দেশের অর্থনীতিকে চাঙ্গা করতে তিনটি পরামর্শ দিলেন অর্থনীতিবিদ মনমোহন
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
সংবাদমাধ্যম বিবিসি-কে দেওয়া একটি সাক্ষাত্কারে এ ভাবেই মোদি সরকারকে নিশানা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ একই সঙ্গে অর্থনীতির এই ভয়াবহ দুরাবস্থা থেকে ঘুরে দাঁড়াতে তিনটি পদক্ষেপের পরমার্শও দিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ৷
#নয়াদিল্লি: বর্তমান আর্থিক সঙ্কট মানুষের তৈরি৷ হঠাত্ করে দেশে লকডাউন ঘোষণা ও কড়া ভাবে তার প্রয়োগ নিয়ে কেন্দ্রের সিদ্ধান্ত অমানবিক ও বিচারবুদ্ধিহীন৷ সংবাদমাধ্যম বিবিসি-কে দেওয়া একটি সাক্ষাত্কারে এ ভাবেই মোদি সরকারকে নিশানা করলেন প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷ একই সঙ্গে অর্থনীতির এই ভয়াবহ দুরাবস্থা থেকে ঘুরে দাঁড়াতে তিনটি পদক্ষেপের পরমার্শও দিলেন বিশিষ্ট অর্থনীতিবিদ৷
মনমোহন সিংয়ের বক্তব্য, প্রথমত গরিব মানুষের হাতে অবিলম্বে টাকা দিতে হবে৷ যাতে তাঁরা ন্যূনতম দিনগত চাহিদা মেটাতে পারেন৷ দ্বিতীয়ত, ব্যবসায়ীদের জন্য সরকারি ক্রেডিট গ্যারান্টি স্কিম দরকার ও তৃতীয়ত, ইনস্টিটিউশনাল অটোনমির মাধ্যমে আর্থিক প্রতিষ্ঠানগুলিকে চাঙ্গা করতে হবে৷
বর্তমানে করোনা ভাইরাস অতিমারির জেরে ভারতের আর্থিক বৃদ্ধির হার নেগেটিভ৷ প্রাক্তন প্রধানমন্ত্রীর কথায়, 'অর্থনীতির এই অবস্থা মানুষের তৈরি৷ ব্যবসাকে চাঙ্গা করতে প্রচুর ঋণ দিতে হবে৷ বেশি পরিমাণে ঋণ দেওয়া অনিবার্য৷ এমনকী দেশের মোট জিডিপি-র আরও ১০ শতাংশ খরচ করতে হলেও করতে হবে স্বাস্থ্য ও আর্থিক সমস্যার বিরুদ্ধে লড়াই করতে৷ এটা খুবই জরুরি৷'
advertisement
advertisement
জিডিপি ও ঋণ অনুপাত বৃদ্ধির কথা মাথায় রেখেও মনমোহনের বক্তব্য, কেন্দ্রকে ঋণদান থেকে পিছিয়ে গেলে চলবে না৷ যদি সহজ শর্তে ঋণদানে মানুষের জীবন বাঁচে, অর্থনীতি ঘুরে দাঁড়ায়,তা হলে তা করতেই হবে৷
তিনি বলেন, 'লকডাউন হয়তো প্রয়োজন ছিল৷ কিন্তু হঠাত্ করে লকডাউন ঘোষণায় দেশবাসী ভয়াবহ যন্ত্রণার মুখে পড়েছে৷ কেন্দ্রের এই সিদ্ধান্ত অমানবিক৷'
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 10, 2020 5:34 PM IST