মৃত শ্রমিকরা পাস চেয়েছিলেন, দেয়নি মধ্যপ্রদেশের সরকার, তাই হাঁটার সিদ্ধান্ত!
- Published by:Uddalak Bhattacharya
- news18 bangla
Last Updated:
যদি কোনওভাবে সরকারের অনুমতি তাঁরা পেতেন, তাহলে হয়ত এই দিনটা দেখতে হত না
#ঔরঙ্গাবাদ: হত্যভাগ্য শ্রমিকরা বাড়ি ফেরার জন্য মধ্যপ্রদেশে সদ্যগঠিত বিজেপি সরকারের কাছে অনুমতি চেয়েছিলেন। কিন্তু সেই অনুমতি মেলেনি, তাই রেললাইন ধরে বাড়িতে ফেরার সিদ্ধান্ত নেন তাঁরা। কিন্তু বাড়ি ফেরা আর হল না শেষ পর্যন্ত। রেলের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হল একদল পরিযায়ী শ্রমিকের। এঁদের মধ্যেই যে শ্রমিক বেঁচে গিয়েছেন, তিনি জানিয়েছেন, পারিবারিক অনেকগুলি কাজ ছিল, তাই আর অপেক্ষা করার উপায় ছিল না। তাই পায়ে হেঁটে প্রথম ধাপে ৪৫ কিমি পেরিয়ে তাঁরা জালনা থেকে ঔরঙ্গাবাদে এসেছিলেন। তারপর সামনে আরও ১২০ কিমি পথ পেরিয়ে যাওয়ার অপেক্ষায় ছিলেন তাঁরা। পৌঁছতে হত ভূসাওয়াল, যার দূরত্ব ১২০ কিমি। আশা ছিল সেখান থেকে ঠিক কোনও একটা ট্রেন ধরতে পারবেন।
আতঙ্কিত এক শ্রমিক জানিয়েছেন, এক সপ্তাহ আগে মধ্যপ্রদেশ সরকারের কাছে ই–পাসের আবেদন করেছিলাম। কিন্তু সরকারের পক্ষ থেকে কোনও জবাব আমাদের দেওয়া হয়নি। আমি বেঁচে গিয়েছি, কারণ মূল দলের থেকে একটু আগে আমি হাঁটছিলাম। ওরা ভোর বেলা অনেকটা হাঁটার পর সামান্য বিশ্রামের জন্য বসেছিল রেললাইনে। তারপর ক্লান্তিতে ঘুমিয়ে পড়েছিল। ট্রেন আসছে দেখে আমি আর আমার দুই সঙ্গী বারবার চিৎকার ওদের ডেকেছিলাম, কিন্তু ওরা শুনতে পায়নি।’ জালনার আয়রন কারখানায় কর্তব্যরত শ্রমিকের আফশোস, যদি কোনওভাবে সরকারের অনুমতি তাঁরা পেতেন, তাহলে হয়ত এই দিনটা দেখতে হত না।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 08, 2020 4:41 PM IST