HS Examination: এবার উচ্চ মাধ্যমিক নিয়ে বড় সিদ্ধান্ত! ফল প্রকাশের ৭২ ঘণ্টার মধ্যেই...TET, SSC-র মতোই
- Published by:Satabdi Adhikary
- Reported by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
আগামী সোমবার থেকে উচ্চ মাধ্যমিকের তৃতীয় সেমিস্টার পরীক্ষা শুরু হবে। ওয়েমার শিট কিভাবে অনলাইনে আপলোড করা হবে তা নিয়ে গতকাল একটি গুরুত্বপূর্ণ বৈঠকের পরেই এই সিদ্ধান্ত নেওয়া হয়।
কলকাতা: OMR নিয়ে আর কোনও ঝুঁকিই নিতে চাইছে না কেউ৷ এসএসসি, টেট-এ ওএমআর নিয়ে জটিলতা এবং প্রশ্ন আদালত পর্যন্ত গড়ানোয় এবার নতুন সেমেস্টার পরীক্ষা ঘিরে সতর্ক থাকতে চাইছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ৷
প্রাথমিক টেট এবং এসএসসি-র ধাঁচে এবার উচ্চ মাধ্যমিকেও ওএমআর শিট-ও প্রকাশ করবে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। প্রকাশ করা হবে প্রথম সেমেস্টারের ওএমআর শিট৷ তবে পরীক্ষার পরই নয়। প্রথম সেমেস্টারের ফল অনলাইনে প্রকাশের ৭২ ঘণ্টা পর প্রকাশ করা হবে ওএমআর।
সংসদ সভাপতি চিরঞ্জীব ভট্টাচার্য জানান, কী ভাবে এই ওএমআর শিট আপলোড করা হবে, তা নিয়ে উচ্চ পর্যায়ের এক বৈঠক হয়েছে। বেশ কিছু প্রযুক্তিগত সমস্যা ছিল,যা কাটিয়ে ওএমআর প্রকাশের সিদ্ধান্ত হয়েছে। সংসদ সভাপতি বলেন, “পরীক্ষা ব্যবস্থার স্বচ্ছতা বজায় রাখতেই এই সিদ্ধান্ত। পরীক্ষার্থীরা যাতে নিজেরাই দেখে নিতে পারে তারা কী উত্তর দিয়েছে। সমস্ত পরীক্ষার ওএমআর শিট আপলোড করার সিদ্ধান্ত নিয়েছি।”
advertisement
advertisement
উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের পোর্টালে প্রতিষ্ঠানের লগইন থেকে সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক ওএমআর শিট ডাউনলোড করে নিতে পারবেন। তার পর তা সফ্ট কপি আকারে বা ছাপিয়ে পড়ুয়াদের মধ্যে বিতরণ করে দেবেন। সংসদের তরফে রাজ্যের ৭০০০ স্কুলে পিডিএফ ফরম্যাটে পাঠানো হবে ওএমআর শিটের ডেটা।
advertisement
সংসদের তরফে জানানো হয়েছে, একসঙ্গে ৬টি পরীক্ষার ওএমআর শিট প্রকাশ করা হবে। স্কুলগুলি পরীক্ষার্থীদের প্রয়োজন মতো তাদের হাতে ওএমআর শিট ডাউনলোড করে প্রিন্টেড বা সফট কপি তুলে দেবে।
advertisement
উল্লেখ্য, উচ্চ মাধ্যমিকের প্রথম সেমেস্টার পরীক্ষা ৮ সেপ্টেম্বর থেকে ২২ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। প্রতি দিন সকাল ১০টা থেকে ১১টা ১৫ পর্যন্ত পরীক্ষা নেওয়া হবে। ইতিমধ্যে উচ্চ মাধ্যমিক পরীক্ষা কিভাবে নেওয়া হবে তার গাইড লাইন জেলায় জেলায় পাঠিয়ে দিয়েছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ।
এবার এই প্রথম সেমেস্টার ভিত্তিতে উচ্চ মাধ্যমিক পরীক্ষা নেওয়া হবে। যেহেতু বৃষ্টি বা বন্যার আশঙ্কা রয়েছে সেই কারণে কী কী পদক্ষেপ করতে হবে বৃষ্টি বা বন্যার মত পরিস্থিতি হলে, তা নিয়েও নির্দিষ্ট গাইডলাইন পাঠিয়ে দেওয়া হয়েছে সংসদের তরফে। যদিও আগেই সংসদ সিদ্ধান্ত নিয়েছিল omr আপলোড করা হবে।
Location :
West Bengal
First Published :
September 05, 2025 3:51 PM IST