বড় খবর! অযোধ্যার রামমন্দিরে হামলা চালাতে পারে জঙ্গিগোষ্ঠী, আশঙ্কার খবর এল সূত্রে

Last Updated:

গোয়েন্দা সূত্রের ধারণা, এ ব্যাপারে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কিছু যোগও রয়েছে।

#নয়াদিল্লি: পাকিস্তানের সন্ত্রাসবাদী সংগঠন এখন অযোধ্যার রাম জন্মভূমি মন্দিরে হামলার পরিকল্পনা করছে। শীর্ষ স্তরের গোয়েন্দা সূত্র থেকে News18-এর প্রাপ্ত তথ্য অনুযায়ী, পাকিস্তান ভিত্তিক সন্ত্রাসবাদী গোষ্ঠীগুলি এবার অযোধ্যার রাম জন্মভূমিতে বড় ধরনের হামলার পরিকল্পনা করেছে।
গোয়েন্দা সূত্রের মতে, জৈশ-ই-মহাম্মদ (জেএম) এবং লস্কর-ই-তৈবা (এলইটি)-এর মতো সন্ত্রাসবাদী সংগঠন যা মূলত রাম মন্দিরে সন্ত্রাসী হামলার পরিকল্পনা করছে। গোয়েন্দা সূত্র বলছে, এই সন্ত্রাসী গোষ্ঠীগুলো নেপাল দিয়ে গোলাবারুদ ও আত্মঘাতী বোমা হামলাকারীকেও আনার পরিকল্পনাও করছে।
advertisement
গোয়েন্দা সূত্রের তথ্য অনুযায়ী, ২০২৪ সালে মন্দির তৈরি হওয়ার আগেই রাম জন্মভূমিতে হামলা করা এখন এই সন্ত্রাসবাদী সংগঠনগুলির প্রধান লক্ষ্যে পরিণত হয়েছে। এই সংগঠনগুলোর উদ্দেশ্য এই হামলার ষড়যন্ত্র বাস্তবায়নের পাশাপাশি এটিকে একটি বড় অশান্তি হিসাবে পৃথিবীর সামনে তুলে ধরা।
advertisement
আরও পড়ুন: প্রাথমিকে চাকরির নামে লাখ লাখ টাকার প্রতারণার বিরাট অভিযোগ! গ্রেফতার বাংলার শিক্ষক
গোয়েন্দা সূত্রের ধারণা, এ ব্যাপারে পাকিস্তানের গোয়েন্দা সংস্থা আইএসআই-এর কিছু যোগও রয়েছে। পাকিস্তানের আইএসআই ৩৭০ ধারা সফলভাবে বাতিল করার পর থেকে কাশ্মীরে হিংসা উস্কে দিতে স্পষ্টতই ব্যর্থ হয়েছে। ভারতীয় সেনাবাহিনী পাকিস্তান সেনাবাহিনীর সন্ত্রাসীদের অনুপ্রবেশের যে কোনও প্রচেষ্টা সফলভাবে রুখে দিয়েছে। তাদের সব টানেল চিহ্নিত করে মাদক চোরাচালানে বড় ধরনের নিয়ন্ত্রণ আরোপ করা হয়েছে।
advertisement
গোয়েন্দা সূত্রের কথা অনুসারে, পাকিস্তানে বর্তমানে বিপুল সংখ্যায় সন্ত্রাসবাদী সংগঠনগুলি নিষ্ক্রিয় হয়ে পড়েছে৷ এমনকী তালিবানও তাদের কোনও ধরনের সমর্থন করছে না। আইএসআই এখন নিজেদের প্রাসঙ্গিকতা বজায় রাখতে ভারতে কোনও না কোনওভাবে কিছু কার্যক্রম চালাতে চাইছে। রাম মন্দিরে যে কোনও হামলা, বড় বা ছোট, আইএসআই এবং তার সংশ্লিষ্ট সন্ত্রাসীদের আবার প্রাসঙ্গিক করে তুলবে বলেই এই ষড়যন্ত্র বলে মনে করা হচ্ছে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
বড় খবর! অযোধ্যার রামমন্দিরে হামলা চালাতে পারে জঙ্গিগোষ্ঠী, আশঙ্কার খবর এল সূত্রে
Next Article
advertisement
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
SSKM-এ নাবালিকাকে যৌন হেনস্থার অভিযোগ ! গ্রেফতার এনআরএসের অস্থায়ী কর্মী
  • এসএসকেএমে ‘যৌন হেনস্থা’র অভিযোগ নাবালিকাকে

  • ডাক্তার পরিচয় দিয়ে নিয়ে গিয়েছিলেন শৌচাগারে!

  • অভিযুক্ত গ্রেফতার

VIEW MORE
advertisement
advertisement