Bihar News: জন্মানোর কুড়ি ঘণ্টার মধ্যেই চুরি গেল শিশু! বিহারের সরকারি হাসপাতালের ঘটনায় চাঞ্চল্য, ভাইরাল সিসিটিভি ফুটেজ...
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
সূত্রের খবর গত শনিবার রাত ১০টা বেজে ৩০মিনিট নাগাদ ওই শিশুটির জন্ম দেন লোহিয়া নগরের বাসিন্দা নন্দিনী দেবী। রবিবার, যখন ওই পরিবারের লোকজন হাসপাতালে সদ্যোজাতকে দেখতে আসেন, তখনই তাঁদের ব্যাপারটি নজরে আসে। নন্দিনী দেবীর স্বামী অভিযোগ জানান, তিনি তাঁর সদ্যোজাতকে শেষবার দেখতে পেয়েছিলেন রবিবার দুপুর ২টো নাগাদ।
পাটনা: বিহারে ফের শিশু চুরির ঘটনা ঘটল, গোটা ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। রবিবার, এক সদ্যোজাতকে বিহারের বেগুসরাই জেলা হাসপাতাল থেকে চুরির অভিযোগ ওঠে। শিশু ভূমিষ্ঠ হওয়ার কুড়ি ঘণ্টার মধ্যেই চুরি যাওয়ার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সেই শিশু চুরির ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ফুটেজ।
Why is there no #hospital staff in the #children’s ward to take care of and monitor them?
Bihar: Live video of a newborn baby being stolen from #Begusarai Sadar Hospital…
A shocking incident has come to light from Begusarai, Bihar, where a newborn baby was stolen from the SNCU… pic.twitter.com/ZQ9r3jKd9y
— Akassh Ashok Gupta (@peepoye_) September 16, 2024
advertisement
advertisement
ওই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এক বয়স্ক মহিলা বেগুসরাইয়ের সদর হাসপাতালে স্পেশাল নিউবর্ণ কেয়ার ইউনিট (এনসিইউ) নির্দ্বিধায় ঢুকে পড়ছেন। এরপরেই তিনি ওই শিশুপুত্রকে একটি চাদরে জড়িয়ে নিয়ে ওই চত্বর ছেড়ে চলে যান।
advertisement
সূত্রের খবর গত শনিবার রাত ১০টা বেজে ৩০মিনিট নাগাদ ওই শিশুটির জন্ম দেন লোহিয়া নগরের বাসিন্দা নন্দিনী দেবী। রবিবার, যখন ওই পরিবারের লোকজন হাসপাতালে সদ্যোজাতকে দেখতে আসেন, তখনই তাঁদের ব্যাপারটি নজরে আসে। নন্দিনী দেবীর স্বামী অভিযোগ জানান, তিনি তাঁর সদ্যোজাতকে শেষবার দেখতে পেয়েছিলেন রবিবার দুপুর ২টো নাগাদ। কিন্তু, শিশুটিকে কিছুতেই তাঁর হাতে দেওয়া হয়নি বলে জানান তিনি। এরপরেই তিনি হাসপাতালে পৌঁছে তাঁর স্ত্রীকে জানান। কিন্তু, নার্স কিছুতেই তাঁদের শিশুকে পরিবারের হাতে তুলে দেয়নি। আর, রবিবার রাত থেকেই নিখোঁজ হয়ে যায় শিশুটি।
advertisement
এই ঘটনার প্রেক্ষিতে, ওই হাসপাতালের ডাক্তার প্রমোদ কুমার সিং বলেন, “অনেক মানুষ হাসপাতাল চত্বরে আসেন। তাঁদের মধ্যে থেকে কে শিশুটির মা বা পরিবারের সদস্য তা বোঝা কঠিন।”
প্রথমদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায় এখনও কোনও সদুত্তর দিতে পারেনি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরেই গোটা ঘটনা সামনে আসে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 16, 2024 5:57 PM IST