স্নানের দৃশ্য ভাইরাল কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য! প্রেমিকের ব্ল্যাকমেল? জেরা চণ্ডীগড় পুলিশের
- Published by:Aryama Das
- news18 bangla
Last Updated:
Chandigarh University Viral Video : ভাইরাল হওয়ার পরে মধ্যরাতে ইউনিভার্সিটির ক্যাম্পাসে ব্যাপক প্রতিবাদ শুরু হওয়ার
#চণ্ডীগড়: সহপাঠী ৬০ জনের স্নানের ভিডিও মোবাইলে তোলে আরেক মেয়ে। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পঞ্জাবের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে৷ যা নিয়ে রবিবার সারা দেশ তোলপাড়। শুধু তাই নয়, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরালও করা হয়। পুলিশ জানিয়েছে, শুধু এখানেই থামেননি ছাত্রী, তিনি স্নানের নগ্ন ওই ভিডিও আরেকজনকেও পাঠিয়েছেন৷ সিমলার বাসিন্দা ওই তরুণই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে দেন।
ভাইরাল হওয়ার পরে মধ্যরাতে ইউনিভার্সিটির ক্যাম্পাসে ব্যাপক প্রতিবাদ শুরু হওয়ার পরে চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে বিশাল শোরগোলের উদ্ভব হয়েছিল। অভিযোগ করা হয়েছে যে একজন ছাত্রী তাঁর হোস্টেলের সঙ্গীদের সেই ভিডিওগুলি রেকর্ড করেছিল। হোস্টেলের ওয়ার্ডেন তাঁকে ধরে ফেলে বলে জানা গেছে।
আরও পড়ুন: চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ৬০ ছাত্রীর স্নানের দৃশ্য ভিডিও করে সহপাঠী ছাত্রী, পোস্ট করে পুরুষ বন্ধু!
advertisement
advertisement
শনিবার গভীর রাতে বিক্ষোভ শুরু হওয়ার পর, পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে যায়। সেই ছাত্রীকে গ্রেপ্তার করা হয় যে ভিডিওগুলি শুট করে ভাইরাল করেছিল বলে অভিযোগ করা হয়েছে। অভিযুক্ত মেয়েটির বিরুদ্ধে গারুয়ান পুলিশ পোস্টে আইপিসি এবং আইটি আইনের ৩৫৪সি ধারার অধীনে একটি মামলা নথিভুক্ত করা হয়েছে।
Punjab | Chandigarh University (CU) students held a protest last night after alleged 'leaked objectionable videos' of women students went viral Protesting students have alleged loss of life & injuries related to this incident. Police version awaited pic.twitter.com/px1O0SDYaF
— ANI (@ANI) September 18, 2022
advertisement
হোস্টেলের ওয়ার্ডেন জানান, “ছাত্রীকে আটক করা হয়েছে এবং পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে। আন্দোলন প্রত্যাহার করে ছাত্ররা তাদের হোস্টেলে চলে গেছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আরও তথ্য সরবরাহ করবে”।
বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কোনও ভিডিও শুট ও ভাইরাল হওয়ার বিষয়টি অস্বীকার করেছে। চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ের ডিন স্টুডেন্ট ওয়েলফেয়ার (ডিএসডব্লিউ) বলেছেন, “আপত্তিকর ভিডিও রেকর্ড করা ছাত্রদের মধ্যে একজন এটি তাঁর বন্ধুর সঙ্গে ভাগ করেছে, আসলে তাঁর প্রেমিক। তাঁর রুমমেটরা বিষয়টি জানতে পেরে হোস্টেলের ওয়ার্ডেনকে বিষয়টি জানায়। এরপর ওয়ার্ডেন বিষয়টি জিজ্ঞাসা করেন এবং তদন্তের সময় ওয়ার্ডেন অভিযুক্ত ছাত্রী হোস্টেলে তাঁর রুমমেট এবং অন্যান্য ছাত্রদের ভিডিও তৈরি করেছিল কিনা তা জানার চেষ্টা করেন। আমরা সেরকম কিছুই পাইনি তবে আমরা কিছু আপত্তিকর ছবি পেয়েছি এবং সেও স্বীকার করেছে যে সে তাঁর বন্ধুর সঙ্গে সেগুলি শেয়ার করেছে। তাঁর প্রেমিক নিশ্চয়ই তাকে ব্ল্যাকমেইল করছে।"
advertisement
পঞ্জাবের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এমন নোংরা ঘটনায় দোষীরা কড়া শাস্তি পাবে। যে ছাত্রী ভিডিও তৈরি করেছিলেন এবং আর এক তরুণ দু'জনেই হিমাচলের বাসিন্দা। যে ছাত্রী ওই ভিডিও তাঁর এক বন্ধুকে পাঠিয়েছিলেন, তাঁকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। ইতিমধ্যে ধরা পড়েছেন অভিযুক্ত ছাত্রী।
Location :
First Published :
September 18, 2022 3:43 PM IST