Manmohan Singh Passes Away: 'আর্থিক নীতি নির্ধারণে জোরাল ছাপ রেখে গেলেন', অগ্রজ মনমোহনের প্রয়াণে শোকবার্তা মোদির

Last Updated:

Manmohan Singh Passes Away: বৃহস্পতিবার রাত ৯.৫১ মিনিটে দিল্লির এইমস-এ ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং৷

News18
News18
নয়াদিল্লি: প্রাক্তন প্রধানমন্ত্রী এবং নিজের পূর্বসূরি মনমোহন সিংয়ের প্রয়াণে শোকজ্ঞাপন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি৷ নিজের শোকবার্তায় মনমোহন সিংকে দেশের অন্যতম শ্রদ্ধেয় নেতা হিসেবে মন্তব্য করেছেন নরেন্দ্র মোদি৷ প্রধানমন্ত্রী হিসেবে মনমোহন সিং মানুষের জীবনযাপন মান উন্নত করতে যথাসাধ্য চেষ্টা করেছিলেন বলেও এক্স হ্যান্ডেলে লিখেছেন নরেন্দ্র মোদি৷
বৃহস্পতিবার রাত ৯.৫১ মিনিটে দিল্লির এইমস-এ ৯২ বছর বয়সে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন মনমোহন সিং৷ শোকবার্তায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি লেখেন, ‘ভারতের অন্যতম শ্রদ্ধেয় নেতা মনমোহন সিং-জির প্রয়াণে দেশ শোকস্তব্ধ৷ অতি সাধারণ পরিবেশ থেকে উঠে এসে একজন সম্মানীয় অর্থনীতিবিদ হিসেবে উত্থান হয়েছিল তাঁর৷ অর্থমন্ত্রী সহ সরকারের বিভিন্ন ভূমিকায় অবদান রয়েছে তাঁর, আমাদের দেশের অর্থনৈতিক নীতি নির্ধারণেও বছরের পর বছর জোরাল ছাপ রেখে গিয়েছেন তিনি৷ সংসদে তাঁর বক্তব্যের মধ্যে দিয়েও জ্ঞান অর্জন করা যেত৷ আমাদের দেশের প্রধানমন্ত্রী হিসেবে মানুষের জীবনযাপনের মান উন্নয়নে যথেষ্ট ভূমিকা ছিল তাঁর৷’
advertisement
advertisement
advertisement
২০০৪ সাল থেকে প্রথম এবং দ্বিতীয় ইউপিএ সরকারের আমলে ভারতের প্রধানমন্ত্রী ছিলেন মনমোহন সিং৷ ২০১৪ সালে মনমোহনেরই স্থলাভিষিক্ত হন মোদি৷
মনমোহন সিং-এর প্রয়াণ সংবাদে দেশের রাজনৈতিক মহলে শোকের ছায়া নেমে এসেছে৷ দলমত নির্বিশেষে প্রাক্তন প্রধানমন্ত্রীকে শেষ শ্রদ্ধা জানিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা৷ হাসপাতালে পৌঁছেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জে পি নাড্ডাও৷ শোকপ্রকাশ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, সড়ক পরিবহণমন্ত্রী নীতিন গড়কড়ির মতো সিনিয়র বিজেপি নেতারাও৷
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Manmohan Singh Passes Away: 'আর্থিক নীতি নির্ধারণে জোরাল ছাপ রেখে গেলেন', অগ্রজ মনমোহনের প্রয়াণে শোকবার্তা মোদির
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement