অবশেষে খতম মোস্ট ওয়ান্টেড লস্কর জঙ্গি সাজাদ, চার শহিদের রক্তে সফল অপারেশন

Last Updated:

কেরি ও ওয়াটারগামের গোটা এলাকা কর্ডন করে করে চলে গুলির লড়াই। সন্ধের মধ্যে খতম করা হয় তৃতীয় লস্কর জঙ্গিকে।

#শ্রীনগর: কাশ্মীরে সেনা বাঙ্কারে ভয়াবহ হামলা চালাল লস্কর-ই-তৈবা। এই হামলার জেরে অন্তত চার নিরাপত্তারক্ষীর মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে রয়েছেন দুই সিআরপিএফ কন্সটেবল, এক এসপিও ও একজন সেনা জওয়ান। সোমবার সকাল থেকে শুরু হয়ে রাত ৮টা ৪৫ মিনিট পর্যন্ত খণ্ডযুদ্ধ চলেছে বারামুল্লা জেলায়। আরও এক সেনা জওয়ান আশঙ্কাজনক অবস্থায় হাসপাততালে ভর্তি রয়েছেন।
জম্মু কাশ্মীর পুলিশের ডিজিপি দিলবাগ সিং জানাচ্ছেন,পাল্টা প্রত্যাঘাতে খতম করা হয়েছে অন্তত তিন লস্কর তৈবার জঙ্গিকে। তার মধ্যে রয়েছে সাজাদ ওরফে হায়দার।
সোমবার রাতে ডিজিপি দিলবাগ সিং জানান, সাজাদ এই মুহূর্ত উপত্যকার মোস্ট ওয়ান্টেড জঙ্গি ছিল। ২০১৬ সাল থেকে সে নাশকতামূলক কাজে যুক্ত হয়। অনেকটা বুরহান ওয়ানির ধাঁচে সে কাশ্মীরি তরুণদের জঙ্গি কার্যকলাপে শামিল করত।
advertisement
advertisement
ঘটনার সূত্রপাত সোমবার সকালেই। সাজাদ-সহ লস্করের তিন জঙ্গি সোমবার সকালে তিনদিম গ্রামের চেকপোস্টে এসপিও মুজফফর আহমেদ এবং সিআরপিএফ কনস্টেবল খুরশিদ খান ও লবকুশ সুদর্শন শর্মাকে হত্যা করে।
এর পরেই প্রত্যাঘাতের সিদ্ধান্ত নেয় ভারতের বিশেষ বাহিনী। কেরি ও ওয়াটারগামের গোটা এলাকা কর্ডন করে করে চলে গুলির লড়াই। সন্ধের মধ্যে খতম করা হয় তৃতীয় লস্কর জঙ্গিকে।
advertisement
আহত সেনা জওয়ানকে শ্রীনগরের ৩২নং সেনা বেসে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
অবশেষে খতম মোস্ট ওয়ান্টেড লস্কর জঙ্গি সাজাদ, চার শহিদের রক্তে সফল অপারেশন
Next Article
advertisement
West Bengal Weather Update: রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
রাতে শীত, দিনে কিছুটা গরম ! কলকাতার তাপমাত্রা ১ ডিগ্রি বাড়ল, জাঁকিয়ে শীত কবে থেকে?
  • রাতে শীত, দিনে কিছুটা গরম

  • আগামী পাঁচ-সাত দিনে রাজ্যে জাঁকিয়ে শীত পড়ার তেমন সম্ভাবনা নেই

  • রাজ্যের কোথাও আপাতত ঘন কুয়াশার সতর্কবার্তা নেই

VIEW MORE
advertisement
advertisement