Mehul Choksi Arrest: গ্রেফতার মেহুল চোকসি ! ভারতের অনুরোধেই বেলজিয়ামে ধৃত ব্যাঙ্ক জালিয়াতিতে অভিযুক্ত
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
Mehul Choksi Arrested In Belgium: পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত এই মেহুল চোকসি। জানা যায়, বেলজিয়ামের এক শহরে গত বেশ কিছু সপ্তাহ ধরে ছিলেন মেহুল। এমন খবর পাওয়ার পরেই এই পদক্ষেপ নেওয়া হয় ৷
নয়াদিল্লি: অবশেষে গ্রেফতার মেহুল চোকসি ৷ বেলজিয়ামে গ্রেফতার করা হল পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের আর্থিক তছরুপ মামলায় অভিযুক্ত মেহুল চোকসিকে (Mehul Choksi)। সূত্রের খবর, ভারতের অনুরোধেই বেলজিয়াম সরকার এই পদক্ষেপ করেছে। ভারতের তরফে তাকে প্রত্যর্পণের অনুরোধ জানানো হলে, বেলজিয়াম পদক্ষেপ করে। উল্লেখ্য, পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক জালিয়াতি কাণ্ডের অন্যতম অভিযুক্ত এই মেহুল চোকসি। জানা যায়, বেলজিয়ামের এক শহরে বেশ কিছু সপ্তাহ ধরে ছিলেন মেহুল। এমন খবর পাওয়ার পরেই এই পদক্ষেপ নেওয়া হয় ৷
ইকোনমিক টাইমসের খবর অনুযায়ী, ৬৫ বছরের পলাতক (Fugitive) এই ব্যবসায়ী আপাতত রয়েছেন বেলজিয়ামের জেলে। মুম্বইয়ের আদালতে চোকসির বিরুদ্ধে দু’টি গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছিল। ২০১৮ সালের ২৩ মে-র পর আবার ২০২১ সালের ১৫ জুন মেহুলের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। সেই পরোয়ানাতেই গ্রেফতার করা হয়েছে তাকে।
advertisement
advertisement
পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ১৩ হাজার ৮৫০ কোটি টাকা তছরুপের অভিযোগ রয়েছে মেহুল চোকসির বিরুদ্ধে। কিন্তু তিনি দেশ ছেড়ে পালিয়ে যাওয়ায় তদন্তকারী সংস্থাগুলি তার বিরুদ্ধে পদক্ষেপ করতে পারেনি। সিবিআই এবং ইডি, উভয় সংস্থাই চোকসিকে দীর্ঘদিন ধরে খুঁজছে। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জে অ্যান্টিগা ও বারবুডায় বেশ অনেক দিন ছিলেন চোকসি। সেখানকার নাগরিকত্বও রয়েছে তার। তবে জানা গিয়েছে, গ্রেফতার করা হলেও শীঘ্রই জামিনের আবেদন জানাবেন মেহুল। ৬৫ বছর বয়সি চোকসির একাধিক শারীরিক সমস্যা রয়েছে। তার ভিত্তিতেই জামিন চাইতে পারেন তিনি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Delhi
First Published :
April 14, 2025 9:21 AM IST