Bihar News: জন্মানোর কুড়ি ঘণ্টার মধ্যেই চুরি গেল শিশু! বিহারের সরকারি হাসপাতালের ঘটনায় চাঞ্চল্য, ভাইরাল সিসিটিভি ফুটেজ...

Last Updated:

সূত্রের খবর গত শনিবার রাত ১০টা বেজে ৩০মিনিট নাগাদ ওই শিশুটির জন্ম দেন লোহিয়া নগরের বাসিন্দা নন্দিনী দেবী। রবিবার, যখন ওই পরিবারের লোকজন হাসপাতালে সদ্যোজাতকে দেখতে আসেন, তখনই তাঁদের ব্যাপারটি নজরে আসে। নন্দিনী দেবীর স্বামী অভিযোগ জানান, তিনি তাঁর সদ্যোজাতকে শেষবার দেখতে পেয়েছিলেন রবিবার দুপুর ২টো নাগাদ।

শিশু চুরির সেই মুহূর্ত। picture courtesy- X
শিশু চুরির সেই মুহূর্ত। picture courtesy- X
পাটনা: বিহারে ফের শিশু চুরির ঘটনা ঘটল, গোটা ঘটনা ধরা পড়ল সিসিটিভি ক্যামেরায়। রবিবার, এক সদ্যোজাতকে বিহারের বেগুসরাই জেলা হাসপাতাল থেকে চুরির অভিযোগ ওঠে। শিশু ভূমিষ্ঠ হওয়ার কুড়ি ঘণ্টার মধ্যেই চুরি যাওয়ার ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই হাসপাতালের সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে সেই শিশু চুরির ঘটনা। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ফুটেজ।
advertisement
advertisement
ওই সিসিটিভি ফুটেজে দেখা যাচ্ছে, এক বয়স্ক মহিলা বেগুসরাইয়ের সদর হাসপাতালে স্পেশাল নিউবর্ণ কেয়ার ইউনিট (এনসিইউ) নির্দ্বিধায় ঢুকে পড়ছেন। এরপরেই তিনি ওই শিশুপুত্রকে একটি চাদরে জড়িয়ে নিয়ে ওই চত্বর ছেড়ে চলে যান।
advertisement
সূত্রের খবর গত শনিবার রাত ১০টা বেজে ৩০মিনিট নাগাদ ওই শিশুটির জন্ম দেন লোহিয়া নগরের বাসিন্দা নন্দিনী দেবী। রবিবার, যখন ওই পরিবারের লোকজন হাসপাতালে সদ্যোজাতকে দেখতে আসেন, তখনই তাঁদের ব্যাপারটি নজরে আসে। নন্দিনী দেবীর স্বামী অভিযোগ জানান, তিনি তাঁর সদ্যোজাতকে শেষবার দেখতে পেয়েছিলেন রবিবার দুপুর ২টো নাগাদ। কিন্তু, শিশুটিকে কিছুতেই তাঁর হাতে দেওয়া হয়নি বলে জানান তিনি। এরপরেই তিনি হাসপাতালে পৌঁছে তাঁর স্ত্রীকে জানান। কিন্তু, নার্স কিছুতেই তাঁদের শিশুকে পরিবারের হাতে তুলে দেয়নি। আর, রবিবার রাত থেকেই নিখোঁজ হয়ে যায় শিশুটি।
advertisement
এই ঘটনার প্রেক্ষিতে, ওই হাসপাতালের ডাক্তার প্রমোদ কুমার সিং বলেন, “অনেক মানুষ হাসপাতাল চত্বরে আসেন। তাঁদের মধ্যে থেকে কে শিশুটির মা বা পরিবারের সদস্য তা বোঝা কঠিন।”
প্রথমদিকে, হাসপাতাল কর্তৃপক্ষ এই ঘটনায় এখনও কোনও সদুত্তর দিতে পারেনি। সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখার পরেই গোটা ঘটনা সামনে আসে।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Bihar News: জন্মানোর কুড়ি ঘণ্টার মধ্যেই চুরি গেল শিশু! বিহারের সরকারি হাসপাতালের ঘটনায় চাঞ্চল্য, ভাইরাল সিসিটিভি ফুটেজ...
Next Article
advertisement
Maharashtra Doctor Death Update: কী চলত সরকারি হাসপাতালে, কেন নিজেকে শেষ করে দিলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? বিরাট কেলেঙ্কারি ফাঁস
কী চলত সরকারি হাসপাতালে,কেন নিজেকে শেষ করলেন মহারাষ্ট্রের তরুণী চিকিৎসক? কেলেঙ্কারি ফাঁস
  • মহারাষ্ট্রে তরুণী চিকিৎসকের আত্মহত্যার ঘটনায় এবার চাঞ্চল্যকর অভিযোগ তুলল নির্যাতিতার পরিবার৷ মৃতার এক সম্পর্কিত ভাইয়ের অভিযোগ, ওই চিকিৎসককে ময়নাতদন্তের ভুয়ো রিপোর্ট তৈরি করতে বাধ্য করা হত৷

VIEW MORE
advertisement
advertisement