কাশ্মীরেই নয়, দেশের পূর্বপ্রান্তেও রয়েছে আরেক অমরনাথ

Last Updated:

শ্রাবণ মাস ৷ এই মাসে মহাদেব শিবের আরাধনার জন্য যেন সঠিক সময় ৷ এই মাসে শিবকে সন্তুষ্ঠ করতে পারলেই, মনষ্কামনা হবে পূরণ ৷

#মেঘালয়: শ্রাবণ মাস ৷ এই মাসে মহাদেব শিবের আরাধনার জন্য যেন সঠিক সময় ৷ এই মাসে শিবকে সন্তুষ্ঠ করতে পারলেই, মনষ্কামনা হবে পূরণ ৷ আর এই কারণেই দেশের নানা প্রান্তে মহাদেবের ধামে ভক্তদের তুমুল ভিড় ৷ এরকমই ভিড় নজরে এল মেঘালয়ে ৷ অসংখ্য ভক্ত শ্রাবণমাসে পুণ্য তিথিতে পায়ে হেঁটেই রওনা দিয়েছেন অমরনাথ ৷ এই অমরনাথ কাশ্মীরের নয়, বরং দেশের পূর্ব প্রান্তেই প্রতি বছর এক পাহাড়ি গুহের মধ্যেই প্রতি বছর এই সময় দর্শন মেলে শিবলিঙ্গের, যা কিনা অবিকল অমরনাথের মতো ৷ এই কারণেই পুণ্যস্থানকে বলা হয় ‘অমরনাথ অফ দ্য ইস্ট’ ৷
মেঘালয়ের মৌসিনরাম থেকে ৬০ কিমি দূরে অবস্থিত ‘মোজাংবুয়েন গুহ’ ৷ আর তার গা ঘেঁষেই অনবরত ঝরে চলা এক ধরনা ৷ এই গুহের আশপাশে উঁকি হয়ে সবুজে ভরা খাসি পাহাড় ৷ সেই পাহাড় থেকেই জলধারা নেমে এসে পড়ে এই গুহাতে ৷
এই গুহার মধ্যেই রয়েছে. ক্যালকেরিয়াস বালির স্টোন রূপ নিয়েছে শিবলিঙ্গের ৷ যা কিনা সব সময়ই হতবাক করে পর্যটকদের ৷
advertisement
advertisement
এই গুহ-র শিবলিঙ্গ অবিকল যেন অমরনাথ ৷ আর সেই কারণেই একে বলা হয় ‘অমরনাথ অফ দ্য ইস্ট’ ৷ শিবরাত্রি হোক বা শ্রাবণ মাস, যেকোনও পুণ্যতিথিতেই ভক্তদের ভিড় নজরে পড়ে এই জায়গায় ৷ ভক্তদের কথায়, এই জায়গার মহিমাই হল এই শিবলিঙ্গ থেকে অবিরাম বয়ে চলে জল ৷ যা দর্শন করতেই ভিড় জমে ভক্তদের ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরেই নয়, দেশের পূর্বপ্রান্তেও রয়েছে আরেক অমরনাথ
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement