আপের বিধায়ক পিছু ২০ কোটি! বিজেপির 'ছক' ফাঁস করলেন সিসোদিয়া, তোলপাড় দিল্লি
- Published by:Raima Chakraborty
- news18 bangla
Last Updated:
মণীশ সিসোদিয়ার দাবি, আপের চার বিধায়ককে ২০ কোটি টাকা করে দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করেছে বিজেপি। (Manish Sisodia)
#নয়াদিল্লি: বিজেপির বিরুদ্ধে ফের একবার বিস্ফোরক অভিযোগ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার। এবার সরাসরি ট্যুইট করে বিজেপিকে সাবধান করলেন আপের সেকেন্ড-ইন-কমান্ড। চার আপ বিধায়ক বিজেপির যোগাযোগের কথা প্রকাশ্যে আনার পরই সিসোদিয়া ট্যুইট করেছেন। মণীশ সিসোদিয়ার দাবি, আপের চার বিধায়ককে ২০ কোটি টাকা করে দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করেছে বিজেপি।
মণীশ সিসোদিয়া ট্যুইটে লিখেছেন, 'বিজেপি, সাবধান। ওঁরা অরবিন্দ কেজরিওয়ালের সৈনিক। ভগত সিংয়ের অনুগামী। নিজেদের জীবন দিয়ে দেবেন কিন্তু কোনওদিন বিশ্বাসঘাতকতা করবেন না। সিবিআই ও ইডি তাঁদের সামনে কোনও কাজে আসবে না।' সিসোদিয়ার দাবি, তাঁকে প্রথমে টাকা দিয়ে কেনার চেষ্টা করে ব্যর্থ হয়ে এবার আপের চার বিধায়ককে কেনার চেষ্টা চালাচ্ছে বিজেপি।
advertisement
मुझे तोड़ने में फेल हो गए,तो अब AAP के अन्य विधायको को 20-20 करोड़ का ऑफर देकर, रेड का डर दिखाकर उन्हें तोड़ने की साजिश शुरू कर दी
BJP संभल जाए, ये @ArvindKejriwal जी के सिपाही है,भगत सिंह के अनुयायी है। जान दे देंगे पर गद्दारी नहीं करेंगे। इनके सामने आपकी ED CBI किसी काम की नही — Manish Sisodia (@msisodia) August 24, 2022
advertisement
advertisement
আরও পড়ুন: হুমকি চিঠি নিয়ে বিচারকের কাছেই মুখ খুললেন অনুব্রত মণ্ডল, তোলপাড় পড়ল বাংলায়
বুধবার আম আদমি পার্টি প্রেস কনফারেন্স করে জানায়, তাঁদের সঙ্গে বিজেপির নেতারা যোগাযোগ করেন। তাঁদের দাবি, প্রত্যেককে ২০ কোটি টাকা করে দেওয়া হবে বিজেপিতে যোগ দেওয়ার জন্য। যদি আরও বিধায়ক তাঁরা আনতে পারেন, তবে তাঁদেরকে ২৫ কোটি টাকা করে দেওয়া হবে এমন প্রস্তাব দেওয়া হয়েছে। যদি তাঁরা এতে রাজি না হন, তবে সিসোদিয়ার মতো তাঁদের বাড়িতেও সিবিআই ও ইডির হানা চলবে।
advertisement
ये बेहद गंभीर मामला है। स्थिति का जायज़ा लेने के लिए और आगे की रणनीति बनाने के लिए आज शाम 4 बजे अपने निवास पर हमारी पार्टी की Political Affairs Committee की मीटिंग बुलाई है। https://t.co/E1Qu3o6xdt
— Arvind Kejriwal (@ArvindKejriwal) August 24, 2022
advertisement
আরও পড়ুন: লুকিয়ে ছিলেন কলকাতার হাসপাতালে! অনুব্রতকে বাবা ডাকা সেই বিদ্যুৎবরণ গায়েন সিবিআই-জালে
আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনাকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। এদিন জরুরি বৈঠকেরও ডাক দিয়েছে আপ। গত সোমবার সিসোদিয়া দাবি করেছিলেন, বিজেপির তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাঁকে আম আদমি পার্টি ভেঙে তাদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, বিরোধীরা বহুবার অভিযোগ করে এসেছে যে সিবিআই-ইডি জুজু দেখিয়ে অন্য দল ভাঙে বিজেপি।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
August 24, 2022 6:04 PM IST