Manipur Violence: পৌঁচ্ছচ্ছে না অত্যাবশকীয় পণ্য, রাজ্য সরকারের সঙ্গে সাহায্যের হাত বাড়াল উত্তর-পূর্ব রেলওয়ে
- Published by:Debalina Datta
- news18 bangla
- Written by:ABIR GHOSHAL
Last Updated:
Manipur Violence: ইতিমধ্যে রাজ্যটির জন্য মহারাষ্ট্র থেকে পিঁয়াজ, পশ্চিমবঙ্গ থেকে আলু ও অসম থেকে এফএমসিজি সামগ্রী বুক করা হয়েছে।
আগরতলা: মণিপুরে অত্যাবশ্যকীয় সামগ্রীর নিরবচ্ছিন্ন সরবরাহের জন্য
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের তরফে একাধিক পদক্ষেপ গ্রহণ করা হয়েছে৷ মণিপুরে বর্তমানের আইন-শৃঙ্খলাজনিত পরিস্থিতির পরিপ্রেক্ষিতে অত্যাবশ্যকীয় সামগ্রীর চলাচল সম্পূর্ণরূপে বন্ধ হয়ে গেছে।
রাজ্য সরকারের সহযোগিতায় মণিপুরে অত্যাবশ্যকীয় সামগ্রী ও অন্যান্য খাদ্য দ্রব্য পরিবহণের জন্য উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের পক্ষ থেকে পদক্ষেপ নেওয়া হয়েছে। মণিপুরে এন. এফ. রেলওয়ের অধীনে অবস্থিত খংসাং রেলওয়ে স্টেশনটি লোডিং ও আনলোডিঙের জন্য খোলা হয়েছে। জিরিবাম-ইম্ফল নতুন লাইন প্রকল্পের খংসাং রেলওয়ে স্টেশনটি সর্বশেষ স্টেচন, যা ২০২২ সালে চালু করা হয়েছে। মণিপুরে আইন-শৃঙ্খলাজনিত পরিস্থিতির জন্য এই লাইনটি স্থগিত করে রাখা হয়েছিল।
advertisement
advertisement
রেলওয়ের মাধ্যমে পণ্যসামগ্রী বুক করার জন্য মণিপুর ভিত্তিক ব্যবসায়ীদের সুবিধার্থে একজন মার্কেটিং ইন্সপেক্টরকে বিশেষভাবে নিয়োজিত করা হয়েছে। ব্যবসায়ীদের যে কোনও জিজ্ঞাসার জন্য ওই মার্কেটিং ইন্সপেক্টর দিনরাত চব্বিশ ঘণ্টা উপলব্ধ রয়েছেন। সমগ্র মণিপুর ভিত্তিক ব্যবসায়ীরা এখন খংসাং রেলওয়ে স্টেশন থেকে অত্যাবশ্যকীয় সামগ্রীর বুকিংয়ের সুবিধা লাভ করতে পারবেন। খংসাং গুডস শেডটি দৈনিক ভিত্তিতে ০৬.০০ ঘণ্টা থেকে ১৬.০০ ঘণ্টা পর্যন্ত পরিচালনা করা হচ্ছে। রাজ্যটির জন্য বিশেষ বিবেচনার অধীনে বর্তমান সময়ে মণিপুরের জন্য ওয়াগনের পিচমিল বুকিং ব্যবস্থার অনুমতি দেওয়া হয়েছে।
advertisement
আরও পড়ুন – Manik Saha: ২০২৪ লোকসভা ভোটে বড় ফ্যাক্টর নর্থইস্ট, মোদির প্রকল্পের বিবরণ নিয়ে জনগণের কাছে হাজির মানিক সাহা
ইতিমধ্যে রাজ্যটির জন্য মহারাষ্ট্র থেকে পিঁয়াজ, পশ্চিমবঙ্গ থেকে আলু ও অসম থেকে এফএমসিজি সামগ্রী বুক করা হয়েছে।
উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ের মুখ্য জনসংযোগ আধিকারিক সব্যসাচী দে জানিয়েছেন, তাদের দ্বারা গৃহীত পদক্ষেপগুলি বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে মণিপুরের মানুষের জন্য এক বৃহৎ সহায়ক হবে বলে প্রত্যাশা করা হচ্ছে। সংশ্লিষ্ট মার্কেটিং ইন্সপেক্টরের সাথে ৬০০০৩৮৮৪৩৯ নম্বরের মাধ্যমে যোগাযোগ করা যেতে পারে। এই জটিল পরিস্থিতিতে উত্তর পূর্ব সীমান্ত রেলওয়ে মণিপুরকে সম্ভাব্য সমস্ত ধরনের সহযোগিতা করতে প্রতিশ্রুতিবদ্ধ।
advertisement
Abir Ghosal
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
July 18, 2023 9:23 AM IST