Manmohan Singh Passes Away: 'আর্থিক নীতি নির্ধারণে জোরাল ছাপ রেখে গেলেন', অগ্রজ মনমোহনের প্রয়াণে শোকবার্তা মোদির

Last Updated:

Manmohan Singh Passes Away: বৃহস্পতিবার রাত ৯.৫১ মিনিটে দিল্লির এইমস-এ ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং৷

News18
News18
নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী এবং নিজের পূর্বসূরি মনমোহন সিংয়ের প্রয়াণে শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নিজের শোকবার্তায় মনমোহন সিংকে দেশের অন্যতম শ্রদ্ধেয় নেতা হিসেবে মন্তব্য করেছেন নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিং মানুষের জীবনযাপন মান উন্নত করতে যথাসাধ্য চেষ্টা করেছিলেন বলেও এক্স হ্যান্ডেলে লিখেছেন নরেন্দ্র মোদি৷
বৃহস্পতিবার রাত ৯.৫১ মিনিটে দিল্লির এইমস-এ ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং৷ শোকবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘ভারতের অন্যতম শ্রদ্ধেয় নেতা মনমোহন সিং-জির প্রয়াণে দেশ শোকস্তব্ধ৷ অতি সাধারণ পরিবেশ থেকে উঠে এসে একজন সম্মানীয় অর্থনীতিবিদ হিসেবে উত্থান হয়েছিল তাঁর৷ অর্থমন্ত্রী সহ সরকারের বিভিন্ন ভূমিকায় অবদান রয়েছে তাঁর, আমাদের দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণেও বছরের পর বছর জোরাল ছাপ রেখে গিয়েছেন তিনি৷ সংসদে তাঁর বক্তব্যের মধ্যে দিয়েও জ্ঞান অর্জন করা যেত৷ আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে মানুষের জীবনযাপনের মান উন্নয়নে যথেষ্ট ভূমিকা ছিল তাঁর৷’
advertisement
advertisement
advertisement
২০০৪ সাল থেকে প্রথম এবং দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং৷ ২০১৪ সালে মনমোহনেরই স্থলাভিষিক্ত হন মোদি৷
মনমোহন সিং-এর প্রয়াণ সংবাদে দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে৷ দলমত নির্বিশেষে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা৷ হাসপাতালে পৌঁছেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও৷ শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ির মতো সিনিয়র বিজেপি নেতারাও৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Manmohan Singh Passes Away: 'আর্থিক নীতি নির্ধারণে জোরাল ছাপ রেখে গেলেন', অগ্রজ মনমোহনের প্রয়াণে শোকবার্তা মোদির
Next Article
advertisement
West Bengal Weather Update: ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? বড় আপডেট দিল হাওয়া অফিস
ভাইফোঁটার পরই আবহাওয়ায় বিরাট বদল, দক্ষিণবঙ্গের সঙ্গে দুর্যোগ উত্তরেও? রইল বড় আপডেট
  • ভাইফোঁটার পরই আবহাওয়ায় বদলের সম্ভাবনা৷

  • বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে৷

  • আগামী সপ্তাহে উত্তরবঙ্গেও বৃষ্টি৷

VIEW MORE
advertisement
advertisement