Durga Puja 2022 || সুদূর বাহারিনের পথে চাকদহর 'মা দুর্গা'! বাড়ি ছাড়তে হয় শিল্পী অনুপ গোস্বামীকে

Last Updated:

Durga Puja 2022 : মায়ের এবার বিদেশ সফর। চাকদহ থেকে প্লেনে করে বাহারিন।

#চাকদহ: ঢাকে কাঠি পড়তে আর মাত্র দু-সপ্তাহ বাকি। সময় খুব কম। ব্যস্ততা অনেক। সুদূর বাহরিনেও আসছেন মা দুর্গা। তাই প্রতিবারের মতোই পুজোর প্রস্তুতি চলছে পুরোদমে। অভিজ্ঞতার ঝুলি ভরছে, বাড়ছে জনপ্রিয়তা, সেইসঙ্গে এই পুজো ঘিরে প্রতিবারই নতুন রূপে উৎসবে মেতে উঠছে বাহরিনের এলাকার মানুষ। তবে ঠাকুর যাবে কোথা থেকে?
ফ্লাইটের টিকিট কাটা কমপ্লিট । ব্যাগ গোছানোর কাজও শেষ। চাকদহর দশভূজা এবার পাড়ি দিচ্ছে বাহারিন। মায়ের এখন বিদেশ সফরের তোড়জোড় তুঙ্গে। শিল্পী অনুপ গোস্বামীর দশভূজা তৈরি হচ্ছে বিদেশ সফরের জন্য।
advertisement
মায়ের এবার বিদেশ সফর। চাকদহ থেকে প্লেনে করে বাহারিন।
advertisement
প্রায় দুমাসের রাতদিনের পরিশ্রম। দেবী দশভূজার সাজগোজ রেডি। ফ্লাইটের টিকিও কাটা। রওনা হওয়ার অপেক্ষায় দিন গুনছে চাকদহর দশভূজা।
ছোটবেলা থেকেই ঠাকুর গড়ার শখ শিল্পী অনুপবাবুর । তারজন্য বাবার কাছে বকুনিও খেতে হয়েছে বিস্তর। বাড়ি ছাড়তেও হয়েছে তাঁকে। তবু প্রতিমার পাশেই থেকেছেন শিল্পী অনুপ বিশ্বাস।
advertisement
শিল্পী অনুপ বিশ্বাসের তৈরি ফাইবারের প্রতিমা এর আগেও পাড়ি দিয়েছে ফিজি, অস্ট্রেলিয়া। এবার মায়ের বাহারিন সফর।
প্রসঙ্গত, করোনা অতিমারীর প্রকোপে ২০২০-তে পুজো হয়েছিল ভার্চুয়াল। ২০২১-এ ধীরে ধীরে মানুষ মন্ডপমুখী হয়েছিলেন। তবে মাস্ক পরেই চলেছিল ঠাকুর দেখা। হলের ভেতরে একসঙ্গে বেশী মানুষ থাকা চলবে না, ইত্যাদি। তবে এবারের দুর্গা পুজো কোভিডের পর প্রথমবার হতে চলেছে কোনওরকম বিধিনিষেধ ছাড়াই। অপেক্ষায় বাহরিনে বসবাসকারি বাঙালিরাও।
view comments
বাংলা খবর/ খবর/পাঁচমিশালি/
Durga Puja 2022 || সুদূর বাহারিনের পথে চাকদহর 'মা দুর্গা'! বাড়ি ছাড়তে হয় শিল্পী অনুপ গোস্বামীকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement