মেওয়াতে গণধর্ষণ, বিরিয়ানিতে গোমাংস কোনও বড় ব্যাপার নয়: মনোহর লাল খট্টর

Last Updated:

মেওয়াতে গণধর্ষণ, বিরিয়ানিতে গোমাংস কোনও বড় ব্যাপার নয়, বললেন হরিয়ানার মুখ্যমন্ত্রী ৷

#গুরগাঁও: গোমাংস খাওয়ার অপরাধে গণধর্ষণের শিকার হতে হয় দুই তরুণীকে ৷ সম্প্রতি এমনই ঘটনা ঘটে হরিয়ানার মেওয়াতে ৷ খবর প্রকাশ্যে আসার পর থেকেই বিতর্কের ঝড় উঠে ৷ এই প্রথম নয় ৷ এর আগেও বেশ কয়েকবার গোমাংস নিয়ে বিবাদের জেরে উত্তেজনা ছড়িয়েছে হরিয়ানার বিভিন্ন জায়গায় ৷ কিন্তু এই বিষয়ে হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরকে জিজ্ঞাসা করলে তিনি জানায় এগুলো ছোটোখাটো ব্যাপার ৷ দেশের যে কোনও জায়গায় এই ঘটনা ঘটতে পারতো ৷
হরিয়ানার ৫০ বছর পূর্তি উপলক্ষ্যে একটি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন খট্টর ৷ সেখানে মেওয়াতে গণধর্ষণের ঘটনায় সিবিআই তদন্তের কথা জিজ্ঞাসা করে সাংবাদিকরা ৷ প্রশ্নের উত্তরে মুখ্যমন্ত্রী জানান, ‘এগুলো কোনও বড় ব্যপার নয় ৷ এত ছোট ব্যাপারে আমি নজর দিই না ৷ আজকে আমরা স্বর্ণ জয়ন্তী অনুষ্ঠানে এসেছি ৷ আমাদের এই বিষয়েই কথা বলা উচিত ৷’
advertisement
কয়েক সপ্তাহ গোমাংস খাওয়ার অপরাধে তাদের গণধর্ষণের শিকার হতে হয় দুই তরুণীকে ৷ মেওয়াতের ঘটনা ৷
advertisement
নির্যাতিতা জানায়, ধর্ষণের আগে তাদের জিজ্ঞাসা করা হয় যে তারা গোমাংস খায় কিনা ? তারা না বলা সত্ত্বেও রেহাই মেলেনি ধর্ষকদের হাত থেকে ৷
প্রসঙ্গত, হরিয়ানায় গোমাংস খাওয়া, বিক্রি করা বা গোহত্যা করা বেআইনি ৷ এর আগে বেশ কয়েকবার গোমাংস নিয়ে বিবাদের জেরে উত্তেজনা ছড়িয়েছে হরিয়ানার বিভিন্ন জায়গায় ৷ কয়েকদিন আগেই গোমাংস নিয়ে যাওয়ার অভিযোগে বেধড়ক মারধর করা হয়ে এক ট্রাক ড্রাইভারকে ৷
বাংলা খবর/ খবর/দেশ/
মেওয়াতে গণধর্ষণ, বিরিয়ানিতে গোমাংস কোনও বড় ব্যাপার নয়: মনোহর লাল খট্টর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement