মহানন্দা এক্সপ্রেস থেকে নিখোঁজ ক্যাপ্টেনের সন্ধান মিলল

Last Updated:

রহস্যজনকভাবে মহানন্দা এক্সপ্রেস থেকে উধাও হয়ে যাওয়া ক্যাপ্টেন শিখর মিশ্রের খোঁজ মিলল ফৈজাবাদে ৷ পটনা থেকে অপহৃত হন বলে দাবি করেছেন তিনি ৷ পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে ফৈজাবাদে থানায় গিয়ে দেখা করেন ক্যাপ্টেন শিখর দীপ এবং জানান তাঁর অপহরণের কথা ৷

#ফৈজাবাদ: রহস্যজনকভাবে মহানন্দা এক্সপ্রেস থেকে উধাও হয়ে যাওয়া ক্যাপ্টেন শিখর মিশ্রের খোঁজ মিলল ফৈজাবাদে ৷ পটনা থেকে অপহৃত হন বলে দাবি করেছেন তিনি ৷ পুলিশ সূত্রে খবর, শনিবার সকালে ফৈজাবাদে থানায় গিয়ে দেখা করেন ক্যাপ্টেন শিখর দীপ এবং জানান তাঁর অপহরণের কথা ৷
৬ ফেব্রুয়ারি কাটিহার থেকে দিল্লি যাওয়ার পথে মহানন্দা এক্সপ্রেস থেকে নিখোঁজ হয়ে যান ক্যাপ্টেন শিখর দীপ ৷ এদিন সকালে ফৈজাবাদের কোতয়ালি থানায় পৌঁছে নিয়ে জানান যে, তাকে পাটনা স্টেশন থেকে অজ্ঞান করে অপহরণ করা হয়েছিল ৷ একটি ঘরে চেয়ারের সঙ্গে তাকে দড়ি দিয়ে বেঁধে রাখা হয় ৷ জ্ঞান ফিরতেই দড়ি ছিঁড়ে জানলা ভেঙে পালান ৷ পুলিশ তার অপহরণের দাবি খতিয়ে দেখছে ৷ এদিন সেনার হাতে তুলে দেওয়া হয় তাঁকে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
মহানন্দা এক্সপ্রেস থেকে নিখোঁজ ক্যাপ্টেনের সন্ধান মিলল
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement