কাশ্মীরেই নয়, দেশের পূর্বপ্রান্তেও রয়েছে আরেক অমরনাথ

Last Updated:

শ্রাবণ মাস ৷ এই মাসে মহাদেব শিবের আরাধনার জন্য যেন সঠিক সময় ৷ এই মাসে শিবকে সন্তুষ্ঠ করতে পারলেই, মনষ্কামনা হবে পূরণ ৷

#মেঘালয়: শ্রাবণ মাস ৷ এই মাসে মহাদেব শিবের আরাধনার জন্য যেন সঠিক সময় ৷ এই মাসে শিবকে সন্তুষ্ঠ করতে পারলেই, মনষ্কামনা হবে পূরণ ৷ আর এই কারণেই দেশের নানা প্রান্তে মহাদেবের ধামে ভক্তদের তুমুল ভিড় ৷ এরকমই ভিড় নজরে এল মেঘালয়ে ৷ অসংখ্য ভক্ত শ্রাবণমাসে পুণ্য তিথিতে পায়ে হেঁটেই রওনা দিয়েছেন অমরনাথ ৷ এই অমরনাথ কাশ্মীরের নয়, বরং দেশের পূর্ব প্রান্তেই প্রতি বছর এক পাহাড়ি গুহের মধ্যেই প্রতি বছর এই সময় দর্শন মেলে শিবলিঙ্গের, যা কিনা অবিকল অমরনাথের মতো ৷ এই কারণেই পুণ্যস্থানকে বলা হয় ‘অমরনাথ অফ দ্য ইস্ট’ ৷
মেঘালয়ের মৌসিনরাম থেকে ৬০ কিমি দূরে অবস্থিত ‘মোজাংবুয়েন গুহ’ ৷ আর তার গা ঘেঁষেই অনবরত ঝরে চলা এক ধরনা ৷ এই গুহের আশপাশে উঁকি হয়ে সবুজে ভরা খাসি পাহাড় ৷ সেই পাহাড় থেকেই জলধারা নেমে এসে পড়ে এই গুহাতে ৷
এই গুহার মধ্যেই রয়েছে. ক্যালকেরিয়াস বালির স্টোন রূপ নিয়েছে শিবলিঙ্গের ৷ যা কিনা সব সময়ই হতবাক করে পর্যটকদের ৷
advertisement
advertisement
এই গুহ-র শিবলিঙ্গ অবিকল যেন অমরনাথ ৷ আর সেই কারণেই একে বলা হয় ‘অমরনাথ অফ দ্য ইস্ট’ ৷ শিবরাত্রি হোক বা শ্রাবণ মাস, যেকোনও পুণ্যতিথিতেই ভক্তদের ভিড় নজরে পড়ে এই জায়গায় ৷ ভক্তদের কথায়, এই জায়গার মহিমাই হল এই শিবলিঙ্গ থেকে অবিরাম বয়ে চলে জল ৷ যা দর্শন করতেই ভিড় জমে ভক্তদের ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
কাশ্মীরেই নয়, দেশের পূর্বপ্রান্তেও রয়েছে আরেক অমরনাথ
Next Article
advertisement
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
সংরক্ষিত আসনে শূন্যপদ বৃদ্ধির দাবি করলেন ‘যোগ্য’ শিক্ষাকর্মীরা! পরিসংখ্যান কী বলছে দেখুন
  • এসএসসি গ্রুপ সি-তে শূন্যপদের তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন

  • যোগ্য চাকরিহারা শিক্ষাকর্মীরা তফসিলি জাতির শূন্যপদ বৃদ্ধির দাবি জানিয়েছেন

  • নিয়োগ প্রক্রিয়া দ্রুত শেষ করার আহ্বান জানিয়েছেন

VIEW MORE
advertisement
advertisement