষমাজির সঙ্গে দেখা করার পর আমার মা সিদ্ধান্ত নেন বাড়ির নতুন মেয়ের নাম সুষমা রাখা হবে। আমার মা খুব শিক্ষিত নন, তবে তিনি চিন্তায় খুব আধুনিক। সেই সময়ে তিনি যেভাবে সিদ্ধান্ত নিয়েছিলেন তা আমার এখনও মনে আছে। আজ, সুষমা স্বরাজের জন্মদিনে (Sushma Swaraj Birth Anniversary), আমি তাঁকে প্রণাম জানাই।"নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Naredra Modi, Sushma Swaraj