চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে ৬০ ছাত্রীর স্নানের দৃশ্য ভিডিও করে সহপাঠী ছাত্রী, পোস্ট করে পুরুষ বন্ধু!
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
সিমলার বাসিন্দা ওই তরুণই সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেন স্নানের ভিডিও।
#চণ্ডীগড়: সহপাঠী মেয়েদের স্নানের ভিডিও মোবাইলে তোলে আরেক মেয়ে। এমন চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে পঞ্জাবের চণ্ডীগড় বিশ্ববিদ্যালয়ে৷ যা নিয়ে রবিবার সারা দেশ তোলপাড়। শুধু তাই নয়, সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ভাইরালও করা হয়। পুলিশ জানিয়েছে, শুধু এখানেই থামেননি ছাত্রী, তিনি স্নানের নগ্ন ওই ভিডিও আরেকজনকেও পাঠিয়েছেন৷ সিমলার বাসিন্দা ওই তরুণই সোশ্যাল মিডিয়ায় ভিডিওটি ছড়িয়ে দেন।
প্রায় ৬০ জন ছাত্রীর স্নানের দৃশ্য মোবাইল বন্দি করেছিলেন বিশ্ববিদ্যালয়ের ওই সহপাঠী ছাত্রী। এই ঘটনার জেরে লজ্জা-অপমানে আট ছাত্রী আত্মহত্যা চেষ্টা করেন হস্টেলে। শনিবার মধ্যরাতে চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটে। ওই আট ছাত্রী এখন স্থানীয় হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।
আরও পড়ুন: 'ডিসেম্বর থেকে সরকার চালাতে দেব না', তৃণমূলকে বড় চ্যালেঞ্জ শুভেন্দু অধিকারীর
পঞ্জাবের শিক্ষামন্ত্রী জানিয়েছেন, এমন নোংরা ঘটনায় দোষীরা কড়া শাস্তি পাবে। যে ছাত্রী ভিডিও তৈরি করেছিলেন এবং আর এক তরুণ দু'জনেই হিমাচলের বাসিন্দা। যে ছাত্রী ওই ভিডিও তাঁর এক বন্ধুকে পাঠিয়েছিলেন, তাঁকে আটক করেছে পুলিশ। চলছে জিজ্ঞাসাবাদ। যদিও আত্মহত্যার কথা মানতে চায়নি পুলিশ। ইতিমধ্যে ধরা পড়েছেন অভিযুক্ত ছাত্রী।
advertisement
advertisement
আরও পড়ুন: আজ হাতে টাকা আসবে? না জলের মতো খরচ হবে? নিজের রাশি মিলিয়ে জানুন
view commentsবিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ জানিয়েছে, কেউ আত্মহত্যার চেষ্টা করেননি। আন্দোলনের জেরে এক ছাত্রী জ্ঞান হারান। তাঁকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। এখন তিনি স্থিতিশীল। তবে অভিযুক্তকে গ্রেফতারের দাবিতে ক্যাম্পাসে ছাত্রীদের আন্দোলন চলতে থাকে। তাঁদের অভিযোগ, প্রথম থেকেই বিষয়টিকে তেমন গুরুত্ব দিতে চায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। অন্যদিকে বিশ্ববিদ্যালয়ের দাবি, কোনও ভিডিও লিক হয়নি। কিন্তু ছাত্রীরা যেহেতু কোনওভাবে শান্ত হচ্ছিলেন না তাই ক্যাম্পাসে ডেকে পাঠানো হয় পুলিশকে।
Location :
First Published :
September 18, 2022 2:02 PM IST