World War 3: 'তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হবে!' ভোটে জিতেই হুঁশিয়ারি পুতিনের! কবে থেকে যুদ্ধ, শুনলে মাথা ঘুরে যাবে
- Published by:Suman Biswas
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
World War 3: ‘তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে একধাপ দূরে’, ভোটে জেতার পর আমেরিকাকে হুঁশিয়ারি পুতিনের, নাভালনির মৃত্যুতে দুঃখপ্রকাশ।
মস্কো: রাশিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে বিপুল ভোটে জয়লাভ করেছেন ভ্লাদিমির পুতিন। প্রায় ৮৭.৯৭ শতাংশ ভোট পেয়েছেন তিনি। জয়ের পর ভাষণে তৃতীয় বিশ্বযুদ্ধের হুঁশিয়ারি দিলেন রাশিয়ার সদ্য নির্বাচিত রাষ্ট্রপতি। স্পষ্ট বললেন, ‘ন্যাটো যদি ইউক্রেনে ঢোকে তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ হবে’। পাশাপাশি বিরোধী নেতা নাভালনির মৃত্যুতেও দুঃখপ্রকাশ করেছেন তিনি।
বার্তা সংস্থা এএফপি-র প্রতিবেদন অনুযায়ী জয়ের পর সোমবার সকালে পুতিন বলেছেন, ‘আমাকে সমর্থন করার জন্য দেশের সমস্ত নাগরিককে ধন্যবাদ জানাই। কে বা কারা আমাদের ভয় দেখাতে চায়, কে বা কারা আমাদের দমন করতে চায়, কিন্তু ইতিহাস সাক্ষী, কেউ সফল হয়নি। ভবিষ্যতেও হবে না’। পাশাপাশি ‘রাশিয়া ভয় পায় না’ বলেও মন্তব্য করেন তিনি।
advertisement
advertisement
পুতিন স্পষ্ট বলেন, রাশিয়া ও মার্কিন নেতৃত্বাধীন ন্যাটো সামরিক জোটের মধ্যে সংঘর্ষ হলে তৃতীয় বিশ্বযুদ্ধের সম্ভাবনা রয়েছে। পুতিনের কথায়, ‘এর অর্থ তৃতীয় বিশ্বযুদ্ধ থেকে আমরা একধাপ দূরে’। তবে এরপরই পুতিন বলেন, ‘এমন ঘটনা কেউই চায় না’। এই সপ্তাহে ফরাসি টেলিভিশনে ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সাক্ষাৎকার এবং গত মাসে রাশিয়ার প্রতি তাঁর হুঁশিয়ারির পর পুতিনের এই মন্তব্য যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
advertisement
আরও পড়ুন: হাওড়া থেকে মেট্রোতে এই স্টেশনগুলিতে পৌঁছতে কত খরচ? তালিকা প্রকাশ করল কর্তৃপক্ষ! দেখে নিন
ম্যাক্রোঁ বলেছিলেন, ইউক্রেনের সঙ্গে যুদ্ধে রাশিয়া যাতে কোনওভাবে জিততে না পারে সেটা ফ্রান্স নিশ্চিত করবে। এমনকী ইউক্রেনে ফ্রান্সের স্থল সেনা মোতায়েনের ইঙ্গিতও দেন তিনি। এরপরই সামনে এল পুতিনের হুঁশিয়ারি। তিনি বলেছেন, ‘আধুনিক বিশ্বে সবকিছুই সম্ভব। এটা সবার কাছেই পরিস্কার যে তৃতীয় বিশ্বযুদ্ধের একধাপ আগে দাঁড়িয়ে রয়েছি আমরা। আমি মনে করি, এমনটা কেউই চাইবে না’।
advertisement
সোভিয়েত পরবর্তী রাশিয়ার নির্বাচনে সবচেয়ে বড় নির্বাচনী জয়ের পর সংবাদ সংস্থা রয়টার্সকে পুতিন বলেছেন, ‘ফরাসি এবং ইংরেজদের জন্য ভাল কিছু অপেক্ষা করছে না। কারণ যুদ্ধক্ষেত্রে প্রচুর সংখ্যায় মৃত্যু হচ্ছে তাঁদের’। পাশাপাশি বিরোধী নেতা নাভালনির মৃত্যুকে দুঃখজনক ঘটনা বলেও মন্তব্য করেন পুতিন। প্রকাশ্যে তাঁর নাম করে বলেন, ‘নাভালনির জন্য, হ্যাঁ, তিনি মারা গিয়েছেন, এটা দুঃখজনক ঘটনা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
March 20, 2024 5:12 PM IST