Manmohan Singh: বরাদ্দ ছিল কয়েক কোটির BMW, মনমোহনের পছন্দের গাড়ি ছিল কোনটি? ফাঁস করলেন একসময়ের ছায়াসঙ্গী

Last Updated:

প্রধানমন্ত্রী হিসেবে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি বরাদ্দ ছিল মনমোহনের জন্য৷ কিন্তু সেই গাড়িতে বাধ্য হয়েই চড়তেন প্রাক্তন প্রধানমন্ত্রী৷

বিলাসবহুল গাড়ি না পসন্দ ছিল মনমোহন সিংয়ের৷ ছবি- ফাইল, পিটিআই
বিলাসবহুল গাড়ি না পসন্দ ছিল মনমোহন সিংয়ের৷ ছবি- ফাইল, পিটিআই
কনৌজ: উত্তর প্রদেশের কনৌজ সদরের বিধায়ক অসীম অরুণ এক সময় মনমোহন সিংয়ের দেহরক্ষী হিসেবে প্রায় তিন বছর দায়িত্ব সামলেছেন৷ প্রধানমন্ত্রী হিসেবে মনমোহনের নিরাপত্তার দায়িত্বে থাকা এসপিজি বা স্পেশ্যাল প্রোটকশন গ্রুপের নেতৃত্বে ছিলেন এই অসীম অরুণ৷ মনমোহনের মৃত্যুর পর প্রাক্তন প্রধানমন্ত্রীর স্মৃতিচারণা করতে গিয়ে এক্স হ্যান্ডেলে অসীম অরুণ লিখেছেন, প্রধানমন্ত্রী হওয়ার পরেও মনমোহনের সবথেকে বেশি পছন্দের গাড়ি ছিল অতি সাধারণ মারুতি ৮০০৷
প্রধানমন্ত্রী হিসেবে বিলাসবহুল বিএমডব্লিউ গাড়ি বরাদ্দ ছিল মনমোহনের জন্য৷ কিন্তু সেই গাড়িতে বাধ্য হয়েই চড়তেন প্রাক্তন প্রধানমন্ত্রী৷ অসীম অরুণ লিখেছেন, ২০০৪ সাল থেকে প্রায় তিন বছর আমি ওনার দেহরক্ষী ছিলাম৷ প্রধানমন্ত্রীর ঘনিষ্ঠ বৃত্তের নিরাপত্তার দায়িত্বে থাকে এসপিজি৷ আমার সেই দলকেই নেতৃত্ব দেওয়ার সৌভাগ্য হয়েছিল৷
advertisement
advertisement
অসীম অরুণের কথায়, এআইজি সিপিটি হলেন সেই ব্যক্তি যাঁকে সবসময় প্রধানমন্ত্রীর একেবারে পাশে থাকতে হবে৷ সেই কারণে আমি ওনার সঙ্গে ছায়ার মতো লেগে থাকতাম৷ ডাক্তার সাহেবের (মনমোহন সিং)-এর নিজের একটিই মারুতি ৮০০ গাড়ি ছিল৷ সেই গাড়িটি তাঁর জন্য বরাদ্দ ঝকঝকে বিএমডব্লিউ-এর পিছনে দাঁড় করানো থাকত৷ মনমোহন সিং-জি আমাকে বার বার আমাকে ওই মারুতি ৮০০ গাড়ি দেখিয়ে বলতেন, অসীম আমার এই গাড়ি (বিএমডব্লিউ)চড়তে ভাল লাগে না৷ আমার গাড়ি ওটা (মারুত ৮০০)৷ তখন আমি তাঁকে বুঝিয়ে বলতাম, স্যর এই গাড়ি আপনাকে বিলাসিতার জন্য নয়, আপনার নিরাপত্তার কথা ভেবে দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
প্রাক্তন ওই দেহরক্ষীর কথায়, এত বোঝানোর পরেও পছন্দের মারুতি ৮০০ গাড়ির সামনে দিয়ে গেলেও দু চোখ ভরে সেই গাড়িটিকে দেখতেন মনমোহন৷ অসীম অরুণ লিখেছেন, ওনাকে দেখে মনে হত নিজের ওই গাড়িটির দিকে তাকিয়েই তিনি নিজেকে মনে করিয়ে দিতেন যে আমি মধ্যবিত্ত এবং সাধারণ মানুষের কথা ভাবাটাই আমার কাজ৷ কয়েক কোটি টাকার এই গাড়ি প্রধানমন্ত্রীর, আমার গাড়ি হল এই মারুতি৷
advertisement
অসীম অরুণ একজন প্রাক্তন আইপিএস অফিসার৷ ২০২২ সালে স্বেচ্ছাবসর নেন তিনি৷ কনৌজ সদর কেন্দ্র থেকে ভোটে লড়ে বিজেপি প্রার্থী হিসেবে জয়লাভ করেন তিনি৷ প্রাক্তন এই দেহরক্ষীর বয়ান থেকেই পরিষ্কার, কতটা সাধারণ জীবনযাপন পছন্দ ছিল প্রাক্তন প্রধানমন্ত্রীর৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Manmohan Singh: বরাদ্দ ছিল কয়েক কোটির BMW, মনমোহনের পছন্দের গাড়ি ছিল কোনটি? ফাঁস করলেন একসময়ের ছায়াসঙ্গী
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement