• Home
 • »
 • News
 • »
 • national
 • »
 • মেওয়াতে গণধর্ষণ, বিরিয়ানিতে গোমাংস কোনও বড় ব্যাপার নয়: মনোহর লাল খট্টর

মেওয়াতে গণধর্ষণ, বিরিয়ানিতে গোমাংস কোনও বড় ব্যাপার নয়: মনোহর লাল খট্টর

মেওয়াতে গণধর্ষণ, বিরিয়ানিতে গোমাংস কোনও বড় ব্যাপার নয়, বললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী ৷

মেওয়াতে গণধর্ষণ, বিরিয়ানিতে গোমাংস কোনও বড় ব্যাপার নয়, বললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী ৷

মেওয়াতে গণধর্ষণ, বিরিয়ানিতে গোমাংস কোনও বড় ব্যাপার নয়, বললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী ৷

 • Pradesh18
 • Last Updated :
 • Share this:

  #গুরগাঁও: গোমাংস খাওয়ার অপরাধে গণধর্ষণের শিকার হতে হয় দুই তরুণীকে ৷ সম্প্রতি এমনই ঘটনা ঘটে হরিয়ানার মেওয়াতে ৷ খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের ঝড় উঠে ৷ এই প্রথম নয় ৷ এর আগেও বেশ কয়েকবার গোমাংস নিয়ে বিবাদের জেরে উত্তেজনা ছড়িয়েছে হরিয়ানার বিভিন্ন জায়গায় ৷ কিন্তু এই বিষয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে জিজ্ঞাসা করলে তিনি জানায় এগুলো ছোটোখাটো ব্যাপার ৷ দেশের যে কোনও জায়গায় এই ঘটনা ঘটতে পারতো ৷ হরিয়ানার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খট্টর ৷ সেখানে মেওয়াতে গণধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের কথা জিজ্ঞাসা করে সাংবাদিকরা ৷ প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, ‘এগুলো কোনও বড় ব্যপার নয় ৷ এত ছোট ব্যাপারে আমি নজর দিই না ৷ আজকে আমরা স্বর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এসেছি ৷ আমাদের এই বিষয়েই কথা বলা উচিত ৷’ কয়েক সপ্তাহ গোমাংস খাওয়ার অপরাধে তাদের গণধর্ষণের শিকার হতে হয় দুই তরুণীকে ৷ মেওয়াতের ঘটনা ৷ নির্যাতিতা জানায়, ধর্ষণের আগে তাদের জিজ্ঞাসা করা হয় যে তারা গোমাংস খায় কিনা ? তারা না বলা সত্ত্বেও রেহাই মেলেনি ধর্ষকদের হাত থেকে ৷ প্রসঙ্গত, হরিয়ানায় গোমাংস খাওয়া, বিক্রি করা বা গোহত্যা করা বেআইনি ৷ এর আগে বেশ কয়েকবার গোমাংস নিয়ে বিবাদের জেরে উত্তেজনা ছড়িয়েছে হরিয়ানার বিভিন্ন জায়গায় ৷ কয়েকদিন আগেই গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে বেধড়ক মারধর করা হয়ে এক ট্রাক ড্রাইভারকে ৷

  First published: