Tamil Nadu Exit Poll Results 2021:  তামিলনাড়ুতে স্ট্যালিন ঝড়, মোদির মরিয়া চেষ্টাতেও বড় হারের মুখে AIADMK জোট !

Last Updated:

২০১৬ সালে তামিলনাড়ু (Tamil Nadu Exit Polls) AIDMKর দখলে এসেছিল ১৩৬টি আসন, ডিএমকের দখলে ছিল ৮৯, কংগ্রেসের ঝুলিতে ছিল ৮টি আসন। বিজেপি খাতা খুলতে পারেনি দক্ষিণের এই রাজ্যে।

দেশের পাঁচ রাজ্যের বিধানসভা নির্বাচনে অন্যতম গুরুত্বপূর্ণ লড়াই তামিলনাড়ুতে। এই রাজ্যের ২৩৪ আসনে গত ৬ এপ্রিল ভোট হয়েছে। ভোট গণনা ২ মে। তবে তার আগে বৃহস্পতিবারই প্রকাশ্যে এল বুথ ফেরত সমীক্ষা। সেই বুথ ফেরত সমীক্ষায় তামিলনাড়ুতে (Tamil Nadu) পালাবদলের ইঙ্গিত দিচ্ছে। দেড়শোর বেশি আসন নিয়ে ক্ষমতায় আসতে পারে কংগ্রেসের জোট সঙ্গী স্ট্যালিনের নেতৃত্বাধীন ডিএমকে। তবে দক্ষিণের এই রাজ্যে খাতা খুলতে পারে বিজেপি। এদিকে পুদুচেরিতে ক্ষমতায় আসতে পারে বিজেপির সঙ্গী এআইএনআর (AINR)।
advertisement
২০১৬ সালে তামিলনাড়ুতে AIDMKর দখলে এসেছিল ১৩৬টি আসন, ডিএমকের দখলে ছিল ৮৯, কংগ্রেসের ঝুলিতে ছিল ৮টি আসন। বিজেপি খাতা খুলতে পারেনি দক্ষিণের এই রাজ্যে। এবার গেরুয়া শিবির জোট বেঁধেছিল জয়ললিতার দলের (AIADMK) সঙ্গে। এই রাজ্যে খাতা খোলার চ্যালেঞ্জ ছিল তাদের। জয়ললিতার প্রস্থানের পর থেকে ছত্রভঙ্গ AIADMK। ভোটের ফলে মিলছে তারই ইঙ্গিত। দক্ষিণের রাজ্যের নতুন মুখ হিসেবে উঠে আসছেন করুণানিধি পুত্র স্ট্যালিন।
advertisement
advertisement
বুথ ফেরত সমীক্ষা বলছে-
Republic TV-CNX এর এক্সিট পোল অনুযায়ী এআইডিএমকে ৫৮-৬৮ টি আসন পেতে চলেছে, ডিএমকে পাবে ১৬০-১৭০ টি আসন, অন্যদিকে এএমএমকে ৪-৬, অন্যান্য ০-২। Today’s Chankya এক্সিট পোল অনুযায়ী এআইডিএমকে ৫৭ (± ১১) ডিএমকে ১৭৫ ( ± ১১) অন্যান্যরা পাবে ২ (± ৪) টি আসন। Polls of Exit Poll (NDTV) ডিএমকে ১৭১, এআইডিএমকে ৫৮
advertisement
যদিও সবশেষে বলে রাখা দরকার, এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষা কোনওভাবেই ভোটের ফলাফলকে প্রভাবিত করে না। এটা সম্ভাব্য ফলাফলের আভাসমাত্র। অতীতে বহুবার দেখা গিয়েছে এক্সিট পোল বা বুথ ফেরত সমীক্ষার সঙ্গে আসল ফলাফল একেবারেই মেলেনি। সমস্ত সমীক্ষক সংস্থা এক্সিট পোলের যে ফলাফল প্রকাশ করেছে, আসল ফলাফল তার উলটো হয়েছে। আবার এক্সিট পোলের (Exit Poll) সঙ্গে আসল ফলাফল হুবহু মিলে গিয়েছে, এমন নজিরও কমবেশি আছে।
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Tamil Nadu Exit Poll Results 2021:  তামিলনাড়ুতে স্ট্যালিন ঝড়, মোদির মরিয়া চেষ্টাতেও বড় হারের মুখে AIADMK জোট !
Next Article
advertisement
Mamata Banerjee: খসড়া তালিকায় বাদ যাওয়া নাম কীভাবে ফিরবে চূড়ান্ত তালিকায়? শুনানির আগে তৃণমূলের বিএলএ-দের ৮ টোটকা মমতার
খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে কী করণীয়? তৃণমূলের বিএলএ-দের ৮ দফা নির্দেশ মমতার
  • খসড়া তালিকায় বাদ যাওয়া নাম ফেরাতে ভোটারদের কীভাবে সাহায্য?

  • তৃণমূলের বিএলএ-দের একগুচ্ছ নির্দেশ মমতার৷

  • বহিরাগতদের উপরে নজর রাখারও নির্দেশ৷

VIEW MORE
advertisement
advertisement