Maharashtra: সরকারের ২১ কোটি টাকা গায়েব করে প্রেমিকাকে ফ্ল্যাট-বিলাসবহুল গাড়ি! 'বেপাত্তা' জালিয়াত, মাথায় হাত সকলের
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
সরকারি কোষাগার থেকে ২১কোটি ৫৯ লক্ষ ৩৮ হাজার টাকা তছরুপ করার অভিযোগ সামনে এল এক চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীর বিরুদ্ধে।
মুম্বই: সরকারি কোষাগার থেকে ২১কোটি ৫৯ লক্ষ ৩৮ হাজার টাকা তছরুপ করার অভিযোগ সামনে এল এক চুক্তিভিত্তিক সরকারি কর্মচারীর বিরুদ্ধে। মহারাষ্ট্রের ছত্রপতি সম্ভাজিনগরের এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়েছে।
এক চুক্তিভিত্তিক সরকারি কর্মচারী যার বেতন সাকুল্যে ১৩ হাজার টাকা হঠাৎ তাঁর বিলাসবহুল গাড়ি,বাড়ি দেখে চমকে গিয়েছিলেন তাঁর সহকর্মীরা। মহারাষ্ট্রের সম্ভাজিনগরে বান্ধবীকে একটি বিলাসবহুল ফ্ল্যাটও উপহার দেন ওই ব্যক্তি। এই অপার বৈভবের ‘উৎস’ জানতে তৎপর হয় প্রশাসনও।
advertisement
advertisement
এরপরেই ঝুলি থেকে বেরিয়ে আসে বিড়াল। জানা যায়, হর্ষ কুমার শিরসাগর নামে ওই চুক্তিভিত্তিক সরকারি কর্মী আরও এক সহকর্মীর সহযোগিতায় ছত্রপতি সম্ভাজিনগরের স্পোর্টস কমপ্লেক্স থেকে মোট ২১ কোটি ৫৯ লক্ষ ৩৮ হাজার টাকা তছরুপ করেছেন। মূলত, ভুয়ো নথির মাধ্যমে ইন্টারনেট ব্যাঙ্কিং দিয়েই এই কাণ্ড ঘটিয়েছেন তাঁরা।
advertisement
এই অর্থ থেকেই মূলত বিলাসবহুল গাড়ি, বাইক এবং বিমানবন্দরের ঠিক বিপরীতেই বিলাসবহুল ফ্ল্যাট কেনেন ওই ব্যক্তি। সংবাদমাধ্যম সূত্রে খবর, অভিযুক্ত ব্যক্তি হিরে খচিত চশমারও অর্ডার দিয়েছিলেন।
পুলিশ সূত্রে খবর, ইতিমধ্যে তাঁরা অভিযুক্তের খোঁজ চালাচ্ছেন। যদিও মূল অভিযুক্ত হর্ষ এখনও পলাতক। তাঁর ৩৫ লক্ষ টাকার বিলাসবহুল গাড়িও উদ্ধার করা যায়নি। গোটা এলাকায় চিরুনি তল্লাশি চালাচ্ছে পুলিশ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 25, 2024 8:14 PM IST