Manmohan Singh Passes Away: 'ইতিহাস আমার প্রতি এতটাও নির্দয় হবে না!' তিনিই সঠিক ছিলেন, মৃত্যুতেই প্রমাণ করলেন মনমোহন?

Last Updated:

যাঁরা একসময় তাঁকে দুর্বলতম প্রধানমন্ত্রী হিসেবে কটাক্ষ করেছিলেন, সেই বিজেপি নেতারাও মনমোহনের মৃত্যুর পর ভারতীয় অর্থনীতিতে তাঁর অবদান স্বীকার করে নিয়েছেন৷

প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷
প্রয়াত প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং৷
নয়াদিল্লি: যতদিন প্রধানমন্ত্রী ছিলেন, কলের পুতুল বলে তাঁকে কটাক্ষ করেছেন বিরোধীরা৷ তাঁকে প্রধানমন্ত্রীর চেয়ার দিয়ে বকলমে তৎকালীন কংগ্রেস সভানেত্রী সরকার চালাচ্ছেন, এমনটাই ছিল বিরোধীদের মূল অভিযোগ৷ ভদ্রলোক এবং সজ্জন মনমোহন সিং, মুখে বিরোধীদের এই আক্রমণের জবাব দেননি৷ সাহসী কিছু সিদ্ধান্ত নিয়ে বিরোধী এবং সমালোচকদের ভুল প্রমাণ করার চেষ্টা করেছিলেন তিনি৷ তবে প্রধানমন্ত্রী হিসেবে শেষ দিকে মনমোহন সিংয়ের করা একটি উক্তিই তাঁর মৃত্যুর পর এখন চর্চায়৷
কী সেই উক্তি?
২০০৪ সালে প্রথম ইউপিএ সরকারের প্রধানমন্ত্রী হন মনমোহন সিং৷ দশ বছর প্রধানমন্ত্রী থাকার পর সম্ভবত দেওয়াল লিখন পড়তে পেরেছিলেন প্রবীণ এই রাজনীতিবিদ৷ ক্ষমতাচ্যুত হওয়ার আগে ২০১৪ সালের জানুয়ারি মাসে প্রধানমন্ত্রী হিসেবে নিজের শেষ সাংবাদিক বৈঠকে মনমোহন হয়তো কিছুটা আক্ষেপের সুরেই বলেছিলেন, ‘সংবাদমাধ্যম বা সংসদে বিরোধী দলগুলি আমার প্রতি যতটা নির্দয় হয়েছে, আমি মন থেকে বিশ্বাস করি ইতিহাস আমার প্রতি ততটা নির্দয় হবে না৷’
advertisement
advertisement
মনমোহন সিংয়ের মৃত্যুর পর দলমত নির্বিশেষে গোটা দেশের রাজনীতিবিদ থেকে শুরু করে অন্যান্য ক্ষেত্রের বিশিষ্ট জন, সাধারণ মানুষ- প্রত্যেকেই প্রাক্তন প্রধানমন্ত্রীর প্রয়াণে শোকাতুর৷ যাঁরা একসময় তাঁকে দুর্বলতম প্রধানমন্ত্রী হিসেবে কটাক্ষ করেছিলেন, সেই বিজেপি নেতারাও মনমোহনের মৃত্যুর পর ভারতীয় অর্থনীতিতে তাঁর অবদান স্বীকার করে নিয়েছেন৷ তাঁর পূর্বসূরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি মনমোহনকে দেশের শ্রদ্ধেয় রাজনীতিবিদদের মধ্যে অন্যতম বলে শোকবার্তায় উল্লেখ করেছেন৷ মৃত্যুর পর মনমোহন সিং হয়তো প্রমাণ করতে পারলেন, দশ বছর আগে তিনি সত্যিই ভুল কিছু বলেননি৷ ইতিহাস তাঁর প্রতি ততটাও নির্দয় হয়নি৷
advertisement
সারা জীবন স্বচ্ছ ভাবমূর্তি ধরে রাখা মনমোহন সিংকেও অবশ্য তাঁর সরকারের আমলে টুজি, কয়লা বণ্টন, কমনওয়েলথ কেলেঙ্কারির জন্য অস্বস্তির মুখে পড়তে হয়েছিল অন্যদিকে একটানা মুদ্রাস্ফীতি এবং মূল্যবৃদ্ধির জেরে মনমোহন সিং সরকারের উপরে ক্ষোভ জন্মায় সাধারণ মানুষের৷ শিল্প ক্ষেত্রও মনমোহন সরকারের বিরুদ্ধে নীতি পঙ্গুত্বের অভিযোগ তুলতে থাকে৷ ২০১৩ সালের সেপ্টেম্বর মাসে যখন মনমোহন সিং আমেরিকা সফরে রয়েছেন, তার মাঝেই ভারতে একটি বিতর্কিত অর্ডিন্যান্স নিয়ে নিজের অসন্তোষ প্রকাশ্যে আনেন কংগ্রেসের ভাইস প্রেসিডেন্ট রাহুল গান্ধি৷ এই ঘটনার পর বিজেপির প্রবীণ নেতা লালকৃষ্ণ আডবাণীও কটাক্ষ করে মনমোহন সিং-কে দুর্বলতম প্রধানমন্ত্রী বলে ফের একবার বিঁধেছিলেন৷ বিজেপি শিবিরের বরাবরই অভিযোগ ছিল, মনমোহন সিং প্রধানমন্ত্রী হলেও রিমোট কন্ট্রোল দিয়ে তাঁকে পরিচালনা করতেন তৎকালীন কংগ্রেস সভানেত্রী সনিয়া গান্ধি৷
advertisement
তবে এর বিরোধী মতও রয়েছে৷ ২০০৮ সালে দলনেত্রীর মতের বিরুদ্ধে গিয়েই আমেরিকার সঙ্গে পরমাণু চুক্তিতে সই করে নিজের সরকারের ভবিষ্যতই ঝুঁকির মুখে ফেলে দিয়েছিলেন মনমোহন সিং৷ প্রথম ইউপিএ সরকারের থেকে সমর্থন প্রত্যাহার করে বামেরা৷ তার পরেও অবশ্য ২০০৯-এ ফের ক্ষমতায় ফেরে ইউপিএ সরকার৷ সংবাদমাধ্যমে শিরোনাম হয়, সিং ইজ কিং৷ একই ভাবে ২০০৯ সালের জুলাই মাসেও নিজের দলের সিদ্ধান্তের কার্যত বিরুদ্ধে গিয়েই পাকিস্তানের তৎকালীন প্রধানমন্ত্রী ইউসুফ রাজা গিলানির সঙ্গে চুক্তি সইয়ের ঝুঁকি নিয়েছিলেন মনমোহন সিং৷
advertisement
এর পরে অবশ্য টুজি কেলেঙ্কারির মতো দুর্নীতির অভিযোগ, ক্যাগ রিপোর্ট বিপক্ষে যাওয়া, অন্না হাজারের দুর্নীতি বিরোধী আন্দোলনস ২০১২ সালে দিল্লিতে নির্ভয়া গণধর্ষণ কাণ্ডের মতো একের পর এক ঘটনা কংগ্রেসের ভিত নড়িয়ে দিয়েছিল৷ টান পড়েছিল জনসমর্থনে৷ যার ফলস্রুতিতে ২০১৪-র ভোটে কার্যত ধুয়ে মুছে গিয়েছিল কংগ্রেস৷ পারিপার্শ্বিক পরিস্থিতি দেখেই হয়তো তার কয়েকমাস আগে ওই উক্তি করেছিলেন মনমোহন৷
Click here to add News18 as your preferred news source on Google.
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Manmohan Singh Passes Away: 'ইতিহাস আমার প্রতি এতটাও নির্দয় হবে না!' তিনিই সঠিক ছিলেন, মৃত্যুতেই প্রমাণ করলেন মনমোহন?
Next Article
advertisement
Weather Update: ২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা বঙ্গে
২৫ ডিসেম্বর থেকেই বড় বদল আবহাওয়ায়! আরও নামবে পারদ, কনকনে ঠান্ডা, ঘন কুয়াশার সতর্কতা
  • দক্ষিণবঙ্গে বুধবার পর্যন্ত এবং উত্তরবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত কুয়াশার সতর্কতা

  • সকালে হালকা থেকে মাঝারি কুয়াশা পরে পরিষ্কার আকাশ

  • কুয়াশার কারণে দিনভর শীতের অনুভূতি

VIEW MORE
advertisement
advertisement