Traffic Rules: চটি পরে বাইক চালানো যায়? জরিমানা হয় না? জেনে নিন ট্র্যাফিক নিয়ম

Last Updated:

কিন্তু, কেন্দ্রীয় সড়ক এবং পরিবহণ দফতরের তরফ থেকে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ী জানান, এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়ো। এই ধরনের জরিমানার কোনও আইন ট্রাফিকের ধারায় নির্দিষ্ট করা নেই।

চটি পরে বাইক চালানো যায়?
চটি পরে বাইক চালানো যায়?
নয়াদিল্লি: গাড়ি-বাইকের নানা নিয়ম নিয়ে অনেক সময় অনেক গুজব ছড়ায়। অনেক সময় সাধারণ মানুষকে হয়রান হতেও হয় সেই গুজবের শিকারে। ঠিক এমনই ২০১৯ সালে একটি গুজব ঘোরাফেরা করছিল যেমন, গাড়ি এবং মোটরসাইকেল চপ্পল পরে চালালে জরিমানার সম্মুখীন পড়তে হতে পারে। ঠিক যেমন জরিমানা হতে পারে হাফ হাতা শার্ট পরে বাইক চালালে। এই ধরনের নানান আইনের কথা বিগত কয়েক বছর ধরে নানান সোশ্যাল সাইট থেকে বিভিন্ন জায়গায় ঘোরাফেরা করছিল।
কিন্তু, কেন্দ্রীয় সড়ক এবং পরিবহণ দফতরের তরফ থেকে কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকড়ী জানান, এই ধরনের খবর সম্পূর্ণ ভিত্তিহীন এবং ভুয়ো। এই ধরনের জরিমানার কোনও আইন ট্রাফিকের ধারায় নির্দিষ্ট করা নেই।
advertisement
advertisement
যেকোনো ব্যক্তি লুঙ্গি কিংবা অন্যান্য যেকোনো পরিধেয় বস্ত্র পরে গাড়ি কিংবা বাইক চালাতে পারে এতে কোনও সমস্যা হওয়ার কথা নয় বলেই জানানো হয় কেন্দ্রীয় মন্ত্রকের তরফ থেকে। এছাড়াও কেন্দ্রের এই মন্ত্রক থেকে জানানো হয় হাফ হাতা শার্ট অতিরিক্ত আলো,চপ্পল কিংবা নোংরা উইন্ডশিল্ডের জন্যও কোনওধরনের জরিমানা করা হবে না।
তবে, এর পাশাপাশি জনগণকে সচেতনও করা হয়েছে। চপ্পল পরে বাইক বা মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে গিয়ার বদলানোর সময় অসুবিধার মুখে পড়েন চালক। সঠিক সময় যদি গিয়ার বদলানো না যায় তবে সেক্ষেত্রে বড় ধরনের দুর্ঘটনা ঘটতে পারে। গাড়ির ক্ষেত্রেও একই বিপদের আশঙ্কা থেকে যায়। তাই পা ঢাকা জুতো পরেই গাড়ি-বাইক চালানোর পরামর্শ দেওয়া হয়েছে সড়ক এবং পরিবহণ মন্ত্রকের তরফ থেকে। এছাড়াও, বাইক চালানোর ক্ষেত্রে ফুল হাতা শার্ট পরাই শ্রেয় কারণ তাতে দুর্ঘটনা ঘটলে আঘাত লাগার পরিমাণ অনেকটাই কমে যায়। তবে সুরক্ষার স্বার্থে মোটরসাইকেল চালানোর ক্ষেত্রে হেলমেট বাধ্যতামূলক রাখা হয়েছে, অন্যথায় জরিমানা জারি থাকবে বলেই জানানো হয়েছে কেন্দ্রীয় সড়ক এবং পরিবহণ মন্ত্রকের তরফ থেকে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Traffic Rules: চটি পরে বাইক চালানো যায়? জরিমানা হয় না? জেনে নিন ট্র্যাফিক নিয়ম
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement