Agra News: স্নান করেন না স্বামী, গন্ধে অতিষ্ঠ হয়ে বিবাহ বিচ্ছেদ চাইলেন স্ত্রী! তারপর কী হল? আগ্রার ঘটনা শুনলে অবাক হবেন আপনিও...
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
পরিচ্ছন্নতার অভিযোগ তুলে তিনি তাঁর স্বামী রাজেশের থেকে বিবাহ বিচ্ছেদের আর্জি জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মহিলা জানিয়েছেন, তাঁর স্বামী মাসে এক বা দুই বার স্নান করেন। এই ঘটনাই তাঁদের সম্পর্কে অবনতি ঘটায় বলে জানান ওই মহিলা। বহুবার পরিস্কার পরিচ্ছন্ন থাকার কথা বললেও রাজেশ তাতে কর্ণপাত না করায় তিনি তাঁর বাবা মায়ের কাছে চলে যান। এরপরেই নিকটবর্তী থানায় গিয়ে ওই মহিলা বিবাহ বিচ্ছেদের আর্জি জানান।
আগ্রা: এক অদ্ভুত অভিযোগে স্বামীর থেকে বিবাহ বিচ্ছেদের জন্য আর্জি জানালেন আগ্রার এক মহিলা। মাত্র ৪০ দিনের বিবাহিত জীবন কাটানোর পরেই তাঁর স্বামীর থেকে বিবাহ বিচ্ছেদের আর্জি জানিয়েছেন এই মহিলা।
পরিচ্ছন্নতার অভিযোগ তুলে তিনি তাঁর স্বামী রাজেশের থেকে বিবাহ বিচ্ছেদের আর্জি জানিয়েছেন। নাম প্রকাশে অনিচ্ছুক ওই মহিলা জানিয়েছেন, তাঁর স্বামী মাসে এক বা দুই বার স্নান করেন।
advertisement
তাঁর এই স্নান না করার ফলে দুর্গন্ধে টেকা দায় হয়ে উঠেছে তাঁর পক্ষে সে কথা মাথায় রেখেই তিনি বিবাহ বিচ্ছেদের আর্জি জানিয়েছেন। সংবাদসংস্থা সূত্রে খবর, রাজেশ জানান তিনি শরীর শোধন করার জন্য সপ্তাহে এক দিন তিনি গঙ্গাজল দিয়ে স্নান সারেন। বিগত ৪০ দিনে স্ত্রীর জোরাজুরি করার পরে তিনি মোট ছয়বার স্নান করেন। এই ঘটনাই তাঁদের সম্পর্কে অবনতি ঘটায় বলে জানান ওই মহিলা। বহুবার পরিস্কার পরিচ্ছন্ন থাকার কথা বললেও রাজেশ তাতে কর্ণপাত না করায় তিনি তাঁর বাবা মায়ের কাছে চলে যান। এরপরেই নিকটবর্তী থানায় গিয়ে ওই মহিলা বিবাহ বিচ্ছেদের আর্জি জানান।
advertisement
ওই মহিলাকে আগ্রার ফ্যামিলি কাউন্সিলিং সেন্টারে পাঠানো হয়। রাজেশকেও ডেকে পাঠানো হয়। সেখানে রাজেশ প্রতিশ্রুতি দেয় যে সে পরিস্কার পরিচ্ছন্ন থাকবে এবং প্রতিদিন স্নান করবে। কিন্তু, ওই মহিলা আর রাজেশের কাছে ফিরতে রাজি হননি। ওই দম্পতিকে ফের আগামী ২২শে সেপ্টেম্বর কাউন্সিলিং-এর জন্য তলব করা হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,Kolkata,West Bengal
First Published :
September 16, 2024 6:41 PM IST