Maharashtra: সরকারের ২১ কোটি টাকা গায়েব করে প্রেমিকাকে ফ্ল্যাট-বিলাসবহুল গাড়ি! 'বেপাত্তা' জালিয়াত, মাথায় হাত সকলের

Last Updated:

সরকারি কোষাগার থেকে ২১কোটি ৫৯ লক্ষ ৩৮ হাজার টাকা তছরুপ করার অভিযোগ সামনে এল এক চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীর বিরুদ্ধে।

নথি জাল করে এই কাণ্ড ঘটিয়েছেন ব্যক্তি।
নথি জাল করে এই কাণ্ড ঘটিয়েছেন ব্যক্তি।
মুম্বই: সরকারি কোষাগার থেকে ২১কোটি ৫৯ লক্ষ ৩৮ হাজার টাকা তছরুপ করার অভিযোগ সামনে এল এক চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীর বিরুদ্ধে। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।
এক চুক্তিভিত্তিক সরকারি কর্মচারী যার বেতন সাকুল্যে ১৩ হাজার টাকা হঠাৎ তাঁর বিলাসবহুল গাড়ি,বাড়ি দেখে চমকে গিয়েছিলেন তাঁর সহকর্মীরা। মহারাষ্ট্রের সম্ভাজিনগরে বান্ধবীকে একটি বিলাসবহুল ফ্ল্যাটও উপহার দেন ওই ব্যক্তি। এই অপার বৈভবের ‘উৎস’ জানতে তৎপর হয় প্রশাসনও।
advertisement
advertisement
এরপরেই ঝুলি থেকে বেরিয়ে আসে বিড়াল। জানা যায়, হর্ষ কুমার শিরসাগর নামে ওই চুক্তিভিত্তিক সরকারি কর্মী আরও এক সহকর্মীর সহযোগিতায় ছত্রপতি সম্ভাজিনগরের স্পোর্টস কমপ্লেক্স থেকে মোট ২১ কোটি ৫৯ লক্ষ ৩৮ হাজার টাকা তছরুপ করেছেন। মূলত, ভুয়ো নথির মাধ্যমে ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়েই এই কাণ্ড ঘটিয়েছেন তাঁরা।
advertisement
এই অর্থ থেকেই মূলত বিলাসবহুল গাড়ি, বাইক এবং বিমানবন্দরের ঠিক বিপরীতেই বিলাসবহুল ফ্ল্যাট কেনেন ওই ব্যক্তি। সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি হিরে খচিত চশমারও অর্ডার দিয়েছিলেন।
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে তাঁরা অভিযুক্তের খোঁজ চালাচ্ছেন। যদিও মূল অভিযুক্ত হর্ষ এখনও পলাতক। তাঁর ৩৫ লক্ষ টাকার বিলাসবহুল গাড়িও উদ্ধার করা যায়নি। গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।
view comments
বাংলা খবর/ খবর/দেশ/
Maharashtra: সরকারের ২১ কোটি টাকা গায়েব করে প্রেমিকাকে ফ্ল্যাট-বিলাসবহুল গাড়ি! 'বেপাত্তা' জালিয়াত, মাথায় হাত সকলের
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement