Uttarpradesh News: ব্যস্ত রাস্তায় 'মৃত' সেজে রিলস! ভাইরাল হতে গিয়ে যুবকের ঠাঁই হল শ্রীঘরে! উত্তরপ্রদেশের ভিডিও ভাইরাল

Last Updated:

ভিডিওতে দেখা যাচ্ছে, ভিডিওটি শুরু হচ্ছে মুকেশের মুখের কাছ থেকে, এরপরেই দেখা যায় নাকে তুলো গোঁজা ও গলায় ফুলের মালা পরা অবস্থায় 'মৃতদেহের' মতন একটি লাল শতরঞ্চির শুয়ে আছেন মুকেশ। ভিডিও আর একটু এগোলে দেখা যায়, মুকেশ শুয়ে আছে কাসগঞ্জের ব্যস্ত রাস্তায়।

এই ভাবেই মাঝরাস্তায় মৃত সেজে শুয়ে ছিলেন মুকেশ। picture courtesy- X
এই ভাবেই মাঝরাস্তায় মৃত সেজে শুয়ে ছিলেন মুকেশ। picture courtesy- X
লখনউ: উত্তরপ্রদেশের এক ব্যক্তি মৃত্যুর ‘নাটক’ করায় তাঁকে গ্রেফতার করল পুলিশ। অভিযোগ, মুকেশ কুমার নামে ওই ব্যক্তি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হতে চেয়েছিলেন। সেই জন্যই উত্তরপ্রদেশের কাসগঞ্জের এক ব্যস্ত রাস্তায় ভরদুপুরে ‘মৃত’ সেজে শুয়ে ছিলেন তিনি। সেই দৃশ্যই ইন্সটাগ্রামের জন্য ক্যামেরাবন্দি করছিলেন তাঁরই এক বন্ধু।
সোশ্যাল মিডিয়ায় সেই ভিডিও সামনে আসতেই মুকেশকে গ্রেফতার করে পুলিশ।
ভিডিওতে দেখা যাচ্ছে, ভিডিওটি শুরু হচ্ছে মুকেশের মুখের কাছ থেকে, এরপরেই দেখা যায় নাকে তুলো গোঁজা ও গলায় ফুলের মালা পরা অবস্থায় ‘মৃতদেহের’ মতন একটি লাল শতরঞ্চির শুয়ে আছেন মুকেশ। ভিডিও আর একটু এগোলে দেখা যায়, মুকেশ শুয়ে আছে কাসগঞ্জের ব্যস্ত রাস্তায়।
advertisement
advertisement
advertisement
চারপাশ দিয়ে বয়ে চলেছে গাড়ির স্রোত। কোনও গাড়ি যাতে মুকেশকে ধাক্কা না মারে সেই জন্য আবার একটি পুলিশ ব্যারিকেডও সামনে আটকানো হয়েছে। এর কিছু পরেই, নিজের নাকের তুলো সরিয়ে প্রাণ ফিরে পান মুকেশ। উঠে বসেন তিনি। এই ঘটনায় রীতিমত ক্ষুব্ধ হয়েছেন নেটাগরিকরা। তাঁরা মন্তব্য করে জানিয়েছেন এখনকার যুগে মানুষ কিছু করে ভাইরাল হওয়ার জন্য কোন পর্যায় নামতে পারে, এই ভিডিওই তাঁর প্রমাণ।
advertisement
এই ভিডিও সামনে আসার পরেই মুকেশকে ডেকে পাঠিয়ে আটক করে পুলিশ। সোশ্যাল মিডিয়ায় এই ভিডিও ভাইরাল হওয়ার পরেই তা নজর আসে উত্তরপ্রদেশ পুলিশের। এরপরেই এই গ্রেফতার।
বাংলা খবর/ খবর/দেশ/
Uttarpradesh News: ব্যস্ত রাস্তায় 'মৃত' সেজে রিলস! ভাইরাল হতে গিয়ে যুবকের ঠাঁই হল শ্রীঘরে! উত্তরপ্রদেশের ভিডিও ভাইরাল
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement