Man Makes Vehicle From Scrap: কিক মারলেই স্টার্ট জিপ, পুরনো পার্টস দিয়ে চারচাকা বানালেন এই ব্যক্তি
- Published by:Suman Majumder
- news18 bangla
Last Updated:
Man Makes Vehicle From Scrap: পুরনো পার্টস দিয়ে বানিয়ে ফেললেন জিপ। স্টার্ট হয় কিক মেরে। এই ব্যক্তির অদ্ভুত আবিষ্কারের ভিডিও শেয়ার করলেন আনন্দ মাহিন্দ্রা।
#নয়াদিল্লি: অনেকেই বলেন, এদেশে প্রতিভার অভাব নেই। কথাটা হয়তো মিথ্যে নয়। দেশের সুপরিচিত শিল্পপতি আনন্দ মাহিন্দ্রা প্রায় প্রতিদিনই তাঁর টুইটার অ্যাকাউন্টে কিছু ভিডিও বা পোস্ট শেয়ার করেন। সেগুলি হয় অনুপ্রেরণামূলক বা মজার। তিনি তাঁর পেজে ফলোয়ারদের জন্য ভিডিও শেয়ার করতেও ভোলেন না। আনন্দ মাহিন্দ্রা, যিনি সব সময় তাঁর ভক্তদের বিনোদন দিতে চান, তিনি এবার আরেকটি পোস্ট শেয়ার করেছেন। সেই ভিডিওতে এক ব্যক্তিকে কিক মেরে জিপ স্টার্ট করতে দেখা যাচ্ছে।
আরও পড়ুন- তপ্ত পথে হেঁটে দু’টি পা ক্ষতবিক্ষত, দৃষ্টিহীন হস্তিনী চিকিৎসাধীন হাসপাতালে
ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়-
আপনি অবশ্যই বাইক কিক-স্টার্ট করতে দেখেছেন। তবে জিপ কিক-স্টার্ট করতে কখনও কি দেখেছেন! আনন্দ মাহিন্দ্রার শেয়ার করা ভিডিওতে দেখা যাচ্ছে, এক ব্যক্তি কিক মেরে জিপ স্টার্ট করছেন। সেই ব্যক্তি পুরনো পার্টস দিয়ে সেই জিপ তৈরি করেছেন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে সেই ভিডিও। আনন্দ মাহিন্দ্রা তার অফিসিয়াল টুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছেন সেই ভিডিও। আনন্দ মাহিন্দ্রা লিখেছেন, ''আমাদের অনুপ্রাণিত করার জন্য এই ব্যক্তির সৃষ্টি MahindraResearchValley-তে প্রদর্শিত হতে পারে। কম সম্পদে বেশি কিছু সৃষ্টি করাই আসল সৃজনশীলতা। আমি এই ধরণের কাজ আরও বেশি করে শেয়ার করব।''
advertisement
advertisement
জানা গিয়েছে, পুরনো মোটরসাইকেলের ইঞ্জিন লাগানো হয়েছে সেই জিপে। বেশিরভাগ পার্টস পুরনো গাড়ি থেকে ওজন দরে কিনেছিলেন ওই ব্যক্তি। এমন একটি আশ্চর্য জিপ বানাতে তাঁর সাকুল্যে ৫০-৬০ হাজার টাকা খরচ হয়েছে। সেই জিপের ভিডিও দেখার পর আনন্দ মাহিন্দ্রাও চমকে গিয়েছেন। এখও পর্যন্ত এই ভিডিও দেখেছেন ১ লাখ ৬৯ হাজারের বেশি মানুষ। ১০ হাজারেরও বেশি মানুষ এই ভিডিওটি লাইক করেছেন। হাজার জনেরও বেশি মানুষ রিটুইট করেছেন।
advertisement
Local authorities will sooner or later stop him from plying the vehicle since it flouts regulations. I’ll personally offer him a Bolero in exchange. His creation can be displayed at MahindraResearchValley to inspire us, since ‘resourcefulness’ means doing more with less resources https://t.co/mibZTGjMPp
— anand mahindra (@anandmahindra) December 22, 2021
advertisement
এর আগেও এমনই অনেক চমকে দেওয়ার মতো ভিডিও শেয়ার করেছেন আনন্দ মাহিন্দ্রা। আশ্চর্য আবিষ্কারের জন্য অনেককেই পুরষ্কৃত করেছেন তিনি। এবারও এই ব্য়ক্তির জন্য পুরষ্কারের কথা ঘোষণা করতে ভুললেন না তিনি।
Location :
First Published :
December 23, 2021 7:15 PM IST