Accident: বিয়েবাড়ি থেকে ফেরার পথেই সব শেষ! পুরুলিয়ায় টোটোয় ধাক্কা বেপরোয়া লরির, মৃত ৫

Last Updated:

এই দুর্ঘটনার পরই পুরুলিয়া- বরাকর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা৷

দুর্ঘটনাগ্রস্ত টোটো৷
দুর্ঘটনাগ্রস্ত টোটো৷
ইন্দ্রজিৎ মণ্ডল, পুরুলিয়া: যাত্রীভর্তি টোটোয় ধাক্কা বেপরোয়া লরির৷ পুরুলিয়ায় মর্মান্তিক পথ দুর্ঘটনার বলি হলেন ৫ জন৷ আহত আরও ১১৷ এই পথ দুর্ঘটনাকে কেন্দ্র করে শুক্রবার রাতে তুমুল উত্তেজনা ছড়ায় পুরুলিয়ার নিতুরিয়া থানা এলাকায়৷
স্থানীয় সূত্রে খবর, গতকাল রাত দশটা নাগাদ একটি বিয়ে বাড়ি থেকে টোটো চেপে ফিরছিলেন কয়েকজন৷ সেই সময় পুরুলিয়া বরাকর রাজ্য সড়কের উপরে ভামুরিয়া মোড়ের কাছে একটি লরি নিয়ন্ত্রণ হারিয়ে ওই টোটোয় ধাক্কা মারে৷ ঘটনাস্থলেই টোটোয় থাকা ৫ জনের মৃত্যু হয়৷ মৃতদের মধ্যে ৩ জন মহিলা এবং দু জন পুরুষ৷
advertisement
advertisement
টোটোয় ধাক্কা মারার পর পালিয়ে যাওয়ার চেষ্টা করে লরিটি৷ সেই সময় পথচারী আরও বেশ কয়েকজনকে ধাক্কা মারে বলে অভিযোগ৷ শেষ পর্যন্ত অবশ্য ঘাতক লরি এবং চালককে ধরে ফেলেন স্থানীয়রা৷ ক্ষুব্ধ জনতা বেশ কয়েকটি গাড়িতেও ভাঙচুর চালায়৷
এই দুর্ঘটনার পরই পুরুলিয়া- বরাকর রাজ্য সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকেন স্থানীয় বাসিন্দারা৷ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় নিতুরিয়া, রঘুনাথপুর এবং সাঁতুড়ি থানার পুলিশ৷ পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে যান পুরুলিয়ার অতিরিক্ত পুলিশ সুপার৷ মৃতদেহগুলি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায় পুলিশ৷ আহতদের দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ প্রায় দু ঘণ্টা ধরে পুরুলিয়া- বরাকর রাজ্য সড়ক অবরোধ করে রাখে ক্ষুব্ধ জনতা৷ শেষ পর্যন্ত পুলিশের পক্ষ থেকে দুর্ঘটনা কমাতে ওই এলাকায় উপযুক্ত ব্যবস্থা নেওয়ার আশ্বাস মেলার পর অবরোধ তুলে নেওয়া হয়৷ জানা গিয়েছে, মৃতরা ওই এলাকারই বাসিন্দা৷ একটি বিয়ে বাড়ি থেকে টোটো ভাড়া করে ফিরছিলেন তাঁরা৷
view comments
বাংলা খবর/ খবর/দক্ষিণবঙ্গ/
Accident: বিয়েবাড়ি থেকে ফেরার পথেই সব শেষ! পুরুলিয়ায় টোটোয় ধাক্কা বেপরোয়া লরির, মৃত ৫
Next Article
advertisement
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? কড়া নির্দেশ মুখ্যমন্ত্রীর
হাসপাতালে আসছে বড় বদল! আইডি ইউনিফর্ম ছাড়া ঢোকা যাবে না, আর কী কী? জেনে নিন
  • নবান্নে মুখ্যমন্ত্রীর নেতৃত্বে জরুরি বৈঠকে হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার নির্দেশ দেওয়া হয়েছে.

  • সরকারি ও বেসরকারি হাসপাতালের নিরাপত্তা পরিকাঠামো পর্যালোচনা ও সংশোধনের নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী.

  • হাসপাতালের নিরাপত্তারক্ষীদের ইউনিফর্ম ও আইডি কার্ড পরা বাধ্যতামূলক এবং সিসিটিভি নজরদারি নিশ্চিত করতে হবে.

VIEW MORE
advertisement
advertisement