New Delhi: বড়দিনে বড় ঘটনা! পার্লামেন্টের সামনেই গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা ব্যক্তির, তারপর যা ঘটল...
- Published by:Soumendu Chakraborty
- news18 bangla
Last Updated:
বড়দিনের খুশির আমেজের মাঝেই শিউরে ওঠার মতন ঘটনা ঘটল খোদ দেশের রাজধানীর বুকে!
নয়াদিল্লি: বড়দিনের খুশির আমেজের মাঝেই শিউরে ওঠার মতন ঘটনা ঘটল খোদ দেশের রাজধানীর বুকে! বুধবার, সংসদ ভবনের সামনে এক ব্যক্তির গায়ে আগুন দেওয়ার ঘটনায় চাঞ্চল্য ছড়াল। ওই ব্যক্তিকে তাৎক্ষণিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে পেট্রল।
দিল্লি পুলিশ ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে, ঘটনাস্থলে পৌঁছেছে ফরেনসিক দলও। সংবাদমাধ্যম সূত্রে খবর, গোটা বিষয়টিই তদন্ত করে দেখা হচ্ছে বলে জানানো হয়েছে তদন্তকারীদের পক্ষ থেকে। কেন ওই ব্যক্তি গায়ে আগুন দিলেন, ওই ব্যক্তির পরিচয় কী কোনও বিষয় এখনও পর্যন্ত জানা যায় নি।
advertisement
advertisement
দিল্লি পুলিশের পক্ষ থেকে জানানো হয়, সংসদ ভবনের সামনে এক ব্যক্তি গায়ে আগুন দিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তাঁকে দ্রুত রাম মনোহর লোহিয়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata [Calcutta],Kolkata,West Bengal
First Published :
December 25, 2024 5:35 PM IST