Nirmala Sitharaman Saree: নির্মলা সীতারমণ কী শাড়ি পরলেন বাজেটে? অর্থমন্ত্রীর পরনে অফ-হোয়াইট-ম্যাজেন্টা! কী ইঙ্গিত? চোখ কাড়ল মার্জিত-লুক!

Last Updated:
Nirmala Sitharaman Saree: রেকর্ড গড়ে টানা সপ্তমবার বাজেট করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কোন মাস্টারস্ট্রোক দেবেন তিনি? নানা আলোচনার মাঝে মঙ্গলবার সকালে নজর কাড়ল অর্থমন্ত্রীর পরনের পোশাক। সপ্তম বাজেট পেশ করতে যাওয়ার আগেই মন জয় করলেন ফার্স্ট লুকে। হাসিমুখে নথি দেখালেন নির্মলা।
1/10
সপ্তম বাজেটের প্রথম লুকেই ফের চমক দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রতিবারের মতো এবারেও বাজেটের জন্য একটি বিশেষ চেহারা বেছে নিয়েছেন অর্থমন্ত্রী। ক্রিম রঙা-গোলাপি শাড়িতে সামনেই আসতেই চোখ আটকে গেল।
সপ্তম বাজেটের প্রথম লুকেই ফের চমক দিলেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। প্রতিবারের মতো এবারেও বাজেটের জন্য একটি বিশেষ চেহারা বেছে নিয়েছেন অর্থমন্ত্রী। ক্রিম রঙা-গোলাপি শাড়িতে সামনেই আসতেই চোখ আটকে গেল।
advertisement
2/10
রেকর্ড গড়ে টানা সপ্তমবার বাজেট করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কোন মাস্টারস্ট্রোক দেবেন তিনি? দেশের অর্থনীতি সচল রাখতে গিয়ে কোপ পড়বে আমজনতার উপরই? আর্থিক সংস্কার নাকি এনডিএ শরিকদের মন রাখা - কোন পথে হাঁটবেন অর্থমন্ত্রী? এমনই নানা আলোচনার মাঝে মঙ্গলবার সকালে নজর কাড়ল অর্থমন্ত্রীর পরনের পোশাক। সপ্তম বাজেট পেশ করতে যাওয়ার আগেই মন জয় করলেন ফার্স্ট লুকে। হাসিমুখে নথি দেখালেন নির্মলা।
রেকর্ড গড়ে টানা সপ্তমবার বাজেট করবেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। কোন মাস্টারস্ট্রোক দেবেন তিনি? দেশের অর্থনীতি সচল রাখতে গিয়ে কোপ পড়বে আমজনতার উপরই? আর্থিক সংস্কার নাকি এনডিএ শরিকদের মন রাখা - কোন পথে হাঁটবেন অর্থমন্ত্রী? এমনই নানা আলোচনার মাঝে মঙ্গলবার সকালে নজর কাড়ল অর্থমন্ত্রীর পরনের পোশাক। সপ্তম বাজেট পেশ করতে যাওয়ার আগেই মন জয় করলেন ফার্স্ট লুকে। হাসিমুখে নথি দেখালেন নির্মলা।
advertisement
3/10
তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। করছাড় থেকে নারীকল্যাণে প্রকল্প, রেলে বরাদ্দ থেকে মধ্যবিত্তের হেঁশেলে স্বস্তি না অস্বস্তি - এমনই একাধিক দিকে আজ নজর গোটা দেশবাসীর।
তৃতীয় এনডিএ সরকারের প্রথম পূর্ণাঙ্গ বাজেট। করছাড় থেকে নারীকল্যাণে প্রকল্প, রেলে বরাদ্দ থেকে মধ্যবিত্তের হেঁশেলে স্বস্তি না অস্বস্তি - এমনই একাধিক দিকে আজ নজর গোটা দেশবাসীর।
advertisement
4/10
প্রতিবারের মতো এবারও নির্মলার শাড়িতে চমক। এবারও তিনি বেছে নিয়েছেন হ্যান্ডলুমের দারুণ কাজের শাড়ি। রঙেও বৈচিত্র্য - সাদার পাড়ে উজ্জ্বল ম্যাজেন্টা রং, হালকা চেক।
প্রতিবারের মতো এবারও নির্মলার শাড়িতে চমক। এবারও তিনি বেছে নিয়েছেন হ্যান্ডলুমের দারুণ কাজের শাড়ি। রঙেও বৈচিত্র্য - সাদার পাড়ে উজ্জ্বল ম্যাজেন্টা রং, হালকা চেক।
advertisement
5/10
পূর্ববর্তী বছরগুলিতে নির্মলা সীতারমণ বাজেট লুকে বরাবরই আকর্ষণীয় থেকেছেন। ২০২৪ সালের অন্তর্বর্তী বাজেটের জন্য একটি নীল হ্যান্ডলুম শাড়ি পরেছিলেন নির্মলা। নীল রঙ শান্তি ও শক্তির প্রতীক। তাই আলাদাই আবেদন ছিল সেই শাড়ির।
পূর্ববর্তী বছরগুলিতে নির্মলা সীতারমণ বাজেট লুকে বরাবরই আকর্ষণীয় থেকেছেন। ২০২৪ সালের অন্তর্বর্তী বাজেটের জন্য একটি নীল হ্যান্ডলুম শাড়ি পরেছিলেন নির্মলা। নীল রঙ শান্তি ও শক্তির প্রতীক। তাই আলাদাই আবেদন ছিল সেই শাড়ির।
advertisement
6/10
২০২৩ সালের বাজেটের জন্য একটি লাল রঙের শাড়ি বেছে নিয়েছিলেন অর্থমন্ত্রী। ঐতিহ্যবাহী লাল রঙকে ভালোবাসা, শক্তি, সাহসিকতা এবং অঙ্গীকারের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
২০২৩ সালের বাজেটের জন্য একটি লাল রঙের শাড়ি বেছে নিয়েছিলেন অর্থমন্ত্রী। ঐতিহ্যবাহী লাল রঙকে ভালোবাসা, শক্তি, সাহসিকতা এবং অঙ্গীকারের প্রতীক হিসেবে বিবেচনা করা হয়।
advertisement
7/10
২০২২ সালে, নির্মলা সীতারমণ পরেছিলেন একটি কফি রঙের শাড়ি। সেটি ছিল একটি বোমকাই শাড়ি যা ওড়িশার অন্যতম জনপ্রিয় শাড়ি।
২০২২ সালে, নির্মলা সীতারমণ পরেছিলেন একটি কফি রঙের শাড়ি। সেটি ছিল একটি বোমকাই শাড়ি যা ওড়িশার অন্যতম জনপ্রিয় শাড়ি।
advertisement
8/10
করোনার সময় অর্থাৎ 2021 সালে, অর্থমন্ত্রী লাল পাড় সহ একটি অফ-হোয়াইট রঙের শাড়ি পরেছিলেন। এই রঙ শান্তি ও শক্তির প্রতীক।
করোনার সময় অর্থাৎ 2021 সালে, অর্থমন্ত্রী লাল পাড় সহ একটি অফ-হোয়াইট রঙের শাড়ি পরেছিলেন। এই রঙ শান্তি ও শক্তির প্রতীক।
advertisement
9/10
২০২০ সালে, অর্থমন্ত্রী একটি হলুদ শাড়ি পরেছিলেন। হলুদ রঙ শক্তি এবং উদ্দীপনার প্রতীক। এই বাজেটটি ছিল ভারতীয় ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে বড় বাজেট যা ২ ঘণ্টা ৪২ মিনিটের লম্বা ছিল।
২০২০ সালে, অর্থমন্ত্রী একটি হলুদ শাড়ি পরেছিলেন। হলুদ রঙ শক্তি এবং উদ্দীপনার প্রতীক। এই বাজেটটি ছিল ভারতীয় ইতিহাসে এখনও পর্যন্ত সবচেয়ে বড় বাজেট যা ২ ঘণ্টা ৪২ মিনিটের লম্বা ছিল।
advertisement
10/10
২০১৯ সালে, অর্থমন্ত্রী একটি গোলাপি রঙের সিল্কের শাড়ি পরেছিলেন। গোলাপি রঙ স্থিতিশীলতা এবং গম্ভীরতার প্রতীক। তাই সেই শাড়ির আকর্ষণও ছিল বিশেষ।
২০১৯ সালে, অর্থমন্ত্রী একটি গোলাপি রঙের সিল্কের শাড়ি পরেছিলেন। গোলাপি রঙ স্থিতিশীলতা এবং গম্ভীরতার প্রতীক। তাই সেই শাড়ির আকর্ষণও ছিল বিশেষ।
advertisement
advertisement
advertisement