Manipur terror attack: ভোট মিটতেই অশান্ত মণিপুর! সিআরপিএফ শিবিরে জঙ্গিদের বেপরোয়া গুলি, মৃত ২ জওয়ান

Last Updated:

গত বছর শুরু হওয়া মণিপুর হিংসার বর্ষপূর্তি আর ঠিক ছ দিন পরে৷ তার আগে কুকি জঙ্গিদের এই হামলা যথেষ্টই তাৎপর্যপূর্ণ৷

প্রতীকী ছবি, পিটিআই৷
প্রতীকী ছবি, পিটিআই৷
ইম্ফল: দ্বিতীয় দফার লোকসভা নির্বাচনের পরদিনই ফের অশান্ত মণিপুর৷ কেন্দ্রীয় আধা সামরিক বাহিনীর উপরে কুকি জঙ্গিদের অতর্কিত হামলায় প্রাণ হারালেন দুই সিআরপিএফ জওয়ান৷ আহত হয়েছেন আরও দুই জওয়ান৷ এ দিন ভোররাতে মণিপুরের বিষ্ণুপুর জেলার নারানসেইনা গ্রামে এই ঘটনা ঘটে৷ হামলাকারী জঙ্গিদের খুঁজে বের করতে জোরদার তল্লাশি অভিযান শুরু করেছে নিরাপত্তা বাহিনী৷
জানা গিয়েছে, একটি পাহাড়ের উপর থেকে সিআরপিএফ জওয়ানদের পোস্ট লক্ষ্য করে এলোপাথাড়ি গুলি চালাতে শুরু করে জঙ্গিরা৷ পাল্টাা জবাব দিতে থাকে আধা সামরিক বাহিনীর জওয়ানরাও৷ তখনই আগে থেকেই জওয়ানদের পোস্টের কাছে বোমা বিস্ফোরণ ঘটায় জঙ্গিরা৷ এতেই গুরুতর আহত হন আধা সামরিক বাহিনীর জওয়ানরা৷ দ্রুত তাঁদের চিকিৎসার ব্যবস্থা করা হলেও মৃত্যু হয় দুই আহত জওয়ানের৷ আরও দু জন জওয়ান চিকিৎসাধীন রয়েছেন৷
advertisement
advertisement
সূত্রের খবর, গত বছর শুরু হওয়া মণিপুর হিংসার বর্ষপূর্তি আর ঠিক ছ দিন পরে৷ তার আগে কুকি জঙ্গিদের এই হামলা যথেষ্টই তাৎপর্যপূর্ণ৷ পুলিশ মনে করছে, আগামী কয়েকদিনে নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে এই ধরনের হামলা আরও বাড়তে পারে৷
advertisement
জানা গিয়েছে, মৃত দুই সিআরপিএফ জওয়ান হলেন সাব ইন্সপেক্টর এন সরকার এবং হেড কনস্টেবল অরূপ সাইনি৷ আহত দু জনের নাম ইন্সপেক্টর যাদব দাস এবং কনস্টেবল আফতাব দাস৷
নির্বাচনের ডিউটির পর ইন্ডিয়ান রিজার্ভ ব্যাটেলিয়নের একটি ক্যাম্পে সিআরপিএফ জওয়ানদের থাকার ব্যবস্থা করা হয়েছিল৷ গতকাল ওই শিবির লক্ষ্য করেই রাত সাড়ে ১২টা নাগাদ হামলা চালায় জঙ্গিরা৷ রাত প্রায় ২.১৫ পর্যন্ত গুলি বর্ষণ করতে থাকে তারা৷ প্রাথমিক ধাক্কা সামলে জবাব দিতে থাকে জওয়ানরাও৷ তখনই সেনা ছাউনি লক্ষ্য করে বোমা ছুড়তে শুরু করে জঙ্গিরা৷ তার মধ্যে একটি বোমা সেনা শিবির চত্বরেই ফাটে৷
বাংলা খবর/ খবর/দেশ/
Manipur terror attack: ভোট মিটতেই অশান্ত মণিপুর! সিআরপিএফ শিবিরে জঙ্গিদের বেপরোয়া গুলি, মৃত ২ জওয়ান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement