রাস্তায় ছড়িয়ে মদ, লুঠছে জনতা!-আগ্রার ভিডিও ভাইরাল

Last Updated:

দেশি মদ বোঝাই এক ট্রাক রাস্তা দিয়ে যেতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলে, গাড়ির দরজা খোলা থাকায় রাস্তায় ছড়িয়ে পড়ে মদ। আর তা লুঠ করতেই হুড়োহুড়ি পড়ে যায়। এমন দৃশ্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তা দেখে নেটিজেনরা  রীতিমত অবাক।

আগ্রা: “কারুর পৌষ মাস, তো কারুর সর্বনাশ”- বাংলার এই অমোঘ প্রবাদই যেন দেখা গেল আগ্রার ইদমাদপুরে। দেশি মদ বোঝাই এক ট্রাক রাস্তা দিয়ে যেতে গিয়ে ভারসাম্য হারিয়ে ফেলে, গাড়ির দরজা খোলা থাকায় রাস্তায় ছড়িয়ে পড়ে মদ। আর তা লুঠ করতেই হুড়োহুড়ি পড়ে যায়। এমন দৃশ্যই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। আর তা দেখে নেটিজেনরা  রীতিমত অবাক।
আসল ঘটনা হল, আগ্রার ইদমাদপুরে মিতওয়ালি গ্রামের কাছে বারহান রোড দিয়ে প্রায় ১১০ বাক্স দেশি মদ বোঝাই করে ওই ট্রাকটি যাওয়ার সময় সজোরে একটি স্পিডব্রেকারে ধাক্কা মারে। আর সেই সময় ট্রাকের দরজা খোলা থাকার দরুন প্রায় ৩০ বাক্স মদ রাস্তায় ছড়িয়ে পড়ে। আর তা কুড়োতে ভিড় জমে যায়।
আরও পড়ুন: নির্মলা সীতারমণ কী শাড়ি পরলেন বাজেটে..? পরনে অফ-হোয়াইট-ম্যাজেন্টা! কী ইঙ্গিত?
মোবাইলে কেউ এই ভিডিও সোশ্যাল মিডিয়ায় শেয়ার করতেই কিছু মুহূর্তেই তা ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, বোতল কুড়োতে জনতার মধ্যে প্রায় হাতাহাতি হচ্ছে, কেউ কেউ রাস্তা দিয়েও বোতল কুড়োচ্ছেন। যতক্ষণে স্থানীয় প্রশাসন ব্যবস্থা নিতে শুরু করে, ততক্ষণে অনেক দেরি হয়ে গেছে। সুরাপ্রেমীরা ততক্ষণে পগারপার!
advertisement
advertisement
অন্য দিকে মাথায় হাত রাজপুরের চুঙ্গির বাসিন্দা সন্দীপ যাদবের, তিনি মিতওয়ালি গ্রামের কাছেই একটি মদের দোকান চালান, তাঁর দোকানেই ওই ট্রাক থেকে দেশীয় মদ আসার কথা ছিল। কিন্তু, আসার পথেই ১১০টি বাক্সের মধ্যে থেকে ৩০টি বাক্স রাস্তায় পড়ে যাওয়া মাত্র স্থানীয় মানুষ যেভাবে মুহূর্তে তা সরিয়ে নিলেন। তা কিছুতেই মেনে নিতে পারছেন না সন্দীপ।
advertisement
অন্যদিকে, ভাইরাল ভিডিওতে সুরাপ্রেমীদের এই তীব্র আনন্দের বহিঃপ্রকাশ দেখে স্তম্ভিত নেটিজেনরা। অনেকেই প্রশ্ন তুলেছেন স্থানীয় প্রশাসন কেন কোন ব্যবস্থা নেয় নি? আবার অনেকে চিন্তা প্রকাশ করেছেন স্থানীয় যুবকদের মধ্যে বাড়তে থাকা মদের প্রতি আসক্তির বিষয়টি নিয়ে। অনেকে আবার প্রশ্ন তুলেছেন মদ সহজলভ্য বলেই হয়ত জনতার মধ্যেও তাঁর প্রভাব পড়ছে। এইসব নানাবিধ মত নিয়েই সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে উঠেছে আগ্রার এই ঘটনা।
বাংলা খবর/ খবর/দেশ/
রাস্তায় ছড়িয়ে মদ, লুঠছে জনতা!-আগ্রার ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement