Meghalaya Assembly Results || TMC: মেঘালয়ে খাতা খুলল তৃণমূল! জয় পেলেন দলের সভাপতি চার্লস পিংগ্রোপ
- Published by:Sanjukta Sarkar
- Written by:SOMRAJ BANDOPADHYAY
Last Updated:
Meghalaya Assembly Results || Trinamool Congress: ২০২৩ বিধানসভা নির্বাচনে অবশেষে মেঘালয়ের ভোট চিত্রে দাঁত ফোটাতে সফল হল তৃণমূল কংগ্রেস।
শিলং: মেঘালয় বিধানসভা নির্বাচনের ময়দানে অবশেষে জায়গা করে নিল তৃণমূল কংগ্রেস। ইস্ট খাসি জেলার নংথাইম্মাই কেন্দ্রে জয় পেলেন তৃণমূল প্রার্থী চার্লস পিংগ্রোপ। তিনি মেঘালয়ে তৃণমূল কংগ্রেসের সভাপতি। নিকটবর্তী প্রার্থীর থেকে ২০০০ এর বেশি ভোটে জয়ী হলেন চার্লস। এছাড়াও তৃণমূল আরও একটি আসনে জয়ী হয়েছে।
নংথাইম্মাই কেন্দ্র ছাড়াও আম্পাতি আসনেও জয় পেল তৃণমূল কংগ্রেস। ওই আসনে তৃণমূল এর মিয়ানি ডি সিরা জয়ী হলেন। ২০০০ হাজারেরও বেশী ভোটে জয়ী হলেন তৃণমূল প্রাথী। নিকটবর্তী এনপিপিকে হারিয়ে জয়ী হল তৃণমূল।
advertisement
মেঘালয়ে দাদেঙ্গি এই আসনেও জয় পেল তৃণমূল। এখানে মাত্র ১৮টি ভোটে জয় পেল তৃণমূল। এনপিপিকে হারিয়ে জয় পেল তৃণমূল। রূপা এম মারাক তৃণমূলের হয়ে জয় পেল। টিকক্রিকিলা আসনে হেরে গেলেন মুকুল সাংমা। যদিও তিনি দুটি আসনে লড়ছেন। অন্যদিকে সনশাক আসনে জয়ের পথে তিনি।
advertisement
নাগাল্যান্ড, মেঘালয় ও ত্রিপুরা তিন রাজ্যের বিধানসভা ভোটের ফলাফল আজ। এক্সিট পোলের হিসেব অনুযায়ী দেখা গিয়েছিল ত্রিপুরা ও নাগাল্যান্ডে ফের ক্ষমতায় ফিরতে পারে বিজেপি ও তার সহযোগীর জোট। তবে মেঘালয়ে এনপিপির এককভাবে অনেকটাই এগিয়ে যাবে। ফলাফলেও তেমনটাই দেখা গেল।
advertisement
মেঘালয় নির্বাচনের ফলাফল বলছে তৃণমূল কংগ্রেস ৫টি আসনে এখানে এগিয়ে আছে এই পর্যন্ত। সবমিলিয়ে ২০২৩ বিধানসভা নির্বাচনে অবশেষে মেঘালয়ের ভোট চিত্রে দাঁত ফোটাতে সফল হল তৃণমূল কংগ্রেস।
সোমরাজ বন্দ্যোপধ্যায়
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Meghalaya
First Published :
March 02, 2023 4:08 PM IST