Meghalaya Case Update: ৭৯০ পাতার চার্জশিট! মেঘালয় হানিমুন হত্যাকাণ্ডে সোনম ছাড়া আর কার কার নাম উঠল জানেন..
- Published by:Satabdi Adhikary
- news18 bangla
Last Updated:
গত ২৩ মে মেঘালয়ের শিলংয়ে হানিমুনে গিয়ে নিজের প্রেমিক ও আরও ৩ জনের সাহায্যে নতুন বিয়ে করা স্বামীকে খুন করেছিল সোনম৷
শিলং: মেঘালয়ে হানিমুনে গিয়ে নতুন বিয়ে করা স্বামীকে ভাড়া করা গুন্ডা আর প্রেমিককে দিয়ে কুপিয়ে খুন করে খাদে ফেলে দিয়েছিল স্ত্রী৷ শিলংয়ে রাজা রঘুবংশী হত্যাকাণ্ডে তাঁর স্ত্রী সোনম রঘুবংশীকে তথা প্রধান অভিযুক্ত তকমা দিয়ে ৭৯০ পাতার চার্জশিট জমা দিল মেঘালয় পুলিশ৷
ইনদওররের ব্যবসায়ী রাজা রঘুবংশীর খুনের ঘটনায় তোলপাড় হয়েছিল গোটা দেশ৷ মেঘালয়ের সোহরা সাব ডিবিশন কোরেটের ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাসে জমা দেওয়া সেই চার্জশিটে সোনমের পাশাপাশি, সোনমের প্রেমিক রাজ কুশওয়াহা, আকাশ রাজপুত, আনন্দ কুর্মি এবং বিশাল সিং চৌহানের নামও রাখা হয়েছে চার্জশিটে৷ এরা প্রত্যেকেই স্বামীকে খুন করতে সোনমকে সাহায্য করেছিল বলে উল্লেখ করা হয়েছে চার্জশিটে৷
advertisement
advertisement
অভিযুক্ত ৫ জনই বর্তমানে বিচারবিভাগীয় হেফাজতে রয়েছে৷ তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ১০৩ (১) ধারায় খুন, ২৩৮ (এ) প্রমাণ লুকনো, ৬১ (২) অপরাধমূলক ষড়যন্ত্রের ধারায় মামলা দায়ের করা হয়েছে৷
advertisement
গত ২৩ মে মেঘালয়ের শিলংয়ে হানিমুনে গিয়ে নিজের প্রেমিক ও আরও ৩ জনের সাহায্যে নতুন বিয়ে করা স্বামীকে খুন করেছিল সোনম৷
পূর্ব খাসি পাহাড়ের পুলিশ সুপার ইনটেনডেন্ট বিবেক সিয়াম বলেন, অতিরিক্ত ফরেনসিক রিপোর্ট আসার পর আরও তিন সহ-অভিযুক্তের বিরুদ্ধে একটি সাপ্লিমেন্টারি চার্জশিট দাখিল করা হবে। সম্পত্তি ব্যবসায়ী সিলোম জেমস, অপরাধ করার পর সোনম যে বাড়িতে লুকিয়ে ছিলেন তার মালিক লোকেন্দ্র তোমার এবং এলাকার নিরাপত্তারক্ষী বলবীর আহিরবারের কথাও উল্লেখ করেন তিনি৷
advertisement
জেমস, তোমার এবং আহিরবারের বিরুদ্ধে প্রমাণ নষ্ট করার এবং লুকনোর অভিযোগ রয়েছে৷ বর্তমানে তারা জামিনে মুক্ত৷
সোনমের ভাই গোবিন্দ এবং তার পরিবার তার সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করে দিয়েছে৷
Location :
Meghalaya
First Published :
September 06, 2025 10:25 AM IST