আপের বিধায়ক পিছু ২০ কোটি! বিজেপির 'ছক' ফাঁস করলেন সিসোদিয়া, তোলপাড় দিল্লি

Last Updated:

মণীশ সিসোদিয়ার দাবি, আপের চার বিধায়ককে ২০ কোটি টাকা করে দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করেছে বিজেপি। (Manish Sisodia)

মণীশ সিসোদিয়া
মণীশ সিসোদিয়া
#নয়াদিল্লি: বিজেপির বিরুদ্ধে ফের একবার বিস্ফোরক অভিযোগ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার। এবার সরাসরি ট্যুইট করে বিজেপিকে সাবধান করলেন আপের সেকেন্ড-ইন-কমান্ড। চার আপ বিধায়ক বিজেপির যোগাযোগের কথা প্রকাশ্যে আনার পরই সিসোদিয়া ট্যুইট করেছেন। মণীশ সিসোদিয়ার দাবি, আপের চার বিধায়ককে ২০ কোটি টাকা করে দিয়ে কিনে নেওয়ার চেষ্টা করেছে বিজেপি।
মণীশ সিসোদিয়া ট্যুইটে লিখেছেন, 'বিজেপি, সাবধান। ওঁরা অরবিন্দ কেজরিওয়ালের সৈনিক। ভগত সিংয়ের অনুগামী। নিজেদের জীবন দিয়ে দেবেন কিন্তু কোনওদিন বিশ্বাসঘাতকতা করবেন না। সিবিআই ও ইডি তাঁদের সামনে কোনও কাজে আসবে না।' সিসোদিয়ার দাবি, তাঁকে প্রথমে টাকা দিয়ে কেনার চেষ্টা করে ব্যর্থ হয়ে এবার আপের চার বিধায়ককে কেনার চেষ্টা চালাচ্ছে বিজেপি।
advertisement
advertisement
advertisement
আরও পড়ুন: হুমকি চিঠি নিয়ে বিচারকের কাছেই মুখ খুললেন অনুব্রত মণ্ডল, তোলপাড় পড়ল বাংলায়
বুধবার আম আদমি পার্টি প্রেস কনফারেন্স করে জানায়, তাঁদের সঙ্গে বিজেপির নেতারা যোগাযোগ করেন। তাঁদের দাবি, প্রত্যেককে ২০ কোটি টাকা করে দেওয়া হবে বিজেপিতে যোগ দেওয়ার জন্য। যদি আরও বিধায়ক তাঁরা আনতে পারেন, তবে তাঁদেরকে ২৫ কোটি টাকা করে দেওয়া হবে এমন প্রস্তাব দেওয়া হয়েছে। যদি তাঁরা এতে রাজি না হন, তবে সিসোদিয়ার মতো তাঁদের বাড়িতেও সিবিআই ও ইডির হানা চলবে।
advertisement
advertisement
আরও পড়ুন: লুকিয়ে ছিলেন কলকাতার হাসপাতালে! অনুব্রতকে বাবা ডাকা সেই বিদ্যুৎবরণ গায়েন সিবিআই-জালে
আপ প্রধান অরবিন্দ কেজরিওয়াল এই ঘটনাকে খুবই গুরুত্বপূর্ণ বলে উল্লেখ করেছেন। এদিন জরুরি বৈঠকেরও ডাক দিয়েছে আপ। গত সোমবার সিসোদিয়া দাবি করেছিলেন, বিজেপির তরফে তাঁর সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। তাঁকে আম আদমি পার্টি ভেঙে তাদের দলে যোগ দেওয়ার প্রস্তাব দেওয়া হয়েছিল। প্রসঙ্গত, বিরোধীরা বহুবার অভিযোগ করে এসেছে যে সিবিআই-ইডি জুজু দেখিয়ে অন্য দল ভাঙে বিজেপি।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
আপের বিধায়ক পিছু ২০ কোটি! বিজেপির 'ছক' ফাঁস করলেন সিসোদিয়া, তোলপাড় দিল্লি
Next Article
advertisement
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’ কমপ্লেক্স, অমিত শাহ বললেন 'সোনালি যাত্রাপথ'!
সাউথ ব্লক ছেড়ে নতুন ঠিকানায় প্রধানমন্ত্রীর দফতর! সেন্ট্রাল ভিস্তায় গড়ে উঠল ‘সেবাতীর্থ’
  • প্রধানমন্ত্রীর দফতর সাউথ ব্লক ছেড়ে সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের নতুন কমপ্লেক্সে যাচ্ছে.

  • সেবাতীর্থ কমপ্লেক্সে থাকবে ক্যাবিনেট সচিবালয় ও NSA অজিত ডোভালের দফতর.

  • সেন্ট্রাল ভিস্তা প্রকল্পের অংশ হিসেবে নতুন প্রশাসনিক পরিকাঠামো গড়ে উঠেছে.

VIEW MORE
advertisement
advertisement