Marriage: দেশের মেয়ের সঙ্গে বিদেশী বরের বিয়ে! কিন্তু যা কাণ্ড ঘটাল বর, দেখতে উপচে পড়ল ভিড়
- Published by:Suman Biswas
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Marriage: ঘোড়ার পিঠে ভাঙড়া নাচ! ভারতীয় তরুণীর সঙ্গে সাত পাকে বাঁধা পড়লেন আইরিশ যুবক, বিয়ে দেখতে ভিড়।
গোরখপুর: ভারতীয় মেয়ের প্রেমে পড়লেন আইরিশ যুবক। তারপর চার হাত এক হল। ঘোড়ায় চেপে শোভাযাত্রা নিয়ে মেয়ের বাড়িতে পৌঁছলেন আইরিশ বর। পরনে ভারতীয় পোশাক। ক্রিম রঙের সালোয়ার, কুর্তা। মাথায় পাগড়ি। গলায় জরির কাজ করা ওড়না। রাস্তায় ভাংরাও নাচলেন। সে এক দেখার মতো দৃশ্য।
সোমবার রাতে গোরখপুরে বসেছিল বিয়ের আসর। ফুল, মালা আলোয় সাজানো হয়েছিল মোহাদ্দিপুরের ‘প্রদীপ ইন’ হোটেল। রাস্তায় শোভাযাত্রা করে এল বরযাত্রী। একেবারে ভারতীয় মেজাজে। ঘোড়ায় চেপে এলেন আইরিশ বর। বিয়ের পরিবেশ দেখে খুশিতে ঘোড়ার পিঠেই ভাঙড়া নাচলেন। তাঁকে দেখতে ভিড় জমিয়েছিলেন আশপাশের মানুষও।
গোরখপুরের বাসিন্দা তন্বীতা শ্রীবাস্তব ২০১৩ সালে আয়ারল্যান্ডে গিয়েছিলেন পড়াশোনা করতে। সেখানে তিনি ইউসিসি কলেজ অ্যান্ড ইউনিভার্সিটি ডাবলিনে ভর্তি হন। সেই সময়েই বন্ধুর ভাই অ্যান্ড্রুর সঙ্গে আলাপ। প্রেমে পড়তেও দেরি হয়নি।
advertisement
advertisement
আরও পড়ুন: ‘তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে!’ ভোটে জিতেই হুঁশিয়ারি পুতিনের! কবে থেকে যুদ্ধ, শুনলে মাথা ঘুরে যাবে
পড়াশোনা শেষ করে আয়ারল্যান্ডেই চাকরি করছেন তন্বীতা শ্রীবাস্তব। কিন্তু বিয়ে করতে চেয়েছিলেন দেশের মাটিতে। একেবারে সনাতন রীতি মেনে। অ্যান্ড্রুকে সে কথা জানাতে তিনিও রাজি। ভারতীয় ঐতিহ্য এবং পরম্পরার জানার এমন সুযোগ হাতছাড়া করতে চাননি তিনি। দুজনেই চলে আসেন ভারতে। এখানেই চার হাত এক হয়।
advertisement
সোমবার রাতে বসেছিল বিয়ের আসর। সেখানেই সনাতনী রীতি মেনে সাত পাকে বাঁধা পড়লেন তন্বীতা এবং অ্যান্ড্রু। অগ্নি সাক্ষী রেখে বিয়ে করলেন দুজন। মালাবদলও হল। তারপর তন্বীতার সিঁথিতে সিঁদুর পরিয়ে দিলেন অ্যান্ড্রু। বিয়ের আসরে তন্বীতার পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। তবে বিয়ের পর দুজনেই আয়ারল্যান্ডে ফিরে যাচ্ছেন, সেখানেই গুছিয়ে সংসার পাতবেন তাঁরা।
advertisement
তন্বীতা-অ্যান্ড্রু বিয়ের আসরে বেশ কিছু বিদেশি অতিথিও উপস্থিত ছিলেন। বর-কনের বন্ধু তাঁরা। এমন বিয়েতে তাঁরাও খুশি। চোখে মুখে তার রেশ। তবে সবচেয়ে নজর কেড়েছে অ্যান্ড্রুর ভাঙড়া নাচ। ঘোড়ার পিঠে তাঁর নাচ দেখতে আশপাশের মানুষও ভিড় জমান। তবে কোনও দিকে ভ্রুক্ষেপ ছিল না অ্যান্ড্রুর। তিনি মনের আনন্দে নেচেছেন। গোরখপুরবাসী সাক্ষী থাকল তন্বীতা-অ্যান্ড্রুর প্রেমগাথার।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 20, 2024 6:13 PM IST