Uttar Pradesh murder: মা-স্ত্রীকে খুন, তিন সন্তানকে ছাদ থেকে ফেলে হত্যা! উত্তরপ্রদেশে নিজের বাড়িতেই হত্যালীলা যুবকের
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে, বাকি দেহগুলির মধ্যে একমাত্র ৬ বছরের অদ্ভিক জীবিত রয়েছে৷
যে ব্যক্তি এই হত্যালীলা চালিয়েছেন, তাঁর নাম অনুরাগ সিং (৪২)৷ জানা গিয়েছে, নিজের ৬৫ বছর বয়সি মা-কে প্রথমে গুলি করে খুন করেন ওই ব্যক্তি৷ এর পর হাতুড়়ি দিয়ে নিজের স্ত্রী প্রিয়াঙ্কাকে (৪০) আঘাত করে হত্যা করেন তিনি৷ তার পর নিজের অশ্বিনী (১২), অর্ণা (৯) এবং অদ্ভিক (৬) বছর বয়সি তিন সন্তানকে বাড়ির ছাদ থেকে ছুড়ে ফেলে খুন করেন তিনি৷ শেষ পর্যন্ত নিজেও আত্মঘাতী হন তিনি৷
advertisement
advertisement
কিন্তু কেন নিজের পরিবারের সদস্যদেরই এ ভাবে শেষ করে দিলেন অনুরাগ? এনডিটিভি-তে প্রকাশিত প্রতিবেদন অনুযায়ী, অনুরাগ মাদকাসক্ত এবং নেশাগ্রস্ত ছিলেন৷ অনেক দিন ধরেই তাঁকে নেশামুক্তি কেন্দ্রে পাঠানোর চেষ্টা করছিলেন তাঁর পরিবারের সদস্যরা৷ কিন্তু রাজি ছিলেন না অনুরাগ৷ তাঁর মানসিক সমস্যাও ছিলেন বলে খবর৷
advertisement
এ দিন সকালেও মদ্যপ অবস্থায় ছিলেন অনুরাগ৷ তখনই নেশামুক্তি কেন্দ্রে পাঠানো নিয়ে ফের তাঁর সঙ্গে পরিবারের সদস্যদের বাদানুবাদ হয়৷ এর পরই শুরু হয় অনুরাগের তাণ্ডব৷ মা, স্ত্রী এবং তিন সন্তানকে হত্যা করার পর নিজেকেও গুলি করেন অনুরাগ৷
ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে, বাকি দেহগুলির মধ্যে একমাত্র ৬ বছরের অদ্ভিক জীবিত রয়েছে৷ কিন্তু তাকে উদ্ধার করে লখনউ ট্রমা কেয়ার সেন্টারে নিয়ে গেলেও চিকিৎসকরা শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন৷ ঘটনার খবর ছড়িয়ে পড়তেই গ্রামবাসীরা ওই বাড়ির সামনে ভিড় জমায়৷ দেহগুলি ময়নাতদন্তে পাঠিয়ে ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
May 11, 2024 1:22 PM IST