Garia Beleghata metro: বাইপাসের জ্যাম এড়িয়ে মেট্রোয় গড়িয়া থেকে বেলেঘাটা! আজ থেকেই ট্রায়াল রান

Last Updated:

ইতিমধ্য়েই পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা। রুবি থেকে এই অংশের মেট্রো পরিষেবা বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারণের জন্য শুরু হল তৎপরতা।

ফাইল ছবি৷
ফাইল ছবি৷
কলকাতা: আজ থেকে বেলেঘাটা থেকে রুবি পর্যন্ত মেট্রো রেলের ট্রায়াল রান চলবে। এই অংশে ইতিমধ্যেই পরিদর্শন সেরে গিয়েছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। বেশ কিছু বদলের কথা জানিয়ে ছিলেন। সেই পরামর্শ মেনে এবার পাকাপাকি ভাবে শুরু হচ্ছে সেই ট্রায়াল রান।
ইতিমধ্য়েই পরীক্ষামূলকভাবে শুরু হয়েছে নিউ গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো পরিষেবা। রুবি থেকে এই অংশের মেট্রো পরিষেবা বেলেঘাটা পর্যন্ত সম্প্রসারণের জন্য শুরু হল তৎপরতা। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত অংশ মেট্রোর অরেঞ্জ লাইন। এই অংশের দূরত্ব প্রায় ৩০ কিলোমিটার। বেলেঘাটা পর্যন্ত এই অংশের মেট্রোর কাজ ইতিমধ্য়েই শেষ হয়েছে।
advertisement
advertisement
মেট্রো রেল সূত্রের খবর, মেট্রোর ট্রায়াল রান, সিগন্যাল সহ বিভিন্নরকম সুরক্ষা সংক্রান্ত পরীক্ষা চালানো হচ্ছে।হেমন্ত মুখোপাধ্যায় (রুবি) থেকে বেলেঘাটা পর্যন্ত মোট মেট্রো স্টেশনের সংখ্যা হল পাঁচ (রুবি ও বেলেঘাটাকে ধরে)। রুবি ছাড়লেই প্রথম মেট্রো স্টেশন হল ভিআইপি বাজার। তারপর আসবে ঋত্বিক ঘটক মেট্রো স্টেশন। তারপর বরুণ সেনগুপ্ত মেট্রো স্টেশন পড়বে। যা সায়েন্স সিটি এলাকায় অবস্থিত। সায়েন্স সিটির পরই আসবে বেলেঘাটা মেট্রো স্টেশন।
advertisement
দীর্ঘদিন ধরেই গড়িয়া থেকে বিমানবন্দর পর্যন্ত মেট্রো রেলের কাজ চলছে৷ এর মধ্যে বাইপাসের উপরে গড়িয়া থেকে রুবি পর্যন্ত মেট্রো চলাচল শুরু হয়ে গিয়েছে। এই মেট্রো পরিষেবাকে আরও বাড়ানোর জন্য উদ্যোগ বেশ কয়েক মাস ধরে নেওয়া হচ্ছিল। অবশেষে রুবি থেকে মেট্রো সম্প্রসারিত হয়ে বেলেঘাটা পর্যন্ত নিয়ে আসার কাজ প্রায় শেষের পথে৷
advertisement
যদি গড়িয়া থেকে বেলেঘাটা অবধি মেট্রো চলাচল করে, তাহলে যাত্রী সংখ্যা আরও বেড়ে যাবে৷ এই অংশে লাইন সহ পরিকাঠামোর কাজ পরিদর্শন করে গিয়েছেন কমিশনার অফ রেলওয়ে সেফটি। বেশ কয়েকটি জায়গায় তাদের রিপোর্ট দেওয়া হয়েছিল। সেই সব পরিস্থিতি পুরোপুরি যাচাই করে আপাতত সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যত দ্রুত সম্ভব এই অংশে যাত্রী পরিষেবা শুরু করা হবে৷ তাই আজ থেকে পুরোমাত্রায় চলবে ট্রায়াল রান৷
view comments
বাংলা খবর/ খবর/কলকাতা/
Garia Beleghata metro: বাইপাসের জ্যাম এড়িয়ে মেট্রোয় গড়িয়া থেকে বেলেঘাটা! আজ থেকেই ট্রায়াল রান
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement